ছবিতে পুরনো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে রুপলাল হাউস ঘাট এলাকার পাইকারি সবজি বিক্রয় কেন্দ্রে সেখানে কর্মীদের শ্রেণীবিন্যাস ও তাদের কর্মকান্ড বিস্তারিত তুলে ধরা হয়েছে পাশাপাশি এই এলাকার চিত্রপট 2d ,3D স্কেচের মাধ্যমে দেখানো হয়েছে
বাংলাদেশ পলিবাহিত পৃথিবীর সবচেয়ে বড় ব দ্বীপ যার কারণে একে নদীমাতৃক দেশ ও বলা হয়, একসময় এই নদীমাতৃক দেশের প্রধান যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হতো নৌপথ ।
পণ্য আনা নেওয়া কিংবা বেচা বিক্রির জন্য নদীর ঘেঁষে গড়ে উঠেছিল পণ্য ভিত্তিক বিভিন্ন বাণিজ্যিক অঞ্চল , যেগুলো এখন আর নদী ভিত্তিক ব্যবসা নয় সড়কভিত্তিক হয়ে যাচ্ছে দিন দিন ।
বাংলাদেশের রাজধানী ঢাকা গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীর তীরে ঘেষে এবং এই নদীর দুই পাড়ে গড়ে উঠেছিল একসময় অসংখ্য বাণিজ্যিক স্থাপনা বা কেন্দ্র, কালের পর্যায়ক্রমে আস্তে আস্তে বাণিজ্য প্রসার হয়েছে বিভিন্ন স্থানে তবে ঐতিহ্যের সাথে এখনো কিছু স্থান বাণিজ্য করে চলছে ।
ফ্রান্সের অ্যাম্বাসেডর ও সুইস এম্বাসির প্রতিনিধিবৃন্দ দেখছে এক্সিবিশনের বিভিন্ন চিত্রকর্মগুলো
ফ্রান্সের কালচারাল সেন্টার Alliance Française de Dhaka , Goethe-Institut, British Council, Spanish Embassy এর উদ্যোগে বাংলাদেশ, ভারত ও ফ্রান্সের কিছু স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা বুড়িগঙ্গার তীরবর্তী 8 /৮ টি বাণিজ্যিক এলাকার কর্মযজ্ঞ ও জীবন বৃত্তান্ত ও কর্মজীবীদের শ্রেণীবিন্যাস তুলে ধরেছে তাদের আর্টের মাধ্যমে । সেই এক্সিবিশন এর কিছু ছবি তুলে ধরলাম আপনাদের সাথে আশা করি ভালো লাগবে।
সোয়ারিঘাট মৎস্য আড়তে মালিক ও কর্মকর্তা কর্মচারীদের শ্রেণীবিন্যাস ও তাদের নাম পদবী
ফরাস গঞ্জ কাঠের বাজারে মালিক ও কর্মকর্তা কর্মচারীদের শ্রেণীবিন্যাস ও তাদের নাম পদবী
চকবাজার এলাকায় একটি ভবনে কি কি ধরনের কর্মকান্ড পরিচালিত হয় এবং তার সাথে কত ধরনের লোক শ্রম দিয়ে থাকে তার বিস্তারিত বর্ণনা