তায়েফ সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ শহর ধর্মীয় দিক থেকে এবং আবহাওয়া ও তার পরিবেশগত কারণেও সকলের কাছে বহুল জনপ্রিয় ।
আমি রাশেদ খান জন্মসূত্র বাংলাদেশী তবে বর্তমানে কর্মরত আছি সৌদি আরবের মক্কা নগরীতে। লোকাল গাইড কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে কর্মব্যস্ততার কারণে অনেকদিন কিছুটা বিচ্ছিন্ন ছিলাম তবে আবারো ফিরে এসেছি ।
বাংলাদেশ থেকে আগত ইঞ্জিনিয়ার নাসির হোসেনকে নিয়ে আমার করা বাংলাদেশ লোকাল গাইডের ব্যানারে ২০১ তম মিটাপ “ Saudi Bangladesh Friendship Meetup “ আয়োজন করা হয়েছিল এই তায়েফ শহরে ।
সৌদি আরবের দিনের বেলা ভ্রমণ করা কিছুটা কষ্টকর কারণ এর তাপমাত্রা বেশ বেশি তাই আমরা মিটআপ সময় রাতে উল্লেখ করল যেহেতু শুক্রবার ছিল অর্থাৎ ছুটির দিন আমরা দুপুরের পরেই এর কার্যক্রম শুরু করি।
তায়েফের পাথুরে এরিয়ার একটি ছবি
এক নজরে এই মিট আপের সারসংক্ষেপ
Meetup Name : Saudi Bangladesh Friendship Meetup 2023
BDLG Meetup No: 201
Total Perticipent : 10
Meetup Location: Ta’if , Saudi Arabia
Topic: About Local Guides [ Maps & Connect Forum ] , add location, Photo contribution
Activities: Food crawl, Photo walk , Camel ride , Visit Historical Places
মিট আপে জাতায়তের জন্য ভারা করা গাড়ি তে বসে আছে এখন নতুন লোকাল গাইড
যাত্রা শুরু:
পবিত্র মক্কা নগরীর জাবালে সুর পয়েন্ট থেকে আমি সহ বাকি ৯ জনকে নিয়ে একটি ভাড়া করা গাড়িতে শুরু হয় আমাদের মিট আপের যাত্রা। মক্কা নগরী থেকে যাত্রা করে উন্মুল করা ইউনিভার্সিটি হয়ে আমরা পাহাড়ি পথ দিয়ে চলতে থাকি তায়েফের পথে। এর মাঝে চলে আমাদের ছবি তোলা পর্ব ও নতুন অংশগ্রহণকারীদেরকে ম্যাপ সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া।
তায়েফের সড়কে এমন অনেক ভ্রাম্যমাণ চায়ের দকান রয়েছে একটি দোকান থেকে চা ক্রয় করছি আমরা
চা বিরতিঃ
পথিমধ্যে আমরা চা-বিরতি দিই কারণ এই তায়েফের পথে পুদিনা পাতার চা বেশি বিখ্যাত আমরা সবাই তার স্বাদ গ্রহণ করি এবং বেশ কিছু ছবি তুলি।
Ta’if এর শীতল পাহাড়ি এলাকার ছবি তুলছে লোকাল গাইড ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন
মিট আপের মূল পর্ব :
চা বিরতি শেষে আমাদের গাড়ি এই এগিয়ে চলতে থাকে তায়েফের আমাদের মূল মিটআপ স্থানের দিকে,তারপর তায়েফ আল হাদা মেঘাচ্ছন্ন রিং রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে ভেন্যুর দিকে এগিয়ে যাওয়া।
তায়েফ এর যে সকল ঐতিহাসিক স্থান আমরা পরিদর্শন করি সেগুলো হল - আব্বাস ইবনে আব্দুল্লাহ মসজিদ, তায়েফ এর আলী মসজিদ, মাথনা- ইসলামিক ইতিহাসের অনেক স্মৃতি বিজরিত স্থান ।
আমাদের মুল পয়েন্ট ছিল তায়েফ রুদ্দাফ পার্ক ,সেখানে হাজার বছরের পুরাতন বড় বড় পাথর খন্ডে ঘেরা উপত্যকায় লোকাল গাইডস বিষয়ে আলোচনা করা হয়েছ স্থানীয় এলাকায় ফটো সেশন
একজন রাখাল উট নিয়ে যাচ্ছে পর্যটকদের কে উটে চড়িয়ে ঘোরানোর জন্য
সকলের কাছে মিট আপের আরেকটি আকর্ষণীয় ব্যাপার ছিল আরবের উটে চড়ার অভিজ্ঞতা
খাওয়া-দাওয়া : তায়েফ এর বিখ্যাত রেস্টুরেন্ট চেইন এ সন্ধায় আমরা সবাই ডিনার করেছি,
ওখানে রেস্টুরেন্টে ম্যাপ এ রিভিউ লিখেছি সবাই,তারপর ফেরার পথে হাদার রিং রোডের নাইট ভিউ পরিদর্শন করেছি,
বহু বছর পরে আমার মিট আপ আয়োজন করা এখানে ভুল ত্রুটি থাকতে পারে আশা করি আমাকে মতামত ও আইডিয়া দিয়ে সামনে আরো ভালোভাবে আয়োজন করার ক্ষেত্রে সাহায্য করবেন ।
মিট আপের আরো কিছু মুহূর্তের ছবি
Google Maps এর খুটি নাতি বিষয় গুলো দেখান হচ্ছে নতুন লোকাল গাইডদের কে
রিভিউ লিখছে নতুন লোকাল গাইড সদস্যরা
তায়েফের শীতল পাহাড়ি পরিবেশ
উটের সামনে দাড়িয়ে ছবি তুলছে একজন লোকাল গাইড
আমার সেলফিতে ছবি তুলছে এক লোকাল গাইড
হাদার রিং রোডের নাইট ভিউ