Recap: BDLG monthly meetup @Mohammadpur

Meetup এ উপস্থিত লোকাল গাইডদের একাংশ picture credit : nazimuddin

প্রিয় লোকাল গাইড

সম্প্রতি আমার হোস্ট করা মিট আপ “BDLG monthly meetup @Mohammadpur “ সম্পন্ন হল , এই পোস্ট আমি লিখছি মিট আপের রিক্যাপ ।

আমাদের উল্লেখ করা স্থান ছিল শহীদ মাঠ তবে সংস্কারের জন্য বন্ধ থাকায় আমরা স্থান পরিবর্তন করে আয়োজন করি আমাদের আলোচনার স্থান হিসেবে ইকবাল রোডের সোসাইটি পার্কে।

মূলত আমাদের এবারের আয়োজন এর মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশ লোকাল গাইড এর 200 তম আয়োজনে সার্বিক দিকগুলো নিয়ে আলোচনা করে ভলান্টিয়ার টিম গঠন ও দায়িত্ব বন্টন এর একটি খসড়া তৈরি করা।

এক নজরে মিট আপ এর সারসংক্ষেপ

Meetup Name: BDLG monthly meetup @Mohammadpur

BDLG meetup no: 197

Total attendees: 13

স্থান পরিবর্তনের কারণে আমাদের মূল কার্যক্রম শুরু হতে কিছুটা বিলম্বিত যার ফলে আমরা মাগরিবের নামাজের পরে আলোচনা শুরু করি।

ইকবাল রোড সোসাইটি পার্ক এর সম্মুখ ভাগ

মিট আপে আলোচনার বিষয়বস্তু যা ছিল :

ম্যাপ কন্ট্রিবিউশন ও কানেক্ট ফোরামঃ

এখানে উপস্থিত সবাই সবার কানেক্ট পোস্টগুলো দেখে নিজেদের মাঝে নলেজ শেয়ারের একটা পর্ব ছিল , যাতে আরও সুন্দরভাবে নিজেদের কনফিউশন গুলো করা যায় ।

200 তম মিটআপের স্থান নির্বাচনঃ

আমাদের হাতে কয়েকটি স্থান ছিল বাজেট এবং অন্যান্য বিষয়গুলোও সকালে আলোচনা করে আমরা খুলনা বিভাগের একটি স্থান কে বেছে নিয়েছি যেখানে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আমাদের মেগা প্রোগ্রামটি আয়োজন করা হবে।

200 তম মিট আপে অংশগ্রহণের শর্তাবলী নির্ধারণ:

প্রতিবারের মতো এবারও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হইলে গত তিন মাসে কানেক্ট ফোরামে পোস্ট ও যথারীতি গুগল ম্যাপে কন্ট্রিবিউশন থাকতে হবে।

এছাড়া আরো কিছু শর্ত রয়েছে যেগুলো আমরা এই মুহূর্তে প্রকাশ করতে চাইনা রেজিস্ট্রেশন ফর্মে উল্লেখ করা থাকবে।

রেস্টুরেন্ট এর ভিতরে ফাকা না থাকায় রাস্তায় দারিয়ে হালিম খাচ্ছে হয়েকজন লোকাল গাইড

খাওয়া-দাওয়া পর্ব :

আলোচনা শেষে আমরা সবাই ইকবাল রোডের বিখ্যাত প্রবর্তনা রেস্টুরেন্টের হালিম খেতে যাই সেখানে আমরা হালিম এবং চা খাওয়ার পরে একসাথে গ্রুপ ছবি তুলি ।

সংক্ষিপ্ত হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলো একবারে ২০০ তম মিট আপ এনাউন্সমেন্টে শেয়ার করব ।

২০০ তম মিট আপের প্রাথমিক থিম ব্যানার যেখানে আয়োজন স্থলের সংস্কৃতি , ঐতিহ্য ও ইতিহাস এর চিহ্ন যুক্ত করা হয়েছে

আশা করি সবাই ভাল থাকবেন এবং দেখা হবে ডিসেম্বরের মেগা প্রোগ্রামে

19 Likes

আপনাদের পরিশ্রম সফল ও স্বার্থক হবে এই শুভকামনা করি।

@ShahidulMithu মিটআপ মানেই নতুন আয়োজন, নতুন অভিজ্ঞতা।

দেখেই বুঝা যাচ্ছে অনেক সুন্দর একটি মিটাপ হয়েছে। আশা করি আগামী ২০০ তম মিটাপ ও অনেক সুন্দর হবে। @ShahidulMithu