হ্যালো, লোকাল গাইড
বাংলাদেশ লোকাল গাইড এর ব্যানারে অনুষ্ঠিত হয়ে গেছে Accessibility মিটআপ । যার টাইটেল Upazila model mosque Accessibility Check in Lakshmipur.
উপজেলা মডেল মসজিদ এ আমি এই মিটআপ উপলক্ষে প্রথম প্রবেশ করি। বাংলাদেশ মধ্যে আধুনিক মানের মসজিদ তৈরি করেছে বাংলাদেশ সরকার।
এই মসজিদ এর বিশেষ বৈশিষ্ট্য সমূহ :
১. পুরুষ ও মহিলাদের জন্য নামাজ এর আলাদা স্থান রয়েছে ।
২. আলাদা আলাদা ওজু করার স্থান।
৩. শারীরিক প্রতিবন্ধী ও অটিজম মানুষের জন্য আলাদা নামাজ এর স্থান রয়েছে।
৪. মসজিদ এ দুই টি স্থান দিয়ে হুইলচেয়ার নিয়ে প্রবেশ করা যায়।
৫. সম্পূর্ণ মসজিদ শীতাতাপ নিয়ন্ত্রিত।
৬. মসজিদ এ সি সি ক্যামেরা দ্বারা সব সময় পর্যবেক্ষন করা হয়।
৭. মসজিদ এ আধুনিক ও জরুরী এলাম সিস্টেম রয়েছে।
৮. মসজিদ এর সামনে রয়েছে গাড়ি পাকিং এর জন্য বিশাল জায়গা।
আমার মতে শারীরিক প্রতিবন্ধী মানুষের জন্য সব থেকে উত্তম একটি এবাদত স্থান হচ্ছে, উপজেলা মডেল মসজিদ।
বাংলাদেশ লোকাল গাইড এর সদস্যরা মসজিদ এর এরিয়া ও আশেপাশের এলাকা গুগল ম্যাপে ভালো ভাবে পর্যবেক্ষন করে।
এবারের থিম হচ্ছেঃ Accessibility for Everyone.
মিটআপ এর বিষয় সমূহঃ
1.গুগল ম্যাপে সম্পকে আলোচনা।
- Accessibility সম্পকে আলোচনা।
- মসজিদ এরিয়া সহ আশেপাশের মিচিং স্থান সমূহ ম্যাপে এড করা।
- মসজিদ এর ভিতরে হুইলচেয়ার প্রবেশ পথ আছে কি না তা চেক করা
মিটআপ এর সারসংক্ষেপ
Meetup Name : Upazila model mosque Accessibility Check in Lakshmipur
Meetup No : 335
Meetup Date : May 18,2024
Time : 11:00 AM- 02:00PM
Location : Upazila model mosque,
Meetup Fee : Free
Meetup present person : 05.
#localguide #letsguide
#localguideconnect
#bdlg accessibility
#Accessibilityforeveryone
Md.Gazi Salauddin
BDLG
Bangladesh.