আমার সকল লোকাল গাইড বন্ধুদের কে জানাচ্ছি মাতৃভাষা দিবসের শুভেচ্ছা.
ভুমিকা: 21 শে ফেব্রুয়ারী 1999 সালে ইউনেস্কোর দ্বারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। ঘোষণাটি বাংলাদেশিদেৱ ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানায়। 2000 সাল থেকে সারা বিশ্বে পালন করা হয়ে থাকে.
উৎপিত্ত: পাক-ভাৱত ভাগ হয়ে1947 সালে. ভাৱত ছাৱা 2টি দেশ গঠিত হয় 1. পশ্চিম পাকিস্তান 2. পূর্ব পাকিস্তান. 1948 সালে পাকিস্তান সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা বাংলা কথিত হলেও উর্দুকে পাকিস্তানের একমাত্র জাতীয় ভাষা বলে ঘোষণা করে। তখন পূর্ব পাকিস্তান জনগনেৱ মাতৃভাষা বাংলা ছিল।
তারা উর্দু ছাড়াও কমপক্ষে জাতীয় ভাষাগুলির একটিতে বাংলা দাবি করে. 1952 সালে বাংলাভাষি জনগন সমাবেশ আয়েজন কৱেন. পুলিশ সে সমাবেশে আগুন ধরিয়ে দেয়। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ শতাধিক আহত হয়েছেন।
এটি ইতিহাসের একটি খুব বিরল ঘটনা, যেখানে মানুষ তাদের মাতৃভাষা জন্য তাদের জীবন উত্সর্গ ছিল। 195২ সালের হত্যাকাণ্ডের স্মরণে 21 ফেব্রুয়ারি তাৱিখে স্মৃতিস্তম্ভে শহীদদের গভীর দুঃখ ও কৃতজ্ঞতা প্রকাশ কৱি ফুল দিয়ে.
আজ আমৱা শহীদদেৱ স্মাৱনে reviue houre (মাতৃভাষা বাংলা) বাংলা ভাষা যাতে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার বিষয়ে পদক্ষেপ এই দিন আমরা সবাই দশটি করে রিভিউ বাংলা তে লিখব.
আমাদের অনুষ্ঠান যথারীতি সময়ে অনুষ্ঠিত শুৱু হয় @ShafiulB ভাইকে. দক্ষিণ বনশ্রী মডেল স্কুল এৱ শিশুুুুদেৱ সাথে মিশে ৱেলি বেৱ কৱি.
স্থানীয় লোকাল গাইড বন্ধুদের সাথে নিয়ে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি. আমরা এখানকার কিছু ছাত্র-ছাত্রীদেরকে ম্যাপ নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করি এবং তাদেরকে বুঝাতে সক্ষম হই.
স্থানীয় লোকাল গাইড বন্ধুদের সাথে নিয়ে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি.
আমরা ঢাকাস্থ খিলগাঁও হতে তালতলা পল্লীমা সংসদ পর্যন্ত ফটো ওয়ার্ক/ বাংলায় ৱিভউ লোখা/ হুইলচেয়াৱ পাকিং/ পাবলিক টয়লেট/ মহিলা টয়লেট/ মহিলা বিশ্রামাগার আছে কি-না? এগুলো অনুসন্ধান কৱি স্টিকার লাগায় .
বাংলা ভাষা যাতে বেঁচে থেকে আপনার , আমার, আমাদের মাঝে তার জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত, আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন.
আমাদেৱ মিটাপেৱ ছবিগুলোৱ এলবাম লিং -https://photos.app.goo.gl/X6iBfK6NY2gYzLhr6
সফল আয়োজনে
আলাউদ্দিন