বাংলাদেশ লোকাল গাইড টিম আয়োজন করে তাদের ৯৭ তম মিট আপ । এই মিট আপের টাইটেল ছিল " Connect Live Experience Share meetup Bangladesh " .
এই মিট আপের অনুষ্ঠান টি ২ টি ভাগ ছিল প্রথম ভাগে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ দের আমন্ত্রন জানান হয় তারা তাদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা দিয়েছিলেন এই মিট আপে । আমন্ত্রিত অতিথি রা ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির সন্মানিত ডিন [ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টাকনোলজী ] প্রফেসর ড. মাহফুজুর রহমান , রুবাইয়াত তানভীর মানেজিং ডিরেক্টর , ফ্লো ডিজিটাল লিমিটেড , মিরাজুল হক , তারা ভলান্টিয়ার কাজের বিভিন্ন ভাল দিক তুলে ধরেন এবং এর উপকারিতা । সোশ্যাল মিডিয়া , আমাদের করনিয় , সাইবার ক্রাইম আমাদের অসাবধানতা ইতাদি বিষয় ।
আমন্ত্রিত অতিথি দের ছবি
এর পর সকলে মিলে তৈরি করে একটি মানব লোকাল গাইডের অফিশিয়াল লোগো । প্রায় ২০ x ১৫ ফিট বড় এক লোগো করা হয় । ইহা লোকাল গাইডের কমিউনিটি ইতিহাসে প্রথম । এছাড়া এই মিট আপে ১২১ জন লোকাল গাইড বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করে ইহাও কোন আনফিসিয়াল মিট আপে সর্বচ্চ সংখ্যক লোকাল গাইডের উপস্থিতি ।
লোগো বানান পর শুরু হয় আমাদের মিট আপের মূল পর্ব । প্রথমে আমাদের বিখ্যাত সাইক্লিস্ট লোকাল গাইড ইউসুফ মোহাম্মাদ এর সেশন থাকলেও অফিশিয়াল ঝামেলার কারনে উপস্থিত হয়েছেন শেষে ।
প্রথমে What is Local guides and why we contribute there . এ ব্যাপারে বক্তব্য রাখেন মুহিবুর রহমান সাদ , ফাউন্ডার মডারেটর । তিনি বিস্তারিত আলোচনা করেন লোকাল গাইড কি কেন করব , কিভাবে কি করব , কিভাবে নিজেকে আর ভাল ভাবে উপস্থাপন করব লোকাল গাইড কমিউনিটিতে ।
এর পর বক্তব্য রাখেন সজল কুমার দাস , মডারেটর , উনি এবার Connect live এ আমন্তরন পেয়েছিলেন , ভিসা জটিলতার কারনে যেতে পারেন নাই । সজল কুমার দাস Google maps এবং এখানে কিভাবে 360degree photos , photos দিবে । ছবি কিভাবে তুলবে বিষয়াদি বিসদ আলোচনা করেন । এছাড়া 360 camera নিয়েও বক্তব্য রাখেন ।
এর পর আমি মাহাবুব হাসান , তুলে ধরি সকলের সামনে কিভাবে কি করলাম Connect live এ কি কি দেখে এলাম কি কি করে ওখানে তার বিস্তারিত । এবং কিভাবে যাওয়ার প্রস্তুতি নিবে । 100th meetup এবং আমাদের আগামি মিট আপ গুলোর ধারা বর্ননা ।
identifier.html (769 KB)
এছাড়া সকলের সামনে দেখান হয় Google Local guides Team থেকে পাঠান একটি শুভেচ্ছা বার্তা যা শুধু মাত্র বাংলাদেশ লোকাল গাইড কে তারা দিয়েছিল
প্রশ্ন উত্তর পর্ব চলে এর পর কিছু চকলেট ও উপহার বিতিরন করা হয় লোকাল গাইডের মাঝে , এবং গ্রুপ ছবি তোলার মাঝে শেষ হয় এই মিট আপ ।
অংশগ্রহণ কারি লোকাল গাইড দের কিছু ছবি
যাদের অক্লান্ত পরিশ্রমে সম্পন্ন হয় এই মিট আপ তারা হলে .
এছাড়া পুরো অনুষ্ঠান সঞ্ছালনা করেন আজিজ উল্লাহ ও রাফসানজানি রানা