ছবিতে হুইল চেয়ারে বসে আছে একটি প্রতিবন্ধী ছেলে এবং পাশে বসা লোকাল গাইড মাহাবুব , দোলন আর সেলফি তুলছে লোকাল গাইড তানভির
পৃথিবীটা খুবই সুন্দর তবে সবাই সমানভাবে দেখতে পায় না বিভিন্ন কারণে, কারো অর্থভাবে কারো জানার অভাবে কিংবা কারো শারীরিক অসুস্থতার জন্য।
আমরা যারা ম্যাপ এডিটিং করি তারা শুধুমাত্র কাজ করি যারা চলাচলের সক্ষম এমন মানুষদের জন্য। কিন্তু যারা চলতে পারেন না তাদেরকে চলার পথ করে দেয়ার মত আমাদের অ্যাক্টিভিটি খুবই কম।যদিও সম্প্রতি অ্যাক্সেসিবিলিটি কার্যক্রম শুরু হয়েছে তবে দক্ষিণ এশিয়াতে এর কার্যকরিতা খুবই কম। আপনি পক্ষাঘাত রোগী মানে নির্দ্বিধায় বাকি জীবন বাসায় কাটিয়ে দিতে হবে।
বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির সদস্যবৃন্দ শুধুমাত্র ম্যাপ এর উন্নতি সাধন নয় পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে সারা বছর জুড়ে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে । মুসলিম ধর্মালম্বীদের কাছে একটি পবিত্র মাস মাহে রমজান এই মাসে অন্য সময়ের তুলনায় বেশি দান সদকা করে থাকে অর্থাৎ ডোনেশন দিয়ে থাকে।
তাই আমরা এই মাসকে কেন্দ্র করে প্রতিবছর এক কিংবা একাধিক সমাজ সেবামূলক কার্যক্রম করে থাকি যা সকলের উন্নতি সাধন হয় এমন কিছু।
পক্ষাঘাত শিশুটির প্রাথমিক অবস্থা সর্ব বামে , শিশুটি তার মায়ের সাথে মাঝে আমাদের দেয়া নতুন পোশাক পড়ে হুইল চেয়ারে বসে আছে সর্ব ডানে
যারা কমিউনিটির সদস্য আছেন তারা হয়তো দেখবেন প্রতি বছর আমরা রমজান মাসে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। কখনো পথ শিশুদের জন্য খাতা কলম এবং শিক্ষা সামগ্রী দেয়া কিংবা ঈদ উদযাপনের জন্য নতুন জামা কাপড় দেয়া। গরিবদের মাঝে ইফতারের খাবার বিতরণ আবার কখনো করোনা মহামারীতে দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি বিতরণ। তবে এবার আমরা ভিন্ন একটি পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে একটি পক্ষাঘাত শিশুকে হুইল চেয়ার এবং খাদ্য বিতরণের পদক্ষেপ।
ছবিতে একটি মেডিক্যাল স্টোরের নানা রকমের হুইলচেয়ার সাজানো রয়েছে
কাকে এবং কিভাবে দিলাম এই হুইল চেয়ার:
এবার আয়োজন এর জন্য আমাদের ফেসবুক গ্রুপে সকলের কাছে তথ্য এবং মতামত চাওয়া হয়েছিল, সেখানে কুমিল্লার হোমনা থেকে দোলন ভাই আমাদের কাছে একটি শিশুর সন্ধান পাঠান যে শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার পরিবার অতিদরিদ্র হওয়ায় তাদের পক্ষে চিকিৎসা ব্যয় ভার এবং হুইল চেয়ার কেনা সম্ভব নয়।
সকলের পরামর্শ মতে আমরা কুমিল্লার সেই প্রত্যন্ত গ্রামের শিশুটিকে হুইলচেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত নেই।
বাংলাদেশ লোকাল গাইড সবসময় একটি শ্লোগান ব্যবহার করে " পথ দেখি পথ দেখাই " , আমাদের ম্যাপ এডিটিং কিংবা রিভিউ বেশিরভাগই লেখা হয় যারা চলতে পারে তাদের জন্য।আমরা সকলে আনন্দিত যে একটি মানুষকে এখন ঘরের ভিতরে বন্দী না থেকে বাইরের পৃথিবীতে দেখতে পাবে কিছুটা আনন্দ উপভোগ করতে পারবে তার সহযোগিতা করতে পারায়।
হুইলচেয়ার নির্বাচন এবং কেনা :
শহর এবং গ্রামের মাঝে যেহেতু বিস্তর পার্থক্য রয়েছে তাই আমরা হুইল চেয়ার কিনতে সাহায্য নেই আমাদের লোকাল গাইড ডাক্তার @SantanuB এর।
তার পরামর্শ ভিত্তিতে আমরা নিয়ে যাই একটি ফনিক্স ব্র্যান্ডের হুইল চেয়ার। এক্তু ভাল মানের দেয়ার চেস্টা করা হয়েছে যাতে অনেকদিন ব্যাবহার করতে পারে গ্রামের রাস্তায় এবং কোন ঝামেলা পোহাতে না হয় ।
পরিবহন:
আমি প্রথমে ভেবেছিলাম হুইল চেয়ার টা পরিবহন করা খুব সহজ হবে কিন্তু পরবর্তীতে মনে হল কাজটা খুব সহজ নয় প্রথমে বন্ধু আকাশের সহযোগিতায় ওয়ারী নিয়ে রাখা । পরবর্তীতে আমি এবং লোকাল গাইড তানভীর মোস্তফা [ @TanvirAhmed05 ]মিলে সেটিকে পাড়ার বন্দ গ্রামে নিয়ে যাই।
আমার ম্যাপ কন্ট্রিবিউসনের এর কিছু স্ক্রিনশর্ট
যেতে যেতে ম্যাপ এডিটিং:
রাজধানী ঢাকা থেকে যেহেতু এর দূরত্ব প্রায় 100 কিলোমিটারের মতো এবং প্রায় তিনবার পরিবহন পরিবর্তন করতে হয়েছে । এ ই পরিবহন পরিবর্তনের ফাকে আমরা বিভিন্ন স্থানে মিসিং লোকেশনগুলো যুক্ত করার চেষ্টা করেছি পাশাপাশি ছবি আপলোড করেছি স্থানগুলোতে।
উল্লেখ্য যে, হুইলচেয়ার উপহার দেয়া, তাকে কিছু নতুন কাপড় চোপড় এবং খাদ্য সামগ্রী দেয়ার জন্য আর্থিকভাবে সহায়তা করেছেন বাংলাদেশ লোকাল গাইড এর অসংখ্য সদস্যবৃন্দ আমি তাদের প্রতি কৃতজ্ঞ ।
আমাদের পূর্বের বছর গুলোর কার্যক্রম
2021: Recap: Inspiring Ramadan’21 - BDLG community Annual charity Program
2020: Inspiring Ramadan’20
2019: Inspiring Ramadan - Bangladesh Local Guides Volunteer Day
2018: i. Spreading the Generosity of Ramadan: Iftar Meet-Up
ii. Inspiring Ramadan & Bangladesh Local Guides Volunteer day 2019 by @EasinRaseL
[Recap] Bangladesh Local Guides Inspiring Ramadan Meet-Up[109] at Raipur by @RayhanKhoka
2017: Ramadan Celebration- Inspired Iftar by @SoniaK
Inspiring Ramadan’20 [ Virtual & Offline ]
Inspiring Ramadan’19
Inspiring Ramadan’18
Inspiring Ramadan’17
Inspiring Ramadan’16
Connect post:
Inspiring Ramadan’15