Recap: Let's Add 500km road in Bangladesh [1339.5 KM add in meetup ]

A Google meet virtual meeting page screenshot there presenting a banner of this meetup " Let’s add 500km in Bangladesh " PC: Abdussattar

সম্প্রতি বাংলাদেশ থেকে বেশ অনেক লোকাল গাইড" Road Mapper" প্রোগ্রামটিতে Access পেয়েছ।
তাদেরকে ভালোভাবে প্রোগ্রামটিতে কন্ট্রিবিউট করার উদ্দেশ্যে বাংলাদেশ লোকাল গাইড ব্যানারে

" Let’s add 500km road in Bangladesh " নামে ভার্চুয়াল মিট আপ আয়োজন।

Basic Road Mapper Tutorial: Road Mapper Tutorial for better contribution

Road mapper challenges page screenshot where show a massage in Bangladesh mission " There currently no challenges available for this mission"

উল্লেখ্য যে, অনুষ্ঠান চলাকালীন সময়ে Bangladesh এর রোড যুক্ত করার অপশনটি সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় আমরা বিকল্প পাঁচটি দেশে রোড ম্যাপ করে থাকি।

আমাদের লক্ষ্যমাত্রা ছিল 500 কিলোমিটার রাস্তা অঙ্কন করা তবে সেখানে প্রায় 40 জন লোকাল গাইড 1339 কিলোমিটার রাস্তা অঙ্কন করে দুই ঘন্টা ব্যাপী এই ভার্চুয়াল মিট আপে ।

Meetup নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা

Meetup Name: Let’s add 500 km road in Bangladesh

BDLG Meetup No: 164

Meetup date: 28th July 2021

Total Attendees: 55

Attendee & Task List: Attendees task list

Meetup album: Meetup photos

Meet up টি মূলত 4 টি ভাগে ভাগ করা ছিল যথাক্রমে

  1. Introduce Yourself
  2. Introducing Road mapper & Tutorial session
  3. Question / Answer
  4. Mapping 5 countries

2 hours ব্যাপী মিট আপ হবার কথা থাকলেও তা 3 hours ব্যাপী হয়েছিল সকলের আগ্রহ থাকার কারনে ।

Introduce Yourself

পরিচিতি পর্বে মোটামুটি সকলেই তার নিজের অবস্থান তুলে ধরে কোথা থেকে কে জয়েন করেছে লোকাল গাইড লেভেল কত এবং ব্যক্তিগত জীবনে কি করছে ,কতদিন যাবৎ কন্ট্রিবিউশন করছে ইত্যাদি।

Introducing Road mapper & Tutorial session

এই পর্বে আমি নিজে একটি তৈরি করা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই Road Mapper সাইটে কোথায় কি আছে এবং কোনটা কি উপস্থাপন করে যেমন Dashboard, challenges , Edit view এবং অন্যান্য বিষয়গুলো।
কিভাবে রোডম্যাপ যুক্ত করতে হবে নির্ভুলভাবে। রাস্তা চেনার উপায় কোনটি খাল কোনটি রেললাইন এবং কোন রাস্তা আঁকতে হবে কোন রাস্তা আঁকা যাবে না।
পূর্বে কোন রাস্তা ভুল হলে সেটা কিভাবে সংশোধন করবে এবং পাহাড়ি এলাকায় রাস্তা চেনার উপায় সহ নানা
বিষয়বস্তুগুলো।

Question / Answer

প্রশ্নোত্তর পর্বে সকলে চেষ্টা করে অন্যের প্রশ্ন উত্তর গুলো দিয়ে সকলকে সহায়তা করার জন্য এবং এটি একটি প্রাণবন্ত এবং সহায় সম্পূরক সেশন ছিল বলে আমার কাছে মনে হয়েছে। কারণে পড়বে অনেকের অনেক প্রশ্ন উত্তর দেয়ার ফলে বাকিদেরও বিভিন্ন ব্যাপার পরিষ্কার হয়ে যায়।

Mapping 5 countries

আমরা প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সেশনে 37 জন লোকাল গাইড সম্মিলিতভাবে 1339.5 কিলোমিটার যুক্ত করি যার চার্ট নিম্ন যুক্ত করা হলো।
যদি আমাদের প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা ছিল 500 কিলোমিটার তবে সকলের আগ্রহ থাকার কারনে সেটা প্রায় আড়াই গুণ বেশি করা হয়।
তবে দুর্ভাগ্য যে বাংলাদেশ-এর মিশনগুলো শেষ হয়ে যাওয়াতে আমরা এই মিটআপে বাংলাদেশের কোন রাস্তা যুক্ত করতে পারিনি তার কিছুটা আক্ষেপ থেকেই যায়।

Local Guides contribution chart with total K M

নিম্নে মিট আপ এর কিছু ছবি যুক্ত করা হলো

একজন লোকাল গাইড মেম্বারের শেয়ার করা তার Dashboard এর একটি স্ক্রিনশর্ট

মিট হাঙ্গউট এ অংশগ্রহণ কারী লোকাল গাইডদের একটি স্ক্রিনশর্ট

136 Likes

অসাধারণ এই মিটআপ আয়োজন এর জন্য @MahabubMunna ভাই আপনাকেে ও বাংলাদেশ লোকাল গাইডসকে অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি আমি রোড ম্যাপার এক্সপ্রেস পেয়েছি। আমার জন্য এই মিটারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ এই প্রোগ্রাম সম্পর্কে অনেক কিছুই অজানা ছিল।

9 Likes

A big thanks to you, brother.

8 Likes

নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ ছিল। আমি আশাকরি এই মিটআপের মাধ্যমে নতুন যারা অ্যাক্সেস পেয়েছে তারা ম্যাপে সুন্দরভাবে কন্ট্রিবিউশন করতে পারবে।

ধন্যবাদ @MahabubMunna ভাই।

11 Likes

Had a nice meet up and a good session.

6 Likes

A big shout out for BDLG and @MahabubMunna bhai! :star_struck:

6 Likes

Its a big achievement for us. Thanks Mahabub vai for arranging this types of meetup. Hope you will arrange again.

I have completed 61km total in meetup time.

4 Likes

@MahabubMunna ধন্যবাদ ব্রো, এই মিট আপ টি আয়োজন করার জন্য। :heart:

রোড ম্যাপিংয়ে এক যুগান্তকারী পরিবর্তন আনতে এই মিট আপের ভূমিকা অপরিসীম।

4 Likes

মিটিং টিতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয় কারন রোড ম্যাপিং সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম।

আমি নিজে রাস্তা এড করলাম : ৫৯.৮ কিলোমিটার।

এবং এখন পর্যন্ত ১২ টি দেশের মোট রাস্তা এড করলাম ৪৮৩ কিলোমিটার। তার মধ্যে সবথেকে বেশি বাংলাদেশের রাস্তা এড করেছি ৩৭৮ কিলোমিটার ।

4 Likes

@MahabubMunna খুব সুন্দর একটা মিট-আপ হয়েছে কাল। এইরকম একটা মিট-আপ আয়োজন করার জন্য মাহাবুব ভাই-কে অনেক অনেক ধন্যবাদ। নতুন হিসেবে অনেক কিছু জানতে পারলাম কাল। যারা নতুন নতুন এক্সেস পেয়েছে, তাদের সবাইকে শুভকামনা!

5 Likes

This virtual meet up really helpful to local guides contributor on road mapper. I’m happy to participation on this road mapper virtual meet up.

@MahabubMunna thanks for arranging such a informative & helpful meet up.

3 Likes

খুব ভালো সময় ছিলো @MahabubMunna

3 Likes

Thanks a lot for arranging this type of helpful meetup & session, As a newbie Learned lots of things about mapping.

2 Likes

এক কথায় অসাধারণ! আমি আপনাদের এই ভার্চুয়াল মিটআপে অংশগ্রহণ করতে পেরে সত্যিই অনেক আনন্দিত। আশা করবো ভবিষ্যতেও আপনারা আরও চমৎকার চমৎকার আইডিয়া নিয়ে মিটআপে আয়োজন করবেন এবং আমি আপনাদের সাথে অংশ গ্রহণ করবো। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ সবাইকে

2 Likes

অনেক অনেক ধন্যবাদ @MahabubMunna ভাইয়া এতো সুন্দর একটা মিটআপ আয়োজন করার জন্য।সুস্থ থাকুন এই কামনা …

2 Likes

@MahabubMunna আমি অনেক অনেক খুশি, মিট আপ এ জয়েন করে, খুবই অভিজ্ঞ লোকাল গাইডদের সাথে পরিচয় হয়ে। যদিও আমি এখনো রোড এক্সেস পাই নাই। অনেক কিছু শিখলাম, জানলাম, ভালোই লেগেছে, আমি চাই আপনাদের সাথে থেকে কাজ করে যেতে।?

ধন্যবাদ মুন্না ভাই,মিটআপ এ আয়োজন এর জন্য, এবং :bangladesh: -লোকাল গাইডদের সালাম :kissing_heart:

2 Likes

খুব ভালো উদ্যোগ ছিল আমার মত যারা একেবারেই নতুন রোড ম্যাপার তাদের জন্য। আমি মিট আপ চলাকালে ১৯.৭ কিলোমিটার রোড আঁকতে সক্ষম হই, যার ভিতর উগান্ডার রোড বেশি ছিল। ধন্যবাদ @MahabubMunna এরকম একটি তথ্যবহুল মিট আপ আয়োজন করার জন্য।

1 Like

@MahabubMunna ভাই, অশেষ উপকৃত হয়েছি। ধন্যবাদ।

2 Likes

রোডম্যাপার হিসেবে যারা নতুন এক্সেস পেয়েছেন তাদের জন্য এই মিটআপ ছিল দুর্দান্ত একটি টিউটোরিয়াল। @MahabubMunna ভাই

ধন্যবাদ নতুন রোড ম্যাপারদের কথা মাথায় রেখে এত সুন্দর একটি মিটআপ হস্ট করার জন্য।

ধন্যবাদ। এর মাধ্যমে নতুন সবাই একটা গাইডলাইন পেয়েছে আশাকরি।

1 Like