[Recap]Photowalk @ Dhaka Art Summit'23

গত ৯ই ফেব্রুয়ারিতে আমরা প্রায় ১৪জন লোকাল গাইড মিলিত হয়েছিলাম বাংলাদেশ লোকাল গাইডের ২০৩তম মিট আপ Photowalk @ Dhaka Art Summit’23 যা আয়োজিত হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ।

ক্যাপশন: গ্রুপছবি, ঢাকা আর্ট সামিটের ব্যানারের সামনে।

ঢাকা আর্ট সামিট প্রায় ১৬০জনের বেশি বাংলাদেশি এবং বিদেশি চিত্র শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন সামিট।

মিট আপের পূর্বনিধারিত সময় অনুযায়ী আমরা কয়েকজন লোকাল গাইড একত্রিত হই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, পরে আরও কিছু লোকাল গাইড আমাদের সাথে যুক্তহয়। আমরা সবাই মিলে চিত্রশালার ভিতরে প্রবেশ করি, ৪র্থ তলা পযন্ত চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছে, আমরা সবাই একে একে সব চিত্রকর্ম দেখি এবং ছবি তুলি।

ক্যাপশন: বিভিন্ন চিত্রশিল্পীর কিছু চিত্রকর্ম।

ক্যাপশন: কয়েকজন লোকালগাইড চিত্রকর্মের ছবি তুলছে এবং একজন আরেক লোকাল গাইডে গাইডিংয়ে সাহায্য করছে।

ক্যাপশন : লোকাল গাইডদের একে অপরের সাথে সেল্ফি।

ক্যাপশন: বিকেলের নাস্তার কিছু ছবি।

ক্যাপশন: বিকেলের নাস্তা খাওয়া সময় কিছু ছবি।

প্রতিটি লোকাল গাইড আনন্দের সাথে BDLG এর ২০৩তম মিট আপ উপভোগ করি, আয়োজনের শেষ ভাগে আমরা সবাই বিকেলের নাস্তা খাই এবং গ্রুপ ছবি তুলে যার যার বাসায় চলে আছি।

ঢাকা আর্ট সামিটে বাংলাদেশ লোকাল গাইডের আয়োজিত পূর্বের মিট আপের কয়েকটি লিংক।

https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Dhaka-Art-summit-A-art-festival-for-no-boundaries-people/m-p/2697230

https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Recap-Photowalk-Bangladesh-Shilpakala-Academy/td-p/2838162

#BDLG #Meetup 203 #Bangladeshlocalguide #Localguide Connect

94 Likes

ধন্যবাদ ভাই, ছোট পরিসারে সুন্দর হয়েছে @Papel_Mahammud

8 Likes

অনেক সুন্দর একটি মিটআপ করেছেন। আপনাদের সাথে মিটআপ এ জয়েন্ট করতে পারলে ভালো হতো।

ধন্যবাদ @Papel_Mahammud

সুন্দর করে মিটআপ এর উপস্থাপন করার জন্য।

7 Likes

It was such a wonderful meet-up. We want meet-ups like these to be organized many more times.

4 Likes

বাহ সুন্দর আয়োজন :heart: @Papel_Mahammud

2 Likes

That meet-up was fantastic. First time I visited an art exhibition. It was a fantastic & rememberable meet-up. Thanks @Papel_Mahammud for the great meet-up arranged.

4 Likes

@Papel_Mahammud অনেক ধন্যবাদ সুন্দর রিক্যাপ পোস্টের জন্য। মিটারে জয়েন্ট করার অনেক ইচ্ছা ছিল কিন্তু পারিবারিক সমস্যার কারণে তা আর হয়ে ওঠেনি। আশাকরি খুব শীঘ্রই পরবর্তী কোন মিটআপে দেখা হবে।

3 Likes

দীর্ঘ সময় পর আপনাদের সাথে Photowalk @ Dhaka Art Summit’23 এর মিট আপ এর অংশগ্রহণ করে অনেক ভালো লাগলো। অনেক ভালো সময় অতিবাহিত করলাম আপনাদের সাথে।

ধন্যবাদ

#BDLG #Meetup 203 #Bangladeshlocalguide #Localguide Connect

3 Likes

Hi @Papel_Mahammud

Congratulation! And thanks for sharing details about your meetup. Hope you all enjoyed the meetup.

Anyway, You have shared two links in this post. Where you mentions ‘link to earlier meetups organized at Dhaka Art Summit’. There is a slight error in the information you provided here! One of those two meetups is at the 5th Dhaka Art Summit, but the other is at the 22nd Young Artist Art Exhibition.

2 Likes

এই মিটআপের আয়োজকসহ উপস্থিত সকল স্থানীয় গাইডদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং সুন্দর ও সফল ভাবে মিটআপ শেষ করার জন্য ধন্যবাদ।

3 Likes

Apnake o Thanks apu

join korar jonno @Ayeshashimu

1 Like

ধন্যবাদ ভাইয়া @GaziSalauddinbd

ইন শা আল্লাহ একদিন হয়ে যাবে মিট আপ এক সাথে, আমারও ইচ্চা আছে আপনার এলাকায় একটা মিট আপে জয়েন করার।

1 Like

খুব সুন্দর লিখনী,সামনে আরও উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।

@Papel_Mahammud excellent program it was. The paintings in the Art Summit are tremendous . Thank you bro for the treat. :heart:

1 Like

Mashallah. It’s nice to see you guys. Inshallah see u soon

2 Likes

Super work friend.keep it up :heart_eyes:

খুব সুন্দর মিটআপ ছিল ভাই @Papel_Mahammud সুন্দর আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

চা ও বাটার বনের টেস্ট ছিল অসাধারণ :drooling_face:

1 Like

পরবর্তী মিটআপে আপনাদের সাথে সংযুক্ত হতে ইচ্ছুক। কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি ?

@Papel_Mahammud

আপনাকে অসংখ্য ধন্যবাদ মিটআপ এর যাবতীয় কার্যক্রম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপনার প্রথম এই মিটআপে জয়েন করার আমার ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না :smiling_face: শুক্রবার হলে হয়তো জয়েন করতে পারতাম।

1 Like

সুন্দর একটা মূহুর্ত ছিলো। এটা আমার প্রথম আর্ট সামিট ভিজিট ছিলো। এরকম সুন্দর আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ। @Papel_Mahammud

1 Like