[Recap] মাতৃভাষা দিবস উদযাপন মিটআপ [Mother Language Day Celebration]

প্রতিবছরের ন্যায় এ বছরও কুমিল্লা টাউনহলে কুমিল্লা লোকাল গাইডস কতৃক আয়োজিত হয়েছে মাতৃভাষা দিবস উদযাপন মিটআপ। মিটআপটি সঠিকভাবে সাফল্যমণ্ডিত করতে পারায় আমি খুবই আনন্দিত। আমাদের সাথে যোগ দিয়েছেন কুমিল্লা সাইক্লিস্ট টিমের মেম্বারগন ও কিছু নতুন লোকাল গাইডস। কুমিল্লা লোকাল গাইডস-এর সম্মানিত মেম্বারগন তাদের ম্যাপ কন্ট্রিবিউশন এবং লোকাল গাইড হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আমারা আলোচনা করেছি মাতৃভাষা দিবস এবং লোকাল গাইডস-এর বিভিন্ন টপিক নিয়ে যেমনঃ

১/ বাংলা ভাষার গুরুত্ব এবং কীভাবে তা আমরা আরো সমৃদ্ধশালী করতে।

২/ গুগলে ম্যাপে বাংলায় রিভিউ লেখার মাধ্যমে কীভাবে আমরা আমাদের দেশকে কীভাবে উপস্থাপন করতে পারি।

নতুন লোকাল গাইডসদের সাথে আরো কিছু টপিক শেয়ার করা হয়েছে যেমনঃ
১/ প্লেস এড করা

২/ ফটো এডিং, রেটিং, রিভিউ করা

৩/ পয়েন্ট, ব্যাজ এন্ড লেভেল সিস্টেম

৪/ গুগল স্ট্রিট ভিউ

৫/ স্প্যাম নিরোধন এবং স্প্যাম এড়িয়ে চলা

৬/ কোয়ালিটি কন্ট্রিবিউশন এবং মানসম্মত রিভিউ লেখা

৫/ লোকাল গাইডস হওয়ার গুরুত্ব এবং কীভাবে একজন লোকাল গাইড গুগল ম্যাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

৭/ গুগল ম্যাপ থেকে পাওয়া সুযোগ সুবিধা

৮/ সর্বশেষ কানেক্টে লাইভ নিয়ে আলোচনা এবং কানেক্ট লাইভের প্রস্তুতি নিয়ে আলোচনা।

Photo Album : মাতৃভাষা দিবস উদযাপন মিটআপ / (Mother Language Day Celebration Meetup)

@ShafiulB @Kamalhasnainee @ShahMdSultan

12 Likes

@Naiem খুব সুন্দর এবং চমৎকার মিটআপ উপহার দেওয়া জন্য।

মাতৃভাষা দিবসে উপলক্ষে আমাদের বাংলা ভাষাকে আরো সমৃদ্ধশালী করাই আমাদের উদ্দেশ্য।

2 Likes

হ্যালো @Naiem ভাই, মাতৃভাষা দিবস উপলক্ষে একটা সুন্দর মিট-আপ এর আয়োজন এবং এখানে আমাকে ট্যাগ করার জন্য আপনাকে ধন্যবাদ । আপানার জন্য অনেক শুভ কামনা রইল ।

2 Likes

@ShafiulB Thank you so much for your support

2 Likes

@ShahMdSultan Thank you so much brother

3 Likes

Hello @Naiem ,

Thank you so much for sharing this recap with us. It’s really amazing that all of you managed to intertwine your love for your language and your passion for being a Local Guide. :slight_smile:

I wish you many more successful meetups.

3 Likes