[RECAP] BDLG 7 years Celebration with a theme of Save Energy towards better future

ezgif.com-gif-maker.gif

Dear Friends,

It is our great pleasure that, the event of 7 years’ celebration of Bangladesh Local Guides has been done successfully on 11th June, 2021, Friday.

Also, it is to be mentioned here that, we celebrated the 7 years’ anniversary on the 7th March,2021 ( [RECAP] Startup of BDLG 7 years celebration ) in a limited extent as planed to arrange the event in a large form with gorgeously. Accordingly, called for online registration among the members of Bangladesh Local Guides for participating in the event and 220 local guides were finally selected for participation in the 7 years’ celebration through a selection process. But, we had to change the event date few times due to Corona pandemic.

Finally, the most awaited 7 years of Bangladesh Local as well as 161 meetups celebrated on 11th June, 2021, Friday and held in Mawa, near Dhaka, at the newly launched most viral and popular restaurant “Project Hilsa”. You may visit my recent post in local guide connect on "Project Hilsa - An Architecturally Iconic and Largest Restaurant in Bangladesh "

In the event, 120 local guides from all over Bangladesh were participated through a selection process. Also, around 20 invited guests has attended for inspiring us.

BDLG Anniversary celebrations are usually arranged on a specific theme in connection on a contemporary public awareness issue. The main purpose of the event was to give volunteers the opportunity to gain insights and knowledge on the theme so that they can play a role in raising public awareness. This year’s program mail title was “Save energy towards better future” and theme was “Renewable Energy and Energy saving Scope in Bangladesh ".

Mr. Abdul Gaffar, Representative Engineer of Solar Land Bangladesh Limited, a multinational company working on renewable electricity, gave an informative presentation on the renewable energy sector in Bangladesh, various ways to earn from renewable electricity and various energy saving techniques.

We are happy to find one of the old BDLG member @SoniaK , who joined us online from USA and speak to BDLG members & inspired us.

Local guide Mr. Sirajul Azad was the main organizer of the 7 Years celebration event. He called upon the members of all local guides to work for the betterment and enrichment of various information of Bangladesh on Google Maps. He also highlighted the ongoing activities of Google Local Guide. Mr. Zahirul Islam, one of the members of the local guide, was in charge of conducting the program.

Besides, Community moderator Mr. Mahabub Hasan gave a short speech on various techniques of Google Map community.

Mr. Taslim Ahmed, Director, Project Hilsa explained the details of the establishment of Project Hilsa, the unique features of the restaurant and how they have managed to save electricity by using daylight technology in their restaurant and using this system saving the electricity by using natural light. Mr. Sukanto, CEO of Project Hilsa, spoke about the variety and quality of the restaurant’s food.

Mr. Masudur Rahim, CEO of Omera Solar and Mr. Junaid Quader Rush, General Secretary of EXSAACSC were present as special guests to encourage the members of Bangladesh Local Guide. They assured the cooperation of Bangladesh Local Guide in any need. The Employment BD was in overall support.

The reunion of Bangladesh Local Guide was completed with great joy and enthusiasm.

we are also happy that, some prominent national and international news paper coverage the news on the event, few coverage spotted here for information.

171 Likes

লোকাল গাইডের সাথে আছি ১ বছর হলো, এটি আমার প্রথম মিটাপ , সবার সাথে মিশে মনে হলো

সবাই কত চেনা জানা , ম্যানেজমেন্ট এর সবকিছু ভালো লেগেছে , আমার কাছে ম্যানেজমেন্ট এর সব কিছু পারফেক্ট লেগেছে, প্রজেক্ট হিলসা দেখতে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট ,

আমি বার বার ইনভাইটেশন পেতে চাই পরের মিটাপ গুলোর…

#localguidebd

#meetup

45 Likes

Caption: The Banner of “7 years of Bangladesh Local Guides” Celebration. Source: Mahabub Hasan

Dear local Guides, How are you all ? I’m well enough. Today I will share with you about my most luckiest day of this year. I’m very happy to say you that this year I’m selected for the lucky 7 year Celebration of Our Bangladesh Local Guide Community. The event was supposed to take place in March but could not be due to the epidemic. Finally, after changing the schedule a few times, the ceremony was hold yesterday & I attended on this. Now, I’m telling you everything which I did first to last on this event.

Caption: Inside group photo of all invited local guides. Source: Yousuf Mohammed Seddat

Caption: outside group photo of all invited local guides. Source: Yousuf Mohammed Seddat

The program is scheduled to start at 3 pm. Accordingly I left home at 12 noon. It would take a maximum of 45 minutes to reach the destination from my home, showed by Google map. So I started my journey a little late. I really arrived after 45 minutes according to Google Map time. By reaching there I did Friday prayers at the local mosque. I ate lunch from home that’s why at the end of the prayers I went straight to the designated place. The destination was Project Hilsa - a high star standard restaurant. After reaching there, I started meeting all the familiar members. I exchanged greetings with everyone, took pictures at the same time, finished the registration and finally got & put on the coveted t-shirt. After finishing all the activities outside, everyone entered the line together. I never imagined that I would be able to go to such a place.

Caption: A picture with some familiar local guide.

Caption: A picture with honourable host of our meet-up.

After entering in the restaurant, everyone took a lot of pictures and sat in their seats. Then began the main event. The key members of the committee, the organising team and many others spoke to us, gave us various directions, told us how to contribute to the map, what not to do and much more.

Caption: A picture of discussion time about Local Guides & Google Map.

There was a break in between. During the break we were given a light snacks by the restaurant.

Caption: A picture of welcome snacks.

Then the main discussion started about Green Energy & how to save our non renewal Energy Because in this meet-up our moto was “Save energy towards better future”. The Experts told us a lot about this and discussed in details how to do it in the future.

Caption: A picture of discussing about Green & Renewal Energy

After that those who are senior members at this stage shared their various experiences. Those who had worked day and night to make this event successful were then rewarded. Finally we were given a bag of food and with that we left the place. Then I Got out of there and came back home by bus.

Caption: Last picture of the Day with a local guide.

Caption : A picture of surprising food.

Being a local guide, yesterday I got this opportunity. I’m very very thankful to core members of this community who gave me the opportunity.

#bangladesh #7yearsofbdlg #localguidesconnect #localguidesbd #projecthilsa #161meetup #BDLG

100 Likes

Very well written post @Nurul_Hasnat Bhai. I also enjoyed this nice meet-up a lot. Thanks a lot for the sharing. Stay safe.

13 Likes

পথ দেখি পথ দেখাই
আমরাই বাংলাদেশ

এটাই বাংলাদেশ লোকাল গাইডের স্লোগান। গতকাল হয়ে গেলো তাদের ১৬১তম মিট আপ। যদিও আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারিনি। তবে তাদের সকল কর্মকাণ্ড খুব মনযোগ সহকারে লক্ষ করি এবং আমি নিজেও এই কমিউনিটির একজন গর্বিত সদস্য।

মাঝে মাঝে আমি নিজেই অবাক হই নিজের খেয়ে নিজের পরে একদল মানুষ দিনের পর দিন কিভাবে একটা উদ্দ্যেশ্যকে লক্ষ করে এগিয়ে যেতে পারে।

বাংলাদেশ লোকাল গাইড সহ বিশ্বের সকল সম্মানিত লোকাল গাইড/ কমিনিউটি/ কানেক্ট ফোরামের সম্মানিত মডারেটর গন সহ সকলের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।

#Bangladesh #localguidesconnect #localguidesbd
#localguides #161meetup #7yearsofbdld #meetup

বাংলাদেশ লোকাল গাইড এর ১৬১ তম মিট আপা চলাকালীন ছবিটি project Hilsha র বাহিরে থেকে তোলা।

43 Likes

#googlemaps এ নিয়মিত কন্ট্রিবিউশন আর নিয়ম মেনে মিটাপের জন্য আবেদন করলে আশা করি আপনি বার বার মিটাপে যেতে পারবেন @Halum (আকাশ)ভাই। আর পুরান ঢাকার আরো দুই কৃতি লোকাল গাইড @AbirAryan @Nazimuddin ভাইয়েরা যেহেতু আপনার সাথে আছে আশা করি আপনার সমস্যা হবে না। আপনার প্রথম মিটাপে আপনাকে পাশে পেয়ে আমারও ভালো লেগেছে অনেক। ভালো থাকবেন।

10 Likes

@MohammadPalash ভাই, আপনি মিটাপে অংশ না নিয়েও অনেক সুন্দর লিখেছেন। সুন্দর এই পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। অংশ নিলে হয়ত আরও সুন্দর লিখতে পারতেন। কেন অংশ নেননি? আর অংশ না নিলে মনের দুঃখ বাড়াতে গিয়েছিলেন কেন? যাই হোক, যে কারনে এবার যেতে পারেন নাই আশা সামনে সে সমস্যার সমাধান করে মিটাপে সবার সাথে আনন্দ ভাগাভাগি করবেন। ভালো থাকবেন।

9 Likes

অশেষ ধন্যবাদ ভাই। সত্যি বলতে আমি কানেক্ট ফোরামে একেবারেই নতুন আর এটা আমার ২য় লেখা। আর একটিবিটিউ তেমন ছিলো নাহ তাই অংশগ্রহণ করিনি।

সামনের মিট আপা গুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করবো ইন শা আল্লাহ

6 Likes

Your most welcome @MukulR Bhai.

8 Likes

hlw @Nurul_Hasnat thx for sharing your grat moment.

5 Likes

#আলহামদুলিল্লাহ্ :heart:
অনেক প্রতিক্ষার পরে Google Local Guides Bangladesh এর ৭ম বর্ষপুর্তির অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়ে গেলো গতকাল 11 June,2021.

#বর্তমান এই করোনা পরিস্থিতির মধ্যেও এতো সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আয়োজকদের কে জানাই অনেক ধন্যবাদ।

#প্রতিবারের মতো এবার ও সারা বাংলাদেশ থেকে ১২০ জন অংশগ্রহণ করার সুযোগ পায়।অনুষ্ঠান টি সম্পন্ন হয় ঢাকা শহর থেকে একটু দূরে মাওয়া ঘাট সংলগ্ন একটি ব্যতিক্রমী Restaurant Project Hilsha তে।

#Project Hilsha:
ঢাকা গুলিস্তান থেকে ৩৫ কিঃমিঃ দূরে অবস্থিত এই প্রজেক্ট হিলসা।৬৩০০ স্কয়ার ফিট জায়গা জূড়ে এটার অবস্থান।পুরো বিল্ডিং টা বানানো হয়েছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এর আকার অনুযায়ী। এবং নামকরণ ও হয়েছে ইলিশের নাম থেকেই।বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতেই বোঝা যাবে কত পরিস্কার পরিচ্ছন্ন তারা।তবে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে হলে প্রথমে সারিবদ্ধ ভাবে দাড়াতে হবে সকলকে।অত:পর টেবিল খালি থাকা সাপেক্ষে ভিতরে প্রবেশ করা যাবে।

#Save Energy Towards Better Future:
Bangladesh local guide এর এবারের মটো ছিলো Save energy towards better future. এটা আসলেই আমাদের জন্য ছিলো একটু ভিন্নধর্মী। এক একটি মিট আপ মানেই নতুন নতুন কিছু শেখা।এবার আমরা শিখেছি একটু ভিন্নধর্মী কিছু।এর পাশাপাশি শিখেছি কিভাবে আমরা একজন দক্ষ লোকাল গাইড এ পরিণত হতে পারবো।

#Bangladesh local guide এর প্রোগ্রাম মানে গিফট,নাস্তা তো থাকবেই।তাই এবার ও এর ব্যতিক্রম ছিলো না।সকলেই খুবই উপভোগ করেছি।

সর্বোপরি আবার ও অশেষ ধন্যবাদ আয়োজক দের কে । যাদের পরিশ্রম এর মাধ্যমে এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। আশাকরি সামনের মিট আপ গুলা ও এমন ভিন্ন হবে এবং নতুন কিছু শেখা ও হবে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

আবার দেখা হবে ইন শা আল্লাহ্ :heart_eyes: :heart_eyes:

#bangladesh
#7yearsofbdlg
#localguidesconnect
#localguidesbd
#projecthilsa
#161meetup
#BDLG

89 Likes

Your most welcome @Mohammad_Ridoy Brother.

4 Likes

Very nice.very sharp post .Thanks a lot

8 Likes

Nice post @TanvirAhmed05 thanks for sharing your experience.

8 Likes

It was a wonderful meetup!

Thanks to everyone!

5 Likes

যদিও নিজে ইনবাইট পাইনি তারপরেও এতো সুন্দর একটি পোগ্রাম ভার্চুয়ালি দেখেও অনেক ভাল লাগছে।। সকল আয়োজকদের অনেক ধন্যবাদ।। লোকাল গাইডদের জন্যেও শুভকামনা।

5 Likes

ভালো লাগলো @TanvirAhmed05

5 Likes

দেখে মনে হচ্ছে অনেক সুন্দর অয়োজন। আশাকরি ভবিষ্যৎ কোন মিট-আপ এ অংশগ্রহণ করতে পারব। সবাই কে শুভেচ্ছা ।

4 Likes

@TanvirAhmed05 অনেক সুন্দর পোষ্ট। আপনার ফিডব্যাকের জন্য ধন্যবাদ ভাই

4 Likes

ধন্যবাদ @TanvirAhmed05 সুন্দরভাবে অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

5 Likes