Caption: Group photo of 210th meetup. Local guide Minhajur Rahman took the picture with the help of a drone.
হ্যালো লোকাল গাইডস,
আশা করি সকলেই ভাল আছেন। আমি Abdus Sattar, আজকে উপস্থিত হয়েছি, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া “Exploring Kaptai’s Hidden Gems: A Local Guides Gathering” এর রিক্যাপ নিয়ে। এই মিটআপ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল “বাংলাদেশ লোকাল গাইডস” এবং এটি বাংলাদেশ লোকাল গাইডস এর ২১০ তম মিটআপ। আলহামদুলিল্লাহ সুন্দর ও সঠিকভাবে মিটআপটি আয়োজন সম্পন্ন হয়েছে।
Caption: Group photo with the banner of the 210th meetup. Local guide Minhajur Rahman took the picture with the help of a drone.
Caption: Participating local guides of the 210th type stand in a row on the banks of Kaptai Lake. Local guide Minhajur Rahman took the picture with the help of a drone.
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৫০ জন এই মিটাতে অংশগ্রহণ করে। আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে, এরমধ্যে কিছু অতিথি এবং কয়েকজন লোকাল গাইডস এর পরিবারের সদস্য মিটআপে অংশগ্রহণ করেছিলেন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকাল গাইডসগণ ১৮ মে ২০২৩ (বৃহস্পতিবার) রাতে ঢাকার থেকে একটি রিজার্ভ করা বাসে পার্বত্য জেলা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হই। বাসটি ঢাকার শ্যামলী থেকে যাত্রা শুরু করে সায়দাবাদ এবং মাঝপথে কুমিল্লা ও ফেনী থেকে কয়েকজন আমাদের সাথে যোগ দেন। পরের দিন ১৯ মে ২০২৩ (শুক্রবার) অর্থাৎ মিটআপের প্রথম দিন সকালে রাঙ্গামাটির রিজার্ভ বাজারে পৌঁছে সকলেই ফ্রেশ হয়ে যে যার মত স্থানীয় ১ রেস্টুরেন্টে নাস্তা সেরে নেই। এরপর থেকেই শুরু হয় আমাদের মিটআপের আনুষ্ঠানিক যাত্রা।
Caption: Entrance of the Bargee Lake Valley Camping Site.
Caption: Bargee Lake Valley Camping Site.
Caption: Bargee Lake Valley Resort
Meetup Venue :
Exploring Kaptai’s Hidden Gems: A Local Guides Gathering মিটআপের প্রধান ভেনু ছিল পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই লেকে অবস্থিত Bargee Lake Valley Camping Site ।
Caption: Sit on a boat, enjoy the beauty of Kaptai Lake, and share stories with some local guides
Meetup Activities :
Boat trip to Kaptai Lake: মিটআপের প্রথম দিন সকালে রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে আগে থেকেই ঠিক করে রাখা ইঞ্জিন চালিত একটি নৌকায় চড়ে, প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি কাপ্তাই লেকের বিভিন্ন অংশ ঘুরে লেখাটা ছিল এই মিটআপের আকর্ষণীয় অংশগুলোর মধ্যে একটি। কাপ্তাই লেকের সবদিকেই ছোট বড় পাহাড়ে ঘেরা একটি লেক। কোথায় লোকালয় ও কোথাও আদিবাসীদের গ্রামে। সবমিলিয়ে ভ্রমন পিপাসুদের জন্য চমৎকার একটি জায়গা।
Caption: Nirban Nagar Buddhist Temple.
Caption: Tribal Village Bazar.
Visiting Tribal Villages and Buddhist Temples: কাপ্তাই লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখার মধ্যে আমারা Tribal Villages and Nirban Nagar Buddhist Temple ভিজিট করি। Tribal Villages এর মধ্যে দিয়ে পাহাড় ঘেঁষে রাস্তার পাশে উপজাতিদের বাজার পার হয়ে Buddhist Temples এ যেতে হয়। Buddhist Temples এ যাওয়া এবং আসার মাঝেই উপজাতিদের বাজারে আমরা স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের ফল এবং অন্যান্য জিনিসপত্র (যেগুলো অন্য কোথাও সহজে পাওয়া যায় না) কেনাকাটা করি। আদিবাসী বাজারে এবং বৌদ্ধ মন্দিরে কিছু সময় অতিবাহিত করে আমরা আবার রিজার্ভ বাজারে ফিরে এসে জুম্মার নামাজ আদায় ও দুপুরের খাবার সেরে, ঐ একই বোর্ডে করে মিটআপ ভ্যেনূ " Bargee Lake Valley Camping Site এর উদ্দেশ্য রওনা হই।
Caption: Tents arranged on the camping side in the low light of the night.
Overnight in tents: আমাদের মিটআপ ভেন্যু ছিল একটি ক্যাম্পিং সাইট। দুপুরের পরেই ক্যাম্পিং সাইটে পৌঁছেই আমি, শামীম শুভ ও শোভন পাল শুভ এর সহযোগিতায় সকলের মাঝে তাঁবুতে সিট বন্টন/বরাদ্দ করি। যেখানে আমরা তাবুতে রাত্রিযাপন করি (প্রতি তাবুতে দুইজন করে)।
আমরা সকলেই লেকের পানিতে গোসল করি। এরপর সবাই মিলে ভেন্যুর আশেপাশে ঘুরে দেখার পাশাপাশি ফটোওয়াক করি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকাল গাইডরা ভেন্যুর সাথেই লেকের পাশে বসে একে অপরের সাথে পরিচিতি, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রাণবন্ত গল্প আড্ডায় সুন্দর একটা বিকেল অতিবাহিত করি। বিকেলের আড্ডা শেষে বার্গি রিসোর্ট নাস্তা করে, সবাইকে একটা ফ্রি সময় দিয়ে, যে যার মত আশেপাশে ঘুরে নির্ধারিত সময়ের মধ্যে রিসোর্টে ফিরে আসাতে বলা হয়।
Caption: Chicken Br-B-Q with Paratha and Soft Drinks.
Bar-B-Q:
বিকেলের আড্ডা, নাস্তা ও নির্ধারিত ফ্রি সময়ে যে যার মত ঘোরাঘুরির পর সবাই ফিরে আসলে Bargee Resort এ সবাই এক সাথে চিকেন বারবিকিউ, পরোটা দিয়ে রাতের খাবার খেয়ে ক্যাম্পিং সাইডে ফিরে যাই।
Discussion : রাতের খাওয়া শেষে ক্যানিং সাইটে ফিরেই শুরু হয় মূলত আমাদের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্ব। যেটার জন্য নতুন পুরাতন সব লোকাল গাইডসরা অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকেন। বাংলাদেশ লোকাল গাইডস এর সম্মানিত মডারেটর মাহবুব হাসান এর নেতৃত্বে লোকাল গাইডস কানেক্ট ও ম্যাপস কন্ট্রিবিউশন নিয়ে বিভিন্ন সমস্যা, সমাধান ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন উপস্থিত লোকাল গাইডসগন। পরদিন সকালে কায়াকিং করার সময় জানিয়ে দিয়ে, আলোচনা শেষ করি। পাহাড় ও লেকের সমন্বয়ে প্রাকৃতিক মনোরম এই পরিবেশে তাঁবুতে রাত্রিযাপনের উদ্দেশ্যে আমরা যে যার নির্ধারিত তাবুতে চলে যাই।
Caption: Some local guides doing kayaking in Kaptai Lake.
Kayaking:
কায়াকিং ছিল মিটআপের সবচেয়ে আকর্ষণীয় ও আনন্দদায়ক একটি এক্টিভিটি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মিটআপের দ্বিতীয় দিন সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত পর্যায়ক্রমে প্রায় সকলেই কাপ্তাই লেকে কায়াকিং করি। মিট আপ ভেন্যুর আশেপাশে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার পাশাপাশি লেকের পাশে গ্রুপ ফটো ও ড্রোন শর্ট নেওয়া হয়। এরপরে আমরা সকলেই নিজ নিজ ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে বার্গি রিসোর্ট এ ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করে আগেই রিজার্ভ করা বোর্ডে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ উদ্দেশ্যে রওয়ানা হই।
Caption: Rangamati hanging bridge
Rangamati hanging bridge: রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ সব ধরনের পর্যটকদের জন্য এটি একটি প্রধান আকর্ষণ। এই ব্রীজটি মূলত কাপ্তাই লেকের মাঝখানে দুইটি স্থলভাগকে যুক্ত করেছে। মিট আপের দ্বিতীয় দিনের সবশেষ আকর্ষণ ছিল রাঙ্গামাটির এই ঝুলন্ত ব্রিজ পরিদর্শন করা। আমাদের মিট আপ ভেন্যু, বার্গী লেক ভ্যালি ক্যাম্পিং সাইট থেকে রিজার্ভ বাজার ফেরার পথে রাঙ্গামাটির প্রধান আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ এ আমরা কিছু সময়ের জন্য যাত্রা বিরতি করি। এবং যাত্রা বিরতি কালে ব্রীজে উঠে দুইবারের অপরূপ সৌন্দর্য ভোগ করি। এবং আমাদের মধ্যে থেকে অনেকেই ব্রিজের দুই পাড়ে স্থানীয়দের বসানো অস্থায়ী দোকান থেকে পাহাড়ি আনারস সংগ্রহ করি।
ঝুলন্ত ব্রিজ পরিদর্শন শেষ হওয়ার মধ্য দিয়েই মূলত মিটআপ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এরপরেই যে যার মত নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। আর যারা ঢাকা থেকে একসাথে এসেছি তারা সবাই, রিজার্ভ বাজারের গিয়ে দুপুরের খাওয়া শেষে রিজার্ভ করা বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হই।
Caption: Clockwise from the top left, the first photo is breakfast on the first day of the meetup, the second photo is lunch, the third photo is afternoon snack, the fourth photo is dinner, and the fifth photo is breakfast on day two.
Foods:
Meetup Summary:
Caption: Meetup Summary Chats.
Caption: The Table of 210th Meetup Attendees Summary.
Support Small Businesses:
বাংলাদেশ লোকাল গাইড এর প্রতিটি মিটাপে চেষ্টা করা হয় স্মল বিজনেস গুলোকে সাপোর্ট করার। তাই আমরা এবার রাঙ্গামাটি ভ্রমণের সময় পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীদের কাছ থেকে অরগানিক ও তাজা ফল যেমন আনারস, লিচু, আম এবং স্থানীয়ভাবে তাদের হাতে তৈরি কাপড় কিনেছিলাম। সংযুক্ত ছবি থেকে আপনারা আরো ভালো জানতে পারবেন আমাদের এই ক্ষুদ্র সহায়তা মূলক কার্যক্রম। এছাড়াও ম্যাপসে মিসিং প্লেস এড করা, তথ্য হালানাগাদ করা, সেবা গ্রহণ করা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর রিভিউ দেওয়া। যা প্রত্যেকটি মিটাপের অংশগ্রহণকারীরা বরাবরই করে থাকে।
Caption: Here are some pictures of this meetup’s happy and funny moments.
Happy Moments :
এবার এই মিটআপের প্রতিটি অ্যাক্টিভিটি ছিল বেশ আনন্দদায়ক ও উপভোগ্য। মিটআপের খুশির মুহূর্তগুলোর মধ্যে অন্যতম হলো তাবুতে রাত্রি যাপন, সকালে কাপ্তাই হ্রদের নীল পানিতে কায়াকিং করা ও সবাই মিলে গ্রুপ ফটো তোলা। এছাড়াও ছিল কাপ্তাই হ্রদে নৌভ্রমণ, হ্রদের শীতল পানিতে সবাই মিলে গোসল করা, খাবার টেবিলে বসে সবাই সবার সাথে খোস-গল্পে মেতে ওঠা।
Thanks:
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সকল লোকাল গাইডস দের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা তাদের মূল্যবান সময় দিয়ে মিটআপে উপস্থিত ছিলেন।
বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই Mahabub Hasan ভাইকে যার উদ্যোগ, সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা ছাড়া কোনভাবেই এত সুন্দর ও সফল মিটআপ আয়োজন সম্ভব হতো না।
আরো ধন্যবাদ জানাতে চাই লোকাল গাইড Hossain Sahid Zoburaz ভাইকে, এবারের মিটআপে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য।
ড্রোনের সাহায্যে মিটাপের অসাধারণ কিছু মুহূর্তকে ক্যাপচার করার জন্য MD. Minhazur Rahman আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
Other posts about the 210th Meetup:
মিটারে অংশগ্রহণকারীদের 210th Meetup এ নিয়ে কানেক্টে লেখা পোষ্টের কিছু লিংক এখানে শেয়ার করলাম। এগুলো থেকে এবারের মিটআপের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আশা করি সকলের ভালো লাগবে।
The beauty of Kaptai Lake and meetup" by @MohammadPalash
Attending 210th Meet Up With BDLG At Kaptai Rangamati by @Papel_Mahammud
Bargee Lake Valley Camping - 210th Meetup of Bangladesh Local Guide by @SanjayBDLG
“Kaptai Lake Kayakathon: Unveiling the Delights of Kayaking at Kaptai Lake” by @JakariaSultan
My first kayaking experience was at Kaptai Lake. by @Jogodish
#210th meetup. Food and mountain fruits. by @GaziSalauddinbd
A market run by tribals people "[ support Local Business] by @MohammadPalash
Visitng Nirvana Nagar Forest Buddhist Temple Vihar during BDLG’s 210th Meet up by @SanjayBDLG
My first camping experience by @rashedul-alam
Exploring Kaptai’s Hidden Gems: A Local Guides Gathering মিটআপের এই রিক্যাপ পোস্ট শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ।