মিট আপে উপস্থিত একজন শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিচ্ছেন একজন প্রতিটি পাশে দাঁড়ানো আমি এবং উপ সচিব মনজুরুল আলম স্যার
খুলনা নাম শুনলেই সবার চোখের উপর ভেসে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এর কথা। জলবায়ু পরিবর্তনের কারণে এই বিভাগ বা এই বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে। সামুদ্রিক নোনা পানির কারণে আস্তে আস্তে নষ্ট হচ্ছে কৃষি এলাকা সেখানে নতুন করে ভাবতে শুরু করেছে পরিবেশবিদ এবং সরকার কিভাবে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা যায়। বিভিন্ন কারণে এই অঞ্চলের মানুষ গুলো দিন দিন পিছিয়ে পড়ছে প্রযুক্তি অন্য বিষয়গুলো থেকে।
অনুষ্ঠানের ভেন্যু জেলা শিল্পকলা একাডেমী খুলনা ভবন
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় যাকে বাংলায় বলা হয় ডিসি অফিস এখানে শিক্ষার্থীদের কে প্রযুক্তিভিত্তিক কর্মশালা। সপ্তাহের শেষ দিনে বাংলাদেশ লোকাল গাইড এবং ডিসি অফিস যৌথভাবে আয়োজন করে একটি কর্মশালা যেখানে গুগলের বিভিন্ন টুলস ও কমিউনিটি অ্যাক্টিভিটি অংশগ্রহণের উদ্বুদ্ধ করা হয় যার একটি বড় অংশ জুড়ে ছিল লোকাল গাইড প্রোগ্রাম । খুলনা ডিসি অফিস পত্রটি কলেজ ও বিশ্ববিদ্যালয় এর মধ্য থেকে 27 জনকে বাছাই করে এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়।
মিট আপে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ
সারসংক্ষেপে এই মিট আপ :
Meetup Name : Google Tools for Next Gen
BDLG Meetup No: 199
Lcoation : District shilpakala academy khulna
Total participant : 29 [ 27 student + 2 Dc office stuff ]
Organized By: DC office Khulna & BDLG
I am with Monjurul Alom [Deputy Secretary at Ministry of Public Administration, Bangladesh] Sir
এই অনুষ্ঠানে একটা বড় কৃতিত্ব দিতে হবে খুলনার Monjurul alom [ DS-MPB] স্যার কে যার আন্তরিক প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে এই মিট আপ , এছাড়া #bdlg200 meetup সংক্রান্ত আয়োজনে প্রাশাসনিক অনুমতির জন্য তার সাথে আলাদা ভাবে আলোচনা করা হয় ।
মিট আপের কিছু মুহূর্তে ছবি নিম্নে দেয়া হল
খুলনার দৃষ্টিনন্দন জেলা শিল্পকলা একাডেমী ভবনের একাংশ ছবি
গুগল ম্যাপে কিভাবে লোকেশন যুক্ত করবে কিংবা সংশোধন করবে আর রিভিউ লিখবেন তা দেখানো হচ্ছিল প্রজেক্টরে
লোকাল গাইড কানেক্ট কিভাবে তারা কন্ট্রিবিউশন করবে বিভিন্ন তথ্য সেগুলো ধারাবাহিক ভাবে তুলে ধরা হয়
শিক্ষার্থীরা নিজের মোবাইল ফোনে ব্রাউজ করে দেখছে গুগল ম্যাপ বিভিন্ন বিষয় গুলো যেগুলো আমি ধারাবাহিক বর্ণনা করেছিলাম
শিক্ষার্থীরা নিজের মোবাইল ফোনে ব্রাউজ করে দেখছে গুগল ম্যাপ বিভিন্ন বিষয় গুলো যেগুলো আমি ধারাবাহিক বর্ণনা করেছিলাম
শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ লোকাল গাইড লোগো সম্বলিত কিছু উপহার প্রদান করা হয় কুইজ কনটেস্ট এর মাধ্যমে
খুলনার লোকাল গাইড সাদমান রাফিদ এবং আমি , দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে বেশ লম্বা একটি সময় দিয়েছে অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হয় দীর্ঘ সময় আমাকে লোকাল গাইড এর মত পুরো শহরে কিছু স্থাপনা ঘুরিয়ে দেখানোর জন্য ।
মিট আপের বেশিরভাগ ছবি আমার তোলা তাই আমার উপস্থিতি কম
@DeniGu You can translate and read a summary recap of the 199 Meet Up