Recap : Meetup @ National Tree Fair'23

মেলার মূল ফটো প্রাঙ্গনে একটি নিয়ন ব্যানার

পৃথিবী আধুনিকায়নের সাথে সাথে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা কমছে সবুজ অভয়ারণ্য ও অক্সিজেনের উৎস, ২১ শতাব্দীর এই সময় অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে মানুষের মাঝে বৃক্ষ রোপনের কিংবা অক্সিজেনের উৎস বৃদ্ধির জন্য সচেতনতা বৃদ্ধি । আমরা সচেতন কিংবা সচেতন ভাবে অনেক সময় অনেক প্রয়োজনীয় বৃক্ষ কেটে ফেলছি অর্থের প্রয়োজনে কিংবা এর যথাযথ গুরুত্ব বুঝতে না পেরে ।

বাংলাদেশে ৬টি ঋতু হিসেবে পরিচিতি রয়েছে তার মাঝে একটি হচ্ছে বর্ষাকাল যাকে বাংলায় বলা হয় আষাঢ় এবং শ্রাবণ মাস। সাধারণত আষাঢ় মাসের প্রথম দিন থেকে সরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলা আয়োজন করা হয়ে থাকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যা সাধারণত জুলাই মাসে হয়ে থাকত তবে বর্তমানে জুন মাস থেকে এই কার্যক্রম পরিচালনা হচ্ছে।

মেলায় প্রদর্শিত একটি মডেল কৃষি খামার প্রজেক্ট এর ডেমো

বাংলাদেশ লোকাল গাইড ম্যাপ ভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সমাজ সচেতনতা ও পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করে থাকে তার মাঝে একটি হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা পরিদর্শন। বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা পরিদর্শন কেন্দ্রিক মিটাপ বিগত ছয় বছর যাবত করে আসছে এই কমিউনিটি।

জাতীয় বৃক্ষ মেলা ২০২৩ এ এইবার মিট আপের আমি হোস্ট ছিলাম বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে ৯ জন বৃক্ষ প্রেমী লোকাল গাইড উপস্থিত হয়েছিল উক্ত মিট আপে।

মেলায় প্রদর্শিত নানা রকম আম গাছের চারার ছবি তুলছে একজন লোকাল গাইড সদস্য

মিট আপের সার সংক্ষেপ

Meetup Name : Meetup @National Tree Fair’23

BDLG Meetup No :2211

Total Attendee : 09

Date: June 23,2023

কি কি হয়েছিল উক্ত মিট আপে

১। লোকাল গাইড ও ম্যাপ ব্যবহারের সময় নানা রকম সমস্যা আমরা যেগুলো সম্প্রতি দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করা

২। মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন নার্সারি স্টল পরিদর্শন ও নতুন নতুন দেশি ও বিদেশী আন্দামৃত ফল ভেষজ ও ইনডোর প্ল্যান্ট আমরা দেখেছি

৩। বৃক্ষ ও বিভিন্ন ফলজ গাছের তথ্য সংগ্রহ ও উদ্ভাবনী প্রজেক্ট পরিদর্শন

পাহাড়ি খাবারের রেস্টুরেন্ট " হেবাং " এর একটি খাবার যার নাম মুন্ডি

মিট আপ শেষে উপজাতীয় রেস্টুরেন্ট হেবাং এ নাস্তা পর্ব

মিট আপ শেষে আমরা মেলা প্রাঙ্গনে হাল্কা চা নাস্তা করলেও লোকাল গাইড সঞ্জয় কুমার দাদার [ @SanjayBDLG ] নিমন্ত্রণে আমরা মেলার থেকে ৪ কিলোমিটার দূরে মিরপুরের কাজীপাড়া একটি উপজাতি রেস্টুরেন্টে যাই। তার আতিথিয়তায় আমরা গ্রহণ করি পার্বত্য রেসিপিতে তৈরি খাবার মুন্ডি , আনারসের জুস ও চা ।

শীঘ্রই আমরা আরো বিস্তারিত তথ্য জানাবো আমাদের পরবর্তী বৃক্ষরোপণ কার্যক্রম রাজধানীর বাইরে আয়োজন নিয়ে ।

মিট আপের আরো কিছু ছবি

নারিকেলের ছোবা দিয়ে তৈরি নকল পাখির বাসা

বিভিন্ন রকম ঔষধি চারার সমাহার

ছোট ছোট ক্যাকটাস ও ইনডোর প্ল্যান্ট সাজিয়ে রাখা হয়েছে একটি টেবিলে

কিছু বিদেশী বনশাই জাতের গাছের চারা প্রদর্শন করা হচ্ছে একটি নার্সারিতে

কৃষি উপকরণ ও সার বিক্রি ও প্রদর্শনীর একটি স্টল

হাইড্রোপনিক সিস্টেমে আধুনিক চাষাবাদের একটি ডেমো

54 Likes

@MahabubMunna ছোট পরিসরে ভাল মিটআপ। ছবিগুলো ভাল হয়েছে। Recap খুব ভাল লাগল। মিটআপে আরও লোকাল গাইডদের অংশগ্রহণ হলে ভাল হত।

ধন্যবাদ এই ধরণের আয়োজনের জন্য।

7 Likes

@MahabubMunna খুব দারুণ একটা বিকাল ছিল। বৃক্ষমেলা আরও বড় পরিসরে, ব্যাপক প্রচার ও প্রসার করা উচিত। বৃক্ষরোপনে সবার এগিয়ে আসা উচিত।

5 Likes

@MahabubMunna দাদা জাতীয় বৃক্ষ মেলা ২০২৩ এর লোকাল গাইড দের নিয়ে ছোট পরিসরে হলেও আয়োজন টা মনে হয় বেশ ভালোই হয়েছে। আপনার পোস্টটি পড়ে ও ছবিগুলো দেখে মনে হচ্ছে বৃক্ষ মেলা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মেলায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগতো।

এবার দিনাজপুরে একটা মেগা মিটআপ করি।

@MahabubMunna @AbirAryan @SanjayBDLG @Ayeshashimu @GaziSalauddinbd @AbdusSattar আপনারা কি বলেন??

11 Likes

সুন্দর একটি মিট আপ ছিল, খুব উপভোগ করেছি…

ধন্যবাদ ভাই @MahabubMunna

6 Likes

আমি খুব দুঃখীত, @MahabubMunna

আমার বিশেষ কাজ এর জন্য এই গুরুত্বপূর্ণ মিটআপ এ জয়েন্ট করতে পারি নাই।

আপনার পোষ্ট পড়ে, অনেক কিছু যানতে পারলাম।

4 Likes

মডেল কৃষি খামারের প্রজেক্ট টি নজর কেড়েছে ভাই ধন্যবাদ @MahabubMunna

3 Likes

@Jogodish দিনাজপুরে একটা মিটাপ করেন

3 Likes

@Jogodish উদ্যোগ নিন। কান্তজিউ দেখার জন্য উদগ্রীব হয়ে আছি

4 Likes

হ্যাঁ ঠিক বলেছেন সুন্দর সুন্দর ছবি গুলোর সাথে পোস্টটিও ভালো হয়েছে। অসুস্থতার কারণে যেতে না পারায় মিস করেছি এবারে বৃক্ষ মেলা।

@MahabubMunna ভাই কে ধন্যবাদ প্রতিবছর বৃক্ষমেলায় মিটআপ আয়োজনের জন্য

@Jogodish এখানে আমাকে ট্যাগ করার জন্য ধন্যবাদ।

আমিও আপনার সাথে একমত, আশাকরি বাংলাদেশ লোকাল গাইডসের মিটআপ আয়োজনের দায়িত্বে যারা আছেন তাদের সুদৃষ্টি এবার উত্তরবঙ্গের দিকে পড়বে।

2 Likes