দুর্গাপূজা হল হিন্দু ধর্মের সব চেয়ে বড় উৎসব। দুর্গাপূজা হল একটি সামাজিক উৎসব। এ পূজা দেবী দুর্গাকে কেন্দ্র করে করা হয়।
এ সময়ে প্রতিটি পাড়া বা মহল্লায় চলে তুমুল প্রতিযোগিতা, কে কার থেকে কত সুন্দর করে পূজা মণ্ডপ বা প্যান্ডেল তৈরি করতে পারে। কারন যাদের মণ্ডপ যত সুন্দর হবে তারাই ততো প্রশংসা পাবেন সকলের কাছ থেকে।
দুর্গাপূজা হল পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান (“দুর্গাষষ্ঠী”, “মহাসপ্তমী”, “মহাষ্টমী”, “মহানবমী” ও “বিজয়াদশমী”)। পুরো পাঁচ দিনই কাটে নানা উৎসব মুখর পরিবেশে। এ সময়ে প্রতিটি হিন্দু পরিবারে করা হয় নানা আয়োজন ও তৈরি করা হয় মজার মজার নানা খাবার, যেমন নাড়ু, লাড্ডু, পিঠা পুলি সহ আরো অনেক কিছু। সব কিছু মিলে এটি একটি প্রানের উৎসব।
এই প্রানের উৎসবকে কেদ্র করে বাংলাদেশে লোকাল গাইডের আয়োজন করে “দুর্গাপূজা ফটো ওয়াক”। আমি সহ ৬ জন লোকাল গাইড মিলে বাংলাদেশে লোকাল গাইডের পক্ষ থেকে বরিশাল জেলার কিছু পূজা মণ্ডপ ঘুরে দেখি এবং ছবি তুলি। কিছু ছবি দেওয়া হল, আশাকরি আপনাদের ভালো লাগবে।
(আমি আন্তরিক ভাবে দুঃখিত এত দেরি করে রিক্যাপ লেখার জন্য। পড়াশুনা ও কাজের ব্যস্ততার জন্য এতো দেরি হয়েছে)