Recap: এসো মাতি বর্ষবরণে- শরিয়তপুর

Bangladesh local guides meet up: 106

পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে "বাংলাদেশ লোকাল গাইডস’ " কর্তৃক বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শরীয়তপুরের লোকাল গাইডস টিম বর্ষবরণ মিটআপ করে। এটি নড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়।

এই মিটআপে প্রায় ২৫জন লোকাল গাইডস অংশগ্রহন করে, এই মিটআপে সবাইকে গুগল ম্যাপে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে সে সম্পর্কে ধারনা দেয়া হয়,

এরপরে আমরা সবাই মিলে একটা ফটোওয়াক করি, মেলায় গিয়ে বিভিন্ন জিনিসের ছবি তুলি,

তারপরে আমরা মিটআপ শেষে নড়িয়া সরকারি কলেজের সাংস্কৃতি অনুষ্টান উপভোগ করি।

31 Likes

@SunMoon চমৎকার লাগছে সবাইকে। আপনাদের কলেজে ছট কিন্তু গোছানো ছিমছাম আয়োজন হয়েছে মনে হচ্ছে। :slight_smile:

3 Likes

The collection of Powerful young members Meet-up around you @SunMoon:muscle:t2::muscle:t2::muscle:t2:

3 Likes

@SunMoon খুব সুন্দর হয়েছে সানমুন। সামনের দিনগুলোতে আরো ভাল কিছু করবে এই আশা করি

2 Likes

@SunMoon , খুব সুন্দর, ছবি গুলিও চমৎকার! অংশ গ্রহনকারী সবাইকে অভিনন্দন।

2 Likes

সাবাইকে ভাল লাগছে। good meet up & photo walk. সামনে এরকম আরও চাই।

1 Like

wonderful recap @SunMoon

2 Likes

ধন্যবাদ ভাইয়েরা, সবাই আমার জন্য দোয়া করবেন