[Recap] There will be a strong bond of love, the renewal of mapping.

সফলভাবে সম্পন্ন হয়ে গেলো বাংলাদেশ লোকাল গাইডের ২২৮তম মিটাপ “There will be a strong bond of love, the renewal of mapping.”

যথাযথ সময় ঠিক বিকাল ৪টায় শুরু করে ৬ টায় আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষনা করি।

আজকের এ কর্যকরী মিটাপে আমরা ১০ জন উদ্যমী লোকাল গাইডস কোয়ালিটিফুল লোকাল গাইডিং, লোকাল গাইডস কানেক্ট সম্পর্কে, এবং নিজেদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছি।

আমাদের সাথে ছিলেন @Mazharul_BDLG , @AlidMahmud , @AkterSikder @alaminkarno , @aminul44 , @Mamun , @Md_44Aminul , @hossain, @sobujHossain @JoyontaRoy

শুরুতে @AlidMahmud গুগল ম্যাপস কন্ট্রিবিউশন সম্পর্কে তার প্রথম অভিজ্ঞতা, ম্যাপ থেকে প্রাপ্ত সুবিধা, ম্যাপ কন্ট্রিবিউশন নিয়ে ভবির্ষত পরিকল্পনা শেয়ার করেন।

তারপর বার্গার খেতে খেতে এক এক করে আমরা সবাই আমাদের গুগল ম্যাপস কন্ট্রিবিউশন সম্পর্কে তার প্রথম অভিজ্ঞতা, ম্যাপ থেকে প্রাপ্ত সুবিধা, ম্যাপ কন্ট্রিবিউশন নিয়ে ভবির্ষত পরিকল্পনা শেয়ার করলাম।

এর পর স্পেশাল কফি খেতে খেতে আমরা কোয়ালিটিফুল গাইডিং কিভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করেছি। খুব সুন্দর করে লোকাল গাইডস কানেক্ট এ পোস্ট করা সম্পর্কে আলোকপাত করেন @Mazharul_BDLG ভাই।

সব মিলিয়ে আমরা সুন্দর একটি বিকেল কাটিয়েছি। সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে আজকের মিটাপকে সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ।

45 Likes

@AH_Zakir ভাই,
আজকের মিটাপ সত্যিই অনেক সুন্দর হয়েছে, মিটাপ লোকেশন আমার খুব ভালো লেগেছে যেখানে গাজীপুরের যে কোন লোকাল গাইডস’দের আসার জন্য সহজ ও কাছে ছিল। একজন নতুন হোস্ট হিসেবে আপনি দারুন মিটাপ পরিবেশ ও কার্যকরী মিটাপ উপহার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

8 Likes

দাড়ুন একটি বিকেল পার করেছি আজ নতুন এবং পুরাতন লোকাল গাইড এর সাথে, আশা করি আমারা সামনে আরো মিটাপ এভাবে করবো @AH_Zakir

9 Likes

আসাধারন একটা বিকেল ছিল আজকে, নতুন কিছু শিখার পাশাপাশি সুন্দর একটা পরিবেশে বিকেলের সময় পার করলাম ।

8 Likes

বাহ বেশব সুন্দর সবাইকে অভিনন্দন :heart:

5 Likes

Great initiative.

Thank you so much @AH_Zakir

Also thanks to all attendee.

6 Likes

@AH_Zakir সুন্দর ও সফল মিটআপ আয়োজনের জন্য ধন্যবাদ

2 Likes

অফিসে কাজ ব্যস্ত থাকায় আসতে পারলাম না তবে ইনশাআল্লাহ আগামী বার আসবো দেখা হবে। @AH_Zakir ভাইজান

3 Likes

@AH_Zakir que bueno que se pudieron juntarse… mi duda es el cafe es arriba tiene canela?

2 Likes

@Maximilianozalazar বাদাম কে পাউডার করে চায়ের উপরে দেওয়া হয়েছে।

2 Likes

@AlidMahmud একজন লোকালগাইড কিভাবে ম্যাপএ অবদান রাখে, আপনার এই আলোচনায় নতুনরা অনেক কিছু জানার সুযোগ পেয়েছে।

@Mazharul_BDLG আপনার আলোচনা সবসময় নতুনদের কে লোকালগাইড হবার উৎসাহ যোগায়।

1 Like

@alaminkarno ২২৮তম মিটআপ এ আপনার মত অভিঞ্গ লোকালগাইড কে সাথে পেয়েছি, ভবিষ্যৎ এ সাথে থাককবেন আশারাখি।

1 Like

@Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05 ভাই বাাংলাদেশ লোকালগাইড এর প্রতিটি সদস্য কে আপনি সবসময় উৎসাহ ও ভালবাসার বন্ধনে রাখেন তাই আপনার জন্য ভালবাসা রইল।

2 Likes

@AH_Zakir A wonderful post. Thanks for sharing with us.

@jakiripsc thanks for your advise