ক্যাপশন: গ্রুপছবি, ঢাকা আর্ট সামিটের ব্যানারের সামনে।
ঢাকা আর্ট সামিট প্রায় ১৬০জনের বেশি বাংলাদেশি এবং বিদেশি চিত্র শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন সামিট।
মিট আপের পূর্বনিধারিত সময় অনুযায়ী আমরা কয়েকজন লোকাল গাইড একত্রিত হই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, পরে আরও কিছু লোকাল গাইড আমাদের সাথে যুক্তহয়। আমরা সবাই মিলে চিত্রশালার ভিতরে প্রবেশ করি, ৪র্থ তলা পযন্ত চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছে, আমরা সবাই একে একে সব চিত্রকর্ম দেখি এবং ছবি তুলি।
প্রতিটি লোকাল গাইড আনন্দের সাথে BDLG এর ২০৩তম মিট আপ উপভোগ করি, আয়োজনের শেষ ভাগে আমরা সবাই বিকেলের নাস্তা খাই এবং গ্রুপ ছবি তুলে যার যার বাসায় চলে আছি।
ঢাকা আর্ট সামিটে বাংলাদেশ লোকাল গাইডের আয়োজিত পূর্বের মিট আপের কয়েকটি লিংক।
That meet-up was fantastic. First time I visited an art exhibition. It was a fantastic & rememberable meet-up. Thanks @Papel_Mahammud for the great meet-up arranged.
@Papel_Mahammud অনেক ধন্যবাদ সুন্দর রিক্যাপ পোস্টের জন্য। মিটারে জয়েন্ট করার অনেক ইচ্ছা ছিল কিন্তু পারিবারিক সমস্যার কারণে তা আর হয়ে ওঠেনি। আশাকরি খুব শীঘ্রই পরবর্তী কোন মিটআপে দেখা হবে।
Congratulation! And thanks for sharing details about your meetup. Hope you all enjoyed the meetup.
Anyway, You have shared two links in this post. Where you mentions ‘link to earlier meetups organized at Dhaka Art Summit’. There is a slight error in the information you provided here! One of those two meetups is at the 5th Dhaka Art Summit, but the other is at the 22nd Young Artist Art Exhibition.