[Recap]: অমর একুশে বইমেলা মিটআপ ২০২৩

মিটআপে উপস্থিত লোকাল গাইডদের সাথে সেলফি তুলেছে লোকাল গাইড জোহান।

ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে ১৯৫২ সালে এ দেশের জনগণ নিজেদের জীবন উৎসর্গ করে। সেজন্য ১৯৫২ সালের ২১এ ফেব্রুয়ারির ত্যাগ স্মরণে রাখতে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘ ২১এ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ফলে ২১এ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এ দিনটিকে পালন করা হয়।

বাংলাদেশে ২১এ ফেব্রুয়ারি এবং ভাষা শহীদদের প্রতি সমান রেখে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বাংলা একাডেমি প্রাঙ্গন এবং সোহরাওয়ার্দী উদ্যানে “অমর একুশে বইমেলার” আয়োজন করে থাকে। মেলা চলে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত। মেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল বসে এবং তাদের বই বিক্রি করে। বইপ্রেমীদের জন্য বইমেলা একটি আদর্শ জায়গা। কারণ এই মেলায় সকল প্রকাশনীর বই একসাথে এক জায়গায় পাওয়া যায়। দেশি লোকজন ছাড়াও বিদেশ থেকেও মানুষ বইমেলায় ঘুরতে এবং বই কিনতে আসে। বইমেলায় লেখক-পাঠক, বিভিন্ন প্রকাশনী, দেশি বিদেশি বুদ্ধিজীবী, আলোচকসহ নানা শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়।

বইমেলার বিভিন্ন প্রকাশনীর স্টল

বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটি গত ছয় বছর ধরে “অমর একুশে বইমেলায়” মিটআপ আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর ২৪এ ফেব্রুয়ারি বইমেলায় কমিউনিটির ২০৫তম মিটআপ আয়োজন করা হয়। লোকাল গাইডসদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মিটআপ সম্পন্ন হয়।

“অমর একুশে বইমেলা মিটআপ ২০২৩” এর সারসংক্ষেপ:

মিটআপের নাম: অমর একুশে বইমেলা মিটআপ ২০২৩
মিট আপ নম্বর: ২০৫
উপস্থিত লোকাল গাইড সংখ্যা: ১৩

মিটআপের কিছু ছবি নিচে যুক্ত করা হলো:

মিটআপ শুরু হয় বাংলা একাডেমির মূল প্রাঙ্গন থেকে।

প্রথমেই আমরা যাই বাংলা একাডেমিতে অবস্থিত ভাষা জাদুঘরে। সেখানে বাংলা ভাষার উৎপত্তি সহ বিভিন্ন লেখাক, কবি এবং ভাষার উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের সম্পর্কে জানা যায়।

জাদুঘরের ভিতরের কিছু স্থিরচিত্র।

একজন লোকাল গাইড বাংলা ভাষার পুথি পড়ার চেষ্টা করছেন।

তারপর আমরা যাই সোহরাওয়ার্দী উদ্যানে। উদ্যানের বেশির ভাগ এলাকা জুড়েই বইমেলার স্টল বসানো হয়েছে। স্টলগুলো অস্থায়ী, মেলাশেষে ভেঙে ফেলা হবে। আমাদের মিটআপ শুক্রবার ছিলো। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় দর্শনার্থীর ভীর ছিলো দেখার মতো।

শুক্রবার হওয়ায় মেলায় দর্শনার্থীর ভীর ছিলো অনেক।

বিভিন্ন স্টলে লোকজন বই দেখছে এবং কিনছে।

লোকজন বইমেলায় ঘুরার পাশাপাশি বিভিন্ন স্টলে বই দেখছে। বড়দের পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও বই কেনার জন্য এসেছে পরিবারের লোকজনের সাথে।

বই দেখছে একজন লোকাল গাইড [ছবি তুলেছে লোকাল গাইড জাহিদ।]

ছোট-বড় সকলেই মেলায় এসেছে বই কিনতে।

বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বইয়ের লেখকেরা উপস্থিত থাকেন। দর্শনার্থীরা লেখককে দেখার জন্য এবিং সাক্ষর নেওার জন্য স্টলের সামনে ভীর করে।

একজন লেখকের স্বাক্ষর নেওয়ার জন্য স্টলের বাইরে ভীর করছে দর্শনার্থী।

একজন বিক্রেতার স্বাক্ষাতকার নিচ্ছে এক সাংবাদিক এবং বইমেলার সরাসরি আপডেট টিভি চ্যানেলে দেখানো হচ্ছে।

বইমেলায় যেমন নানা শ্রেণিপেশার মানুষ আসে তেমনি দেখা যায় কিছু লোক গান গাচ্ছে, লোকগান। তারা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এবং সবার সামনে লোকগান তুলে ধরার চেষ্টা করেন।

বাদ্যযন্ত্র হাতে গান করছে কিছু লোক, তাদের দেখার জন্য আশেপাশে মানুষ জড়ো হয়েছে।

লেখক তার বই নিয়ে আলোচনা করার জন্য “আমি লেখক বলছি” নামে একটি জায়গা বরাদ্দ থাকে।

যেকোনো দুর্ঘটনা নিয়ন্ত্রনের জন্য ফায়ার সার্ভিস রয়েছে বইমেলায়।

বইমেলার একটি অংশ রয়েছে খাবার দোকানের জন্য

আমরা বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্ত্বর এলাকায় এসে কিছু নাস্তা করে লাচ্ছি খাই।

66 Likes

পরে এসে জয়েন করেছিলাম , অনেক গুলা ছবি দেখে বুজাই যাচ্চছে অনেক উপভোগ্য ছিলো এই মিটাপ

9 Likes

@Mazharul_BDLG জ্বি ভাই। আপনাকে আর সাত্তার ভাইকে শুরু থেকেই মিস করেছি। যখন আসছেন, দেখে খুব ভালো লাগছে।

7 Likes

@JohanJafar প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বইমেলা এবং মিটআপের বিস্তারিত সুন্দর ভাবে এই রিক্যাপ এ তুলে ধরার জন্য।

হঠাৎ ব্যক্তিগত কাজে আটকে যাওয়ায়, সময় মত জয়েন করতে পারিনি। তবে শেষ মুহূর্তের আপনাদের সাথে জয়েন করলেও অনেক কিছুই মিস করেছি।

8 Likes

বাহ দারুন একটা মিলমেলা গেলো মিস করলাম @JohanJafar

5 Likes

এতো সুন্দর উপস্থাপন আর ছবি ও লেখা খুব ভালো লাগছে, মিস করলাম :purple_heart: :purple_heart: :purple_heart: :purple_heart: @JohanJafar

4 Likes

বইমেলায় গিয়েছিলাম, কিন্তু এতো ভিড় ছিল :cold_sweat: তারউপর ইন্টারনেট কাজ করতেছিল না :pensive:

দেখা হইল না :pensive:

2 Likes

মিটআপ নিয়ে লেখাটি খুবই সন্দর হয়েছে এবং ছবি গুলো দেখে র্ভাচুয়াল বই মেলা দেখা হল। ধন্যবাদ জোহান ভাই @JohanJafar

1 Like

বাহ্ ! এইখানেও হাজির বিরানি :grimacing:

1 Like

@JohanJafar

ভীষন উপভোগ্য বইমেলা।

প্রতিবছর মুখিয়ে থাকি মেলার জন্য।

সময়ের অভাবে এবার যোগ দিতে পারিনি।

ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য

1 Like

ধন্যবাদ পোস্টের মাধ্যমেই আপনার “অমর একুশে ফেব্রুয়ারি ২৩” এর প্রোগ্রামটি তুলে ধরার জন্য।

1 Like

@JohanJafar ২০১৭ সালের বইমেলার মিটআপে অংশগ্রহণ করেছিল। এবারও মিস করলাম

2 Likes