গত ২১ এ জানুয়ারী সম্পন্ন হলো লোকাল গাইড এনিভারসারি উপলক্ষে আমার আয়োজিত Gafargaon Photo Walk - LGA meetup টি। কিভাবে কি কি করলাম তারই কিছুটা তোলে ধরার চেস্টা করতেছি এই পোস্টের মাধ্যমে।
আমাদের Photo Walk মিটআপটি শুরু হয়েছিল Beroi Taltola High School থেকে । তারপর Datter Bazar Higher Secondary School হয়ে Datter Bazar এর মধ্যে দিয়ে Photo Walk সাথে বিভিন্ন জায়গার মিসিং তথ্য আপডেট করত করতে Sharif Coffe Shop এ গিয়ে আমাদের Photo Walk meetup টি সম্পন্ন হয়।
যদিও মিটআপটি Photo Walk সম্বলিত ছিল, তবে আমরা ছবি সংযুক্ত করার পাশাপাশি তথ্য আপডেট ও নতুন বিজনেসগুলোকে ম্যাপস এ যুক্ত করার বেশি জোর দিয়েছি।
Meet up সম্পর্কিত কিছু অংশঃ
Meetup Title: Gafargaon Photo Walk - LGA Meetup
Date & Time: 21 Jan, 2023 3.30pm - 5.00pm
Location: Datter Bazar
Total Attendence: 02