A Google meet virtual meeting page screenshot there presenting a banner of this meetup " Let’s add 500km in Bangladesh " PC: Abdussattar
সম্প্রতি বাংলাদেশ থেকে বেশ অনেক লোকাল গাইড" Road Mapper" প্রোগ্রামটিতে Access পেয়েছ।
তাদেরকে ভালোভাবে প্রোগ্রামটিতে কন্ট্রিবিউট করার উদ্দেশ্যে বাংলাদেশ লোকাল গাইড ব্যানারে
" Let’s add 500km road in Bangladesh " নামে ভার্চুয়াল মিট আপ আয়োজন।
Basic Road Mapper Tutorial: Road Mapper Tutorial for better contribution
Road mapper challenges page screenshot where show a massage in Bangladesh mission " There currently no challenges available for this mission"
উল্লেখ্য যে, অনুষ্ঠান চলাকালীন সময়ে Bangladesh এর রোড যুক্ত করার অপশনটি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় আমরা বিকল্প পাঁচটি দেশে রোড ম্যাপ করে থাকি।
আমাদের লক্ষ্যমাত্রা ছিল 500 কিলোমিটার রাস্তা অঙ্কন করা তবে সেখানে প্রায় 40 জন লোকাল গাইড 1339 কিলোমিটার রাস্তা অঙ্কন করে দুই ঘন্টা ব্যাপী এই ভার্চুয়াল মিট আপে ।
Meetup নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা
Meetup Name: Let’s add 500 km road in Bangladesh
BDLG Meetup No: 164
Meetup date: 28th July 2021
Total Attendees: 55
Attendee & Task List: Attendees task list
Meetup album: Meetup photos
Meet up টি মূলত 4 টি ভাগে ভাগ করা ছিল যথাক্রমে
- Introduce Yourself
- Introducing Road mapper & Tutorial session
- Question / Answer
- Mapping 5 countries
2 hours ব্যাপী মিট আপ হবার কথা থাকলেও তা 3 hours ব্যাপী হয়েছিল সকলের আগ্রহ থাকার কারনে ।
Introduce Yourself
পরিচিতি পর্বে মোটামুটি সকলেই তার নিজের অবস্থান তুলে ধরে কোথা থেকে কে জয়েন করেছে লোকাল গাইড লেভেল কত এবং ব্যক্তিগত জীবনে কি করছে ,কতদিন যাবৎ কন্ট্রিবিউশন করছে ইত্যাদি।
Introducing Road mapper & Tutorial session
এই পর্বে আমি নিজে একটি তৈরি করা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই Road Mapper সাইটে কোথায় কি আছে এবং কোনটা কি উপস্থাপন করে যেমন Dashboard, challenges , Edit view এবং অন্যান্য বিষয়গুলো।
কিভাবে রোডম্যাপ যুক্ত করতে হবে নির্ভুলভাবে। রাস্তা চেনার উপায় কোনটি খাল কোনটি রেললাইন এবং কোন রাস্তা আঁকতে হবে কোন রাস্তা আঁকা যাবে না।
পূর্বে কোন রাস্তা ভুল হলে সেটা কিভাবে সংশোধন করবে এবং পাহাড়ি এলাকায় রাস্তা চেনার উপায় সহ নানা
বিষয়বস্তুগুলো।
Question / Answer
প্রশ্নোত্তর পর্বে সকলে চেষ্টা করে অন্যের প্রশ্ন উত্তর গুলো দিয়ে সকলকে সহায়তা করার জন্য এবং এটি একটি প্রাণবন্ত এবং সহায় সম্পূরক সেশন ছিল বলে আমার কাছে মনে হয়েছে। কারণে পড়বে অনেকের অনেক প্রশ্ন উত্তর দেয়ার ফলে বাকিদেরও বিভিন্ন ব্যাপার পরিষ্কার হয়ে যায়।
Mapping 5 countries
আমরা প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সেশনে 37 জন লোকাল গাইড সম্মিলিতভাবে 1339.5 কিলোমিটার যুক্ত করি যার চার্ট নিম্ন যুক্ত করা হলো।
যদি আমাদের প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা ছিল 500 কিলোমিটার তবে সকলের আগ্রহ থাকার কারনে সেটা প্রায় আড়াই গুণ বেশি করা হয়।
তবে দুর্ভাগ্য যে বাংলাদেশ-এর মিশনগুলো শেষ হয়ে যাওয়াতে আমরা এই মিটআপে বাংলাদেশের কোন রাস্তা যুক্ত করতে পারিনি তার কিছুটা আক্ষেপ থেকেই যায়।
Local Guides contribution chart with total K M
নিম্নে মিট আপ এর কিছু ছবি যুক্ত করা হলো
একজন লোকাল গাইড মেম্বারের শেয়ার করা তার Dashboard এর একটি স্ক্রিনশর্ট
মিট হাঙ্গউট এ অংশগ্রহণ কারী লোকাল গাইডদের একটি স্ক্রিনশর্ট