Recap : Road mapper Do /Don't [ Virtual ]

একটি কম্পিউটার এর স্ক্রিন শর্ট যেখানে google meet এ কয়েকজন উপস্থিত আছেন এবং একজন স্ক্রিন শেয়ার করে Road mapper contribution করে দেখাচ্ছে

Road Mapper হচ্ছে Google Maps এর একটি Early Access Program যেখানে বাছাই করে নির্দিষ্ট কিছু লোকাল গাইড কে Contribution করার সুযোগ দেয়া হয়েছে ।

এখানে 11 countries এ Contribute করতে পারে যারা এই প্রোগ্রামের এক্সেস পেয়েছে ।

অনেকে স্যাটেলাইট এর ছবি দেখে বুঝতে পারে না আসলে কিভাবে কি আকবে আর ভুল হলে ঐ অঙ্কন করা রাস্তা আর approve হয় না বলা যায় Quality Fall করে । সকলে যাতে ভাল করে সুন্দর এবং চলনসই Contribute করতে পারে তাই Local Guides এ এই প্রথম একটি Virtual Meetup আয়োজন করা হয় Bangladesh Local Guides এর ব্যানারে ।

একটি Meet ভিত্তিক Virtual Meeting এর স্ক্রিন শর্ট যেখানে ৮ জনের ছবি ও নাম দেখা যাচ্ছে

মিট আপের কিছু সার সংক্ষেপ

Meetup Name: Road Mapper Do/Don’t [Virtual ]

BDLG Meetup No: 160

Total pertinent : 14

Meetup Date: June 4,2021

Meetup Duration : 80 min

আলোচনার বিষয় বস্তু যা ছিল

  1. Road Mapper কি এবং কিভাবে কাজ করে ।
  2. Road mapper সাইট এ কোথায় কি আছে ।
  3. Road draw করার ক্ষেত্রে সতর্কতা সমুহ
  4. Road intersect / Segment ভুল থাকলে করনীয় ।
  5. Denied হওয়া থেকে বাচতে করনীয় ।
  6. Dashboard এ দেখান রাস্তার পরিমাপ কি ভাবে দেখায় ।
  7. আমরা কিভাবে লক্ষ্য ঠিক করে সামনে দিন গুলোতে কাজ করব ।
  8. Satelite Inage দেখে রাস্তার অবস্থা বোঝা

মিট আপের আলোচনা থেকে কিছু ছবি আর বর্ণনা দেয়া হল সকলের সুবিধার জন্য

যে সকল স্থানে রাস্তা তৈরি করব না

এই ধরনের স্থান গুলো মূলত জল ধারা বা জলাশয়ের আসে পাশের জায়গা যেখানে মানুষ হেটে চলে গাড়ি / যান বাহন চলতে পারে না তাই আমরা আকব না ।

উচু নিচু জায়গা চেনা

এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাহারি বা টিলা এলাকায় খাদ রয়েছে অনেকে জুম না করে দেখে রাস্তা তৈরি করে ফেলে

যে স্থানে রাস্তা তৈরি করব না

মাছের খামার বা এই ধরনের জায়গার আসে পাশে রাস্তা মনে হলেও গাড়ি চলতে পারে না তাই বুঝে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে

পূর্বের রাস্তা ভুল স্থানে থাকলে তা সংশোধন

উপরের ছবি দেখা যাচ্ছে পূর্বের তৈরি করা রাস্তা মূল রাস্তা থেকে অনেক দূরে এই ধরনের কিছু দেখলে আমরা তা সঠিক স্থানে বসিয়ে দিব

আমার Contribution Dashboard এ পর্যন্ত 42,400+km অঙ্কন করেছি এই প্লাটফর্মে

39 Likes

Video Tutorial for better understand about this Road mapper program

Introducing Road mapper

Playlist : Road Mapper Play list

6 Likes

শিক্ষণীয় মিট আপ ছিল।

5 Likes

thanks for this virtual meetup @MahabubMunna bhai. it was awesome and i learned many more from meetup.

4 Likes

তথ্যমূলক পোস্টটার জন্য ধন্যবাদ @MahabubMunna ভাই। আমি জয়েন রিকোয়েস্ট দিয়েছিলাম কয়েকবার। এড করা হয়নি আমাকে। :pleading_face:

5 Likes

@MahabubMunna :heart:

অনেক কিছু শিখলাম যদিও আমি এক্সেস পাইনি। সুযোগ পেলাম শিখে নিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে কাজে লাগবে ।

ধন্যবাদ

5 Likes

এ্যাক্সেস পাওয়ার অপেক্ষায়

3 Likes

খুব ভালো লেগেছে এই meet up join করে।

2 Likes

Good initiative taken. Very useful meet up were held yesterday. Thanks @MahabubMunna bhai for arranged such an effective virtual meet up in Road Mapper subject.

Hope in future, like more meet up will be held in Bangladesh.

1 Like

Good initiative taken. Very useful meet up were held yesterday. Thanks @MahabubMunna bhai for arranged such an effective virtual meet up in Road Mapper subject.

Hope in future, like more meet up will be held in Bangladesh.

1 Like

ধন্যবাদ @MahabubMunna ভাই এত সুন্দর একটা ভার্চুয়াল মিটআপ আয়োজন করার জন্য। মিটআপ টি অসাধারণ ছিলো রোড ম্যাপিং বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয় যা থেকে আমার মত নতুন লোকাল গাইডগন রোড ম্যাপিং সম্পর্কে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবে।

1 Like

Very Important Meetup

1 Like

@AzijulhakimS ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য এবং স্ক্রিন শেয়ার করে সকলের সাথে কন্ট্রিবিউশন কিভাবে করতে হয় দেখানোর জন্য

2 Likes

Thanks!
I appreciate your effort to make me understand how this tool works and how to use it.
Thanks a lot!