বাংলাদেশ লোকাল গাইডের প্রতি অর্ধশত মিট আপ গুলো বেশ জাকজমকপূর্ণভাবে আরেকজন করলেও এবারের ২৫০ তম আয়োজন ছিল বেশ সাদামাটা, বছরের মধ্যভাগ থেকে প্রায় শেষ দিক পর্যন্ত দেশের ভিতর আভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের কারণে সকলেরই অর্থনৈতিক অবস্থা কিছুটা দুর্বল যার কারণে বড় কোন আয়োজন করা হয়নি।
ডিসেম্বর যেহেতু বাংলাদেশীদের জন্য বিজয়ের মাস তাই এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে ২৫০ তম মিটআপ আয়োজন করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে।
প্রাথমিকভাবে ৪৮ জন অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও সর্বশেষ 35 জন অংশগ্রহণ করে উক্ত মিট আপে।
উপস্থিত লোকাল গাইড গন মুক্তিযুদ্ধের ইতিহাস গুলো ঘুরে ঘুরে বিভিন্ন গ্যালারি থেকে দেখে এবং ছবি তুলে,
জাদুঘর প্রদর্শন শেষে সবাই একসাথে গ্রুপ ছবি তুলে এবং মিট আপ ও ম্যাপ কন্ট্রিবিউশন জনিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সর্বশেষ চা চক্রের মধ্য দিয়ে মিট আপ সম্পন্ন হয়