[RECAP] কানেক্ট শিখি বাংলায়- পর্ব ১

হ্যালো লোকাল গাইড বন্ধুরা!

হাজির হলাম আমাদের প্রথম ভার্চুয়াল টিউটরিয়াল ইভেন্ট ‘কানেক্ট শিখি বাংলায়’ শিরোনামে মিটাপের রিকেপ নিয়ে।
আপনাদের স্বতঃফূর্ত অংশগ্রহন এবং আগ্রহ প্রকাশের ফলে এই মিটাপটি সফল্ভাবে সম্পন্ন করা হয়েছিল যথা সময়ে। যদিও অনেকেই আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু আসন সীমিত হওয়ার ফলে বাংলাদেশ এবং ভারতের ৪০+ বাঙালী লোকাল গাইডস নিয়ে এই মিটাপটি আয়োজিত হয়েছিলো, যাদেরকে রেজিস্ট্রশনের মাধ্যমে নির্বাচিত করা হয়েছিলো।


মিটাপের বিষয়বস্তুঃ

  • লোকাল গাইডস কি?

  • লোকাল গাইডস কানেক্ট কি?

  • লোকাল গাইডস কমিউনিটি পলিসি কি?

  • লোকাল গাইডস প্রোগ্রাম রুলস কি?

  • লোকাল গাইডস কানেক্ট এর প্রাথমিক ধারনা

  • কিভাবে পোস্ট লিখতে হয়

  • কি শেয়ার করা উচিত বা উচিত নয়!

  • অভিজ্ঞতা শেয়ারিং ইত্যাদি।

উপরোক্ত সকল বিষয়ে একটি গুগল স্লাইড বা প্রেজেন্টেশন এর মাধ্যমে সহজ করে বুঝনোর চেষ্টা করেছি।

মিটাপে আলোচিত কানেক্টা সম্পর্কিত কিছু প্রাথমিক এবং গুরুত্বপূর্ন আলোচনার অংশ শেয়ার করা হল।


উক্ত টিউটরিয়াল মিটাপে লোকাল গাইডস, লোকাল গাইডস কানেক্ট এর পরিচয় করার পর লোকাল গাইডস কমিউনিটি পলিসি, এবং লোকাল গাইডস প্রোগ্রাম রুলস সম্পর্কে অত্যাদিক গুরুত্ব সহকারে তথ্য শেয়ার করা হয়েছে। বলা হয়েছে যেনো আগে এসব বিষয়ে বেসিক স্ট্যাডি করা হয় তারপর অন্যন্য বিষয়ে হাত দেওয়া হয়।
তাপর লোকাল গাইডস কানেক্ট ব্যবহারবিধি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
যেমনঃ নতুন কোন পোস্ট করার আগে সার্চ বক্স ব্যবহার করা, পছন্দমতো নিজ ভাষা ব্য্বহার করে পোস্ট লিখা বা কমেন্ট করা।

কানেক্ট ব্যবহারবিধির কিছু গুরুত্বপূর্ন আলোচ্য বিষয় এখানে তুলে ধরা হয়ঃ

  • বিষয় ভিত্তিক বিভিন্ন ব্লগ বা পোস্ট করা
  • পোস্ট এ বিস্তারিত তথ্য লেখা
  • যেকোন পোস্টে এ কমপক্ষে একটি হলেও ছবি যুক্ত করা
  • নিজস্ব কন্টেন্ট শেয়ার করা
  • কপিরাইট আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা
  • সঠিক বোর্ড নির্বাচন করে পোস্ট শেয়ার করা
  • অপ্রাসঙ্গিক পোস্ট না করা
  • অন্যের ছবি বা ইন্টারনেট থেকে ডাউনলোড বা কপি করে কোন কন্টেন্ট শেয়ার না করা
  • কোণ লোকাল গাইডসয়ের সাথে দ্বন্দ বা বিতর্কে না জড়ানো
  • কোন ব্যবসা বা পণ্যের প্রচারে পোস্ট না করা

তারপর আলোচ্য বিষয়ে প্র্যাক্টিকাল কিছু বিষয়ে দেখানো হয়। কানেক্ট এর পোস্ট লেখা, বোর্ড নির্বাচন, আপডেট পাওয়া, এবং আরো অনেক খুটিনাটি বিষয় লাইভ দেখিয়ে দেওয়া হয়।


এরপর প্রশ্নোত্তর পর্বে সকলের মতামত এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়।আমাদের নিয়মিত এবং অভিজ্ঞ লোকাল গাইডসদের মধ্যে @ShahMdSultan @PritishB @KalyanPal সহ আরো কয়েকজন লোকাল গাইডস তাদের গুরুত্বপূর্ণ মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ সকলের সাথে শেয়ার করেন।

এভাবেই আমাদের প্রথম কানেক্ট এর টিউটরিয়াল মিটাপটি সমাপ্ত হয়। সেই সাথে পরবর্তী ব্যাচ, এবং পর্ব আয়োজন করার ব্যপারে ঘোষণা দেওয়া হয়। সেখানে আবার নতুন ব্যাচ নতুন আগ্রহী লোকাল গাইডসদের সুযোগ দেওয়া হবে নিজ ভাষায় কানেক্ট বুঝার এবং শিখার।
হ্যাপী গাইডিং

38 Likes

আসলেই খুব সুন্দর একটি মিট-আপ ছিল। ধন্যবাদ @ShafiulB দাদা সুন্দর রিক্যাপ পোস্ট টির জন্য।
অনেক দিন পরে লোকাল গাইডস বাংলা ও আপনাদের মতন সুন্দর লোকাল গাইড দের থেকে অনেক কিছু শেখার ছিল।
পরবর্তী মিট-আপের অপেক্ষায় রইলাম কলকাতা থেকে।
ভালো থাকবেন সবাই।

@KalyanPal @BidurC

5 Likes

বাংলা ভাষায় কোনো কিছু শেখার ও জানার মজাই আলাদা । তাও সেটা যদি হয় : গুগল ম্যাপস ও কানেক্ট ফোরাম নিয়ে । তাহলে পুরো বিষয়টি জমজমাট ।

এই মিট-আপ থেকে অনেক কিছু শিখলাম ও বুঝলাম । ধন্যবাদ @ShafiulB

দাদা :handshake: , এই ধরনের মিট-আপ আয়োজন করার জন্য । আশা করি, সামনের দিনগুলোতে অনেক কিছু শিখতে পারবো আপনাদের সবার কাছ থেকে @PritishB দাদা ও @ShahMdSultan দাদা ।

:blush:

হ্যাপি গাইডিং !

6 Likes

অসাধারণ একটি টিউটোরিয়াল মিট আপ ছিল এটি ।

নিজের মাতৃভাষা বাংলায় কানেক্ট সম্বন্ধে অভিজ্ঞতা অর্জনের অনুভুতিই আলাদা।

ধন্যবাদ @ShafiulB এত সুন্দর একটি টিউটোরিয়াল মিট আপ আয়োজন করার জন্য।

খুব ভালো থাকবেন দাদা ।

হ্যাপি গাইডিং

3 Likes

অনেক সুন্দর একটা মিট ছিল। অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ। ভাই।

পরের পর্বের অপেক্ষায়

1 Like

এটা একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ এবং এ মিটআপ করাতে অনেক সাধাৱন মানুষ কানেক্ট শিখতে সহজ হবে বলে আমি মনে কৱি. @ShafiulB আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য.

2 Likes

Assalamualaikum to everyone, thank you very much for giving a post in Bengali fluently and beautifully. Through this post we have learned exactly how to do guiding. I am sincerely sorry that I was unable to participate in this virtual meet due to my physical illness. But my request to you is that if you email us your presentation, we will all benefit. I wish you a long life.

1 Like

এইটা আসলেই দরকার ছিল, অনেকেরই প্রয়োজন হবে। ধন্যবাদ আপনাকে।

1 Like

@PritishB ধন্যবাদ দাদা, আপনাদের উপস্থিতিতে মিটাপটি আরো সুন্দর ও পরিপূর্ণ হয়ে উঠেছিল। ভালো লাগে আপনাদের উপস্থিতি।
ইনশাআল্লাহ আরো ব্যাচ/ পর্ব নিয়ে হাজির হবো।

হ্যাপী গাইডিং!

1 Like

@KalyanPal @ ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য। বাংলা ভাষায় আসলে সব কিছুই মজার। তাছাড়া দুই বাংলার উপস্থিতি সেখানে আরো উপভোগ্য করে তুলে।
এভাবেই পাশা থাকুন আপনারা সেই প্রত্যাশায়।
হ্যাপী গাইডিং!

2 Likes

@BidurC @user_not_found অনেক অনেক ধন্যবাদ আপনাদের কমেন্ট এবং মিটাপে অংশগ্রহন করার জন্য। আপনাদের সাপোর্ট এবং অংশগ্রহনে মিটাপটি সফল শতভাগ। এভাবেই পাশে চাই সবসময়। সেই সাথে আপনাদের নিয়মিত অংশগ্রহন এবং কার্মসূচী চাই নিজ নিজ অবস্থান থেকে।

1 Like

Wow! Informative recap here!

Seems that the selected members could learn lot of things and could enrich there knowledge about local guiding. All are lucky indeed. Thanks for arranging @ShafiulB brother! _

2 Likes

Dear @ShafiulB

This meet-up was a great initiative for beginners. I want see more initiatives like this for new comer.

Stay safe

Regards

2 Likes

ভাই বাংলাদেশের ছোট গলি/রাস্তা google map এ add করব কিভাবে?

1 Like

Good an well initiative post dear @ShafiulB

Thanks for sharing a nice post andproject , how to learn about connect in Bengali, This post will be very helpful for Bangladeshi LGS speciall who are weak in English!

Best wishes

Here is my recent post for you !

4 Likes

@Sakhaoyat হ্যালো!

ফিডব্যাক শেয়ার করে গুগল ম্যাপ টিমকে জানাতে পারেন এই বিষয়ে এবং আলাদা পোস্ট শেয়ার করে বিস্তারিত জেনে নিতে পারেন। কারন এই টপিকে বা পোস্টে অন্য বিষয় কথা না বাড়ানোই ভালো।

হ্যাপী গাইডিং!

বরাবরই আমরা চাই নতুন লোকাল গাইডরা কানেক্ট সম্পর্কে জানুক শিখুক বুঝুক।

তারাও যেন নিয়মিত নিজ ভাষায় সুন্দরভাবে কানেক্ট পোষ্ট করতে পারে সকল সমস্যা বা প্রশ্নের উত্তর জানতে পারে।

আশা করি যারা আমাদের এই মিটাপে অংশগ্রহণ করেছে তারা কিছু হলেও জানতে পেরেছে। তাদের বিভিন্ন পোষ্ট নিয়মিত দেখার অপেক্ষায় আছি।

পরিশেষে, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরকম একটি উদ্যোগ নিয়ে বাংলা ভাষাভাষী লোকাল গাইডদের গাইডিং ও কানেক্টকে সহজভাবে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

এরকম আরও উদ্যোগ, মিটাপ হবে ইনশাআল্লাহ।

রিক্যাপটি খুব সুন্দরভাবে লিখেছেন।

শুভ কামনা সকল লোকাল গাইডদের জন্য।

হ্যাপি গাইডিং

1 Like

বাংলাদেশে রোড এড করার অনুমতি এখনো কোন লোকাল গাইডকে দেয়া হয় নি ভাই।

@Sakhaoyat ভাই,

আশা করি, এ ব্যাপারে @ShafiulB ভাই আরও বিস্তারিত বলবেন। আমরা কি বাংলাদেশের রোড এড করার কখনো সুযোগ পাব ভবিষ্যতে?

এমন কি কোন খবর আছে কি?

1 Like

@MS_Pathan ধন্যবাদ চমৎকার উত্তর দেওয়ার জন্য। আমাদের দেশে রোড যুক্ত করার সুবিধা খুব শিঘ্রই উন্মুক্ত হতে পারে। তবে এমন কোন নির্দিষ্ট সময় বলা যাচ্ছে নাহ। তাছাড়া রোড ম্যাপার কমিউনিটি আমাদের আশা আরো বাড়িয়ে দিচ্ছে। নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে সেখানে। বাংলাদেশ যুক্ত হবার সম্ভাবনা অনেক সেটা বলাই যায়।

কানেক্টে যুক্ত থাকুন!

হ্যাপী গাইডিং!

1 Like