একটি কম্পিউটার এর স্ক্রিন শর্ট যেখানে google meet এ কয়েকজন উপস্থিত আছেন এবং একজন স্ক্রিন শেয়ার করে Road mapper contribution করে দেখাচ্ছে
Road Mapper হচ্ছে Google Maps এর একটি Early Access Program যেখানে বাছাই করে নির্দিষ্ট কিছু লোকাল গাইড কে Contribution করার সুযোগ দেয়া হয়েছে ।
এখানে 11 countries এ Contribute করতে পারে যারা এই প্রোগ্রামের এক্সেস পেয়েছে ।
অনেকে স্যাটেলাইট এর ছবি দেখে বুঝতে পারে না আসলে কিভাবে কি আকবে আর ভুল হলে ঐ অঙ্কন করা রাস্তা আর approve হয় না বলা যায় Quality Fall করে । সকলে যাতে ভাল করে সুন্দর এবং চলনসই Contribute করতে পারে তাই Local Guides এ এই প্রথম একটি Virtual Meetup আয়োজন করা হয় Bangladesh Local Guides এর ব্যানারে ।
একটি Meet ভিত্তিক Virtual Meeting এর স্ক্রিন শর্ট যেখানে ৮ জনের ছবি ও নাম দেখা যাচ্ছে
মিট আপের কিছু সার সংক্ষেপ
Meetup Name: Road Mapper Do/Don’t [Virtual ]
BDLG Meetup No: 160
Total pertinent : 14
Meetup Date: June 4,2021
Meetup Duration : 80 min
আলোচনার বিষয় বস্তু যা ছিল
- Road Mapper কি এবং কিভাবে কাজ করে ।
- Road mapper সাইট এ কোথায় কি আছে ।
- Road draw করার ক্ষেত্রে সতর্কতা সমুহ
- Road intersect / Segment ভুল থাকলে করনীয় ।
- Denied হওয়া থেকে বাচতে করনীয় ।
- Dashboard এ দেখান রাস্তার পরিমাপ কি ভাবে দেখায় ।
- আমরা কিভাবে লক্ষ্য ঠিক করে সামনে দিন গুলোতে কাজ করব ।
- Satelite Inage দেখে রাস্তার অবস্থা বোঝা
মিট আপের আলোচনা থেকে কিছু ছবি আর বর্ণনা দেয়া হল সকলের সুবিধার জন্য
যে সকল স্থানে রাস্তা তৈরি করব না
এই ধরনের স্থান গুলো মূলত জল ধারা বা জলাশয়ের আসে পাশের জায়গা যেখানে মানুষ হেটে চলে গাড়ি / যান বাহন চলতে পারে না তাই আমরা আকব না ।
উচু নিচু জায়গা চেনা
এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাহারি বা টিলা এলাকায় খাদ রয়েছে অনেকে জুম না করে দেখে রাস্তা তৈরি করে ফেলে
যে স্থানে রাস্তা তৈরি করব না
মাছের খামার বা এই ধরনের জায়গার আসে পাশে রাস্তা মনে হলেও গাড়ি চলতে পারে না তাই বুঝে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে
পূর্বের রাস্তা ভুল স্থানে থাকলে তা সংশোধন
উপরের ছবি দেখা যাচ্ছে পূর্বের তৈরি করা রাস্তা মূল রাস্তা থেকে অনেক দূরে এই ধরনের কিছু দেখলে আমরা তা সঠিক স্থানে বসিয়ে দিব
আমার Contribution Dashboard এ পর্যন্ত 42,400+km অঙ্কন করেছি এই প্লাটফর্মে