একটি ব্যানারের অর্ধেক অংশে ম্যাপ লোকেশন আর অর্ধেক অংশে মিট আপের তথ্য দেয়া রয়েছ সাথে বাংলাদেশ লোকাল গাইডের লোগো
প্রিয় রোড ম্যাপার বন্ধুগণ, বাংলাদেশ থেকে লোকাল গাইড প্রোগ্রামের অনেকেই ইতিমধ্যে Road Mapper প্রোগ্রামে কন্ট্রিবিউশন করার Access পেয়েছেন।
আমি চাচ্ছি বাংলা ভাষাভাষী যারা এই প্রোগ্রামের অনুমতি পেয়েছেন তাদেরকে নিয়ে একটি ভার্চুয়াল মিট আপ আয়োজন করার।
যেখানে আমরা এই প্রোগ্রামের নীতিমালা এবং অন্যান্য বিষয়বস্তু গুলো নিয়ে আলোচনা করব।
ভার্চুয়াল মিটআপে যেসকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে
প্রোগ্রামের নীতিমালা
সাইট এর সকল খুঁটিনাটি বিষয়গুলো কোথায় কি রয়েছে।
ভালোভাবে কন্ট্রিবিউশন করার উপায় গুলো।
রাস্তা অংকন করার সময় আমরা কি কি বিষয় গুলো ভালভাবে খেয়াল করব।
রাস্তা আঁকার সময় যে কমন ভুলগুলো আমরা সবসময়ই করি সেগুলো এড়ানোর উপায়।
পাশাপাশি আমরা একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ওই পরিমাণ কন্ট্রিবিউশন করব।
ভার্চুয়াল মিটআপের তারিখ : June 4, 2021 ( Friday ) ভার্চুয়াল মিট আপের সময় : 09:30PM -10:30 PM ভার্চুয়াল মিটআপ জয়েন লিংক:https://meet.google.com/vzo-yqcu-qif
Or open Meet and enter this code: vzo-yqcu-qif
*** শুধু মাত্র বাংলাদেশ থেকে access পেয়েছেন তাদের জন্য
This is a good initiative I’ll love to join in if it was open to everyone. I had the access since February as well and get the update every month from road mapper.
Hi ! @MahabubMunna dada, I am from west bengal , India . I have recently got access of Google Road Mapper Tool .I don’t know much about it .It will be really helpful for me. Can I join this meet up with your consent ?
Road Mapper Access পেয়েছেন তাদের জন্য এটা খুশির খবর। আমি এক্সেস পাই নাই এর জন্য একটু কষ্ট হচ্ছে। আশা করি ভবিষ্যতে এক্সেস পেলে আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো ইনশাল্লাহ।
বাংলাদেশ লোকাল গাইডস ও মিটআপে সকল এটেন্ডিদের জন্য শুভকামনা।