Google Maps এর আওতাভুক্ত অনেক দেশ এখনো সঠিক ভাবে রাস্তা যুক্ত নেই কিংবা এখনো যুক্ত করা হয় নি । Google Maps থেকে একটি আলাদা প্রোগ্রাম রয়েছে যার নাম "Road Mapper " , এই প্রোগ্রাম টি সকলের জন্য উন্মুক্ত নয় তবে বহু Local Guides ইতিমদ্ধ এর Access পেয়েছেন ।
আমি Access পেয়েছি Connect Live’19 এ অংশগ্রহণের সময় এবং নিয়মিত Contribute করছি এই প্রোগ্রামে । আমার দীর্ঘদিন এই প্লাটফর্মে Contribute করার কারনে যে অভিজ্ঞতা হয়েছে তার ই আলোকপাত করেছি কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করে । আমার বিশ্বাস এই ভিডিও গুলো দেখলে আপনাদের এই প্রোগ্রাম সম্পর্কে আরো ভালো ধারোনা পাবেন এবং ভুল ত্রুটি কমে আসবে কন্ট্রিবিউশনের সময় ।
Introducing Road Mapper
https://www.youtube.com/watch?v=xMJ7stGl5Nk&t=172s
Road Mapper Dashboard
https://www.youtube.com/watch?v=6vN75iITsLk
Add a road
https://www.youtube.com/watch?v=8X2iMuRBF0I&t=2s
Road or Rail line How I know that
https://www.youtube.com/watch?v=EExuuMwHlgU
Road or canal How I know that
https://www.youtube.com/watch?v=oGQVL2I1VRg&t=8s
Fixed a Road Alignment