Bangladesh local guides meet up: 106
পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে "বাংলাদেশ লোকাল গাইডস’ " কর্তৃক বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শরীয়তপুরের লোকাল গাইডস টিম বর্ষবরণ মিটআপ করে। এটি নড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়।এই মিটআপে প্রায় ২৫জন লোকাল গাইডস অংশগ্রহন করে, এই মিটআপে সবাইকে গুগল ম্যাপে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে সে সম্পর্কে ধারনা দেয়া হয়,
এরপরে আমরা সবাই মিলে একটা ফটোওয়াক করি, মেলায় গিয়ে বিভিন্ন জিনিসের ছবি তুলি,
তারপরে আমরা মিটআপ শেষে নড়িয়া সরকারি কলেজের সাংস্কৃতি অনুষ্টান উপভোগ করি।