Recap: Saudi Bangladesh Friendship Meetup 2023

তায়েফ সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ শহর ধর্মীয় দিক থেকে এবং আবহাওয়া ও তার পরিবেশগত কারণেও সকলের কাছে বহুল জনপ্রিয় ।

আমি রাশেদ খান জন্মসূত্র বাংলাদেশী তবে বর্তমানে কর্মরত আছি সৌদি আরবের মক্কা নগরীতে। লোকাল গাইড কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে কর্মব্যস্ততার কারণে অনেকদিন কিছুটা বিচ্ছিন্ন ছিলাম তবে আবারো ফিরে এসেছি ।

বাংলাদেশ থেকে আগত ইঞ্জিনিয়ার নাসির হোসেনকে নিয়ে আমার করা বাংলাদেশ লোকাল গাইডের ব্যানারে ২০১ তম মিটাপ “ Saudi Bangladesh Friendship Meetup “ আয়োজন করা হয়েছিল এই তায়েফ শহরে ।

সৌদি আরবের দিনের বেলা ভ্রমণ করা কিছুটা কষ্টকর কারণ এর তাপমাত্রা বেশ বেশি তাই আমরা মিটআপ সময় রাতে উল্লেখ করল যেহেতু শুক্রবার ছিল অর্থাৎ ছুটির দিন আমরা দুপুরের পরেই এর কার্যক্রম শুরু করি।

তায়েফের পাথুরে এরিয়ার একটি ছবি

এক নজরে এই মিট আপের সারসংক্ষেপ

Meetup Name : Saudi Bangladesh Friendship Meetup 2023

BDLG Meetup No: 201

Total Perticipent : 10

Meetup Location: Ta’if , Saudi Arabia

Topic: About Local Guides [ Maps & Connect Forum ] , add location, Photo contribution

Activities: Food crawl, Photo walk , Camel ride , Visit Historical Places

মিট আপে জাতায়তের জন্য ভারা করা গাড়ি তে বসে আছে এখন নতুন লোকাল গাইড

যাত্রা শুরু:

পবিত্র মক্কা নগরীর জাবালে সুর পয়েন্ট থেকে আমি সহ বাকি ৯ জনকে নিয়ে একটি ভাড়া করা গাড়িতে শুরু হয় আমাদের মিট আপের যাত্রা। মক্কা নগরী থেকে যাত্রা করে উন্মুল করা ইউনিভার্সিটি হয়ে আমরা পাহাড়ি পথ দিয়ে চলতে থাকি তায়েফের পথে। এর মাঝে চলে আমাদের ছবি তোলা পর্ব ও নতুন অংশগ্রহণকারীদেরকে ম্যাপ সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া।

তায়েফের সড়কে এমন অনেক ভ্রাম্যমাণ চায়ের দকান রয়েছে একটি দোকান থেকে চা ক্রয় করছি আমরা

চা বিরতিঃ

পথিমধ্যে আমরা চা-বিরতি দিই কারণ এই তায়েফের পথে পুদিনা পাতার চা বেশি বিখ্যাত আমরা সবাই তার স্বাদ গ্রহণ করি এবং বেশ কিছু ছবি তুলি।

Ta’if এর শীতল পাহাড়ি এলাকার ছবি তুলছে লোকাল গাইড ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন

মিট আপের মূল পর্ব :

চা বিরতি শেষে আমাদের গাড়ি এই এগিয়ে চলতে থাকে তায়েফের আমাদের মূল মিটআপ স্থানের দিকে,তারপর তায়েফ আল হাদা মেঘাচ্ছন্ন রিং রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে ভেন্যুর দিকে এগিয়ে যাওয়া।

তায়েফ এর যে সকল ঐতিহাসিক স্থান আমরা পরিদর্শন করি সেগুলো হল - আব্বাস ইবনে আব্দুল্লাহ মসজিদ, তায়েফ এর আলী মসজিদ, মাথনা- ইসলামিক ইতিহাসের অনেক স্মৃতি বিজরিত স্থান ।

আমাদের মুল পয়েন্ট ছিল তায়েফ রুদ্দাফ পার্ক ,সেখানে হাজার বছরের পুরাতন বড় বড় পাথর খন্ডে ঘেরা উপত্যকায় লোকাল গাইডস বিষয়ে আলোচনা করা হয়েছ স্থানীয় এলাকায় ফটো সেশন

একজন রাখাল উট নিয়ে যাচ্ছে পর্যটকদের কে উটে চড়িয়ে ঘোরানোর জন্য

সকলের কাছে মিট আপের আরেকটি আকর্ষণীয় ব্যাপার ছিল আরবের উটে চড়ার অভিজ্ঞতা

খাওয়া-দাওয়া : তায়েফ এর বিখ্যাত রেস্টুরেন্ট চেইন এ সন্ধায় আমরা সবাই ডিনার করেছি,

ওখানে রেস্টুরেন্টে ম্যাপ এ রিভিউ লিখেছি সবাই,তারপর ফেরার পথে হাদার রিং রোডের নাইট ভিউ পরিদর্শন করেছি,

বহু বছর পরে আমার মিট আপ আয়োজন করা এখানে ভুল ত্রুটি থাকতে পারে আশা করি আমাকে মতামত ও আইডিয়া দিয়ে সামনে আরো ভালোভাবে আয়োজন করার ক্ষেত্রে সাহায্য করবেন ।

মিট আপের আরো কিছু মুহূর্তের ছবি

Google Maps এর খুটি নাতি বিষয় গুলো দেখান হচ্ছে নতুন লোকাল গাইডদের কে

রিভিউ লিখছে নতুন লোকাল গাইড সদস্যরা

তায়েফের শীতল পাহাড়ি পরিবেশ

উটের সামনে দাড়িয়ে ছবি তুলছে একজন লোকাল গাইড

আমার সেলফিতে ছবি তুলছে এক লোকাল গাইড

হাদার রিং রোডের নাইট ভিউ

48 Likes

খুবই চমৎকার একটা মিটআপ ছিল এবং আয়োজন অত্যন্ত সুন্দর ছিল। প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি খাবারের আয়োজন ও আকর্ষণীয় ছিল।@Rashed ধন্যবাদ এমন সুন্দর আয়োজন করার জন্য।

8 Likes

@engrNasir ধন্যবাদ প্রিয় ভাই,

আপনার উপস্থিতি আমাদের আরো প্রানবন্ত করেছে। আপনার অভিজ্ঞতা শেয়ার এবং সার্বিক সহযোগিতায় আমরা এই মিট আপ সম্পন্ন করতে পেরেছি।

6 Likes

ছবি দেখেই বুঝা যাচ্ছে অনেক ভালো হইছে এই মিটআপটি।

6 Likes

Hello @Rashed

Welcome to Local Guides Connect!

I have released your post from the Spam Filters. I would like to apologize for your post being marked as spam. Our filters run 24/7 and they can be a little harsh at time. You can visit this article to learn more: Why was my Connect post marked as spam?

Thank you

9 Likes

@Rashed ভাই সুন্দর ও সফল ভাবে মিটআপ শেষ করার জন্য ধন্যবাদ। আশা করি আনার মাধ্যমে আরও নতুন কিছু জানতে পারব

6 Likes

@Rashed ভাই এমন একটি মিট আপ হায়েছে দেখে খুব ভাল লাগলো। বাংলাদেশ লোকাল গাইডস যে আর শুধু দেশে না থেকে বিদেশেও থাকছে তার একটি অনন্য প্রমান হায়ে গেলো। আপনাকে সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ। আপনাদের জন্ন্য শুভ কামনা থাকল। আর দেশে আসবেন কবে জানাবেন।

7 Likes

@Rashed অনেক সুন্দর হয়েছে, শুভ কামনা রইলো ভাই

5 Likes

@DeniGu Please check his profile. @Rashed host meetup but till now not added meetup Host badge.

4 Likes

অসাধারণ আয়োজন :heart:

3 Likes

HI ! @KashifMisidia
Thanks a lot for your valuable help for my post .
i am feeling very happy to meet with such kind of people like you ,and all of community members .
already checked you suggestion about spam filters. for my next post it will be very helpful .

5 Likes

Sure InshaAllah @Rashed

3 Likes

Hi @MahabubMunna ,

Meet-up badges are awarded by the middle of the month following the meet-up. Since @Rashed hosted his meet-up in January, he should receive the badge by the middle of February. Please let me know if he doesn’t see the badge in his Connect profile by the end of February!

5 Likes

@DeniGu thanks you

4 Likes

Nice, it seems you all had fun :slightly_smiling_face:

1 Like