[RECAP] BDLG 102th Meet-up: A walk with Celebration

“এসো মাতি বর্ষবরণে” এই স্লোগানকে সামনে করে বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করে ১০২ তম বাংলাদেশ লোকাল গাইড মিটআপ। জানুয়ারির ১ তারিখে আমরা যেমন ইংরেজি নববর্ষ উদযাপন করি ঠিক তেমনি এপ্রিলের ১৪ তারিখে আমরা বাংলা নববর্ষ উদযাপন করি। যেটি পহেলা বৈশাখ ১৪২৬ বলে পরিচিত। বাংলা নববর্ষের প্রথম মাসের নাম বৈশাখ । বাংলাদেশ লোকাল গাইড ঢাকা সহ আরো চারটি অঞ্চলে মিটআপের আয়োজন করে।

১০২তম মিট আপ আয়োজন করা হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে । একটি ফটোওয়াক মিট আপ ছিল। যেখানে উৎসব মুখর পরিবেশের ছবি সংগ্রহ করে এবং এর আশেপাশের সব জায়গা ঘুরে দেখা হয়। প্রত্যেক লোকাল গাইড নিজেদের মধ্যে তাদের সংস্কৃতি শেয়ার করে।

এবারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল প্রত্যেক লোকাল গাইড বাংলাদেশের ঐতিহ্য বহন করে এমন খাবার নিয়ে আসে এবং প্রত্যেকে অন্যের সাথে শেয়ার করে যেটা আমাদের আনন্দ আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। খাবার গুলোর মধ্যে ছিল মুড়ি-মুড়কি বাতাসা ইলিশ মাছ ভাত চিড়া নাড়ু আরো অনেক কিছু।

সকাল দশটায় সব লোকাল গাইড আমাদের নির্ধারিত স্থানে মিলিত হয় এবং নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করে। হালকা নাস্তা করে তারা আনন্দ শোভাযাত্রা এবং শহরের বিভিন্ন স্থান থেকে বর্ষবরণ উদযাপন করতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ছবি তোলে। ঢাকা ইউনিভার্সিটি যেন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যেখানে নেই কোন ধর্ম বিভেদ, নেই কোন সংস্কৃতির বিভেদ সবাই যেন এক কাতারে এসে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আনন্দ উৎসব করছে। ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অনুষদ এই বর্ষার আয়োজন করে। আনন্দ শোভাযাত্রা সমস্ত জিনিস চারুকলা থেকে তৈরি করা হয়। সকাল দশটায় আমাদের মিট আপ শুরু হয়ে নির্ধারিত সময়ের পরেও আর তিন ঘন্টা আমাদের চলে। @MahabubMunna বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেটা নতুন লোকাল গাইডদের মধ্যে কন্ট্রিবিউশন করার অনুপ্রেরণা যোগায়। মিট আপ নিয়ে আমি একটি ছোট ভিডিও তৈরি করেছি যেখানে আমাদের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে এসেছে।

এক নজরে ১০২তম মিট আপ-

স্থান ঃ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।

সময়ঃ সকাল ১০ টা- বিকাল ৩ টা।

27 Likes

আপনাকে ও ধন্যবাদ,এতো সুন্দর একটা আয়োজন করার জন্য।

8 Likes

thanks for joining with us @Ayeshashimu

5 Likes

Hi @RafsanRana ,

Thank you for sharing this great recap with the community! It looks like the meet-up was a success by the photos and video that you have added into your publication. It also seems to me that everyone had a lot of fun.

By the way, I wanted to let you know that I’ve released your post from our spam quarantine. Apologies for any inconvenience caused - our spam filters are sensitive and can be triggered by a myriad of functions. To learn more about this topic, feel free to check - Why was my Connect post marked as spam?.

3 Likes

মিটাপ এর দিন হাটা হাটি করে পায়ে একটা ঠুসা পরে গেছিলো মানে কস্ট হইছিলো তাই বলতেছি মিটাপ যেমনি হোক এই রিকেপ টা আমার দেখা সেরা পোস্ট। ভিডিওটা দেখার সময় মনেহচ্ছিলো ন্যশনাল জিওগ্রাফির কোন চিত্র দেখছি

4 Likes

thanks a lot to let me know. its really helpful. @KlaudiyaG thanks again .

5 Likes

@RafsanRana সেই ভাই সেই৷ :grinning: ভিডিয়াও রিক্যাপের আইডিয়াটা চমৎকার ছিল।

3 Likes

Thanks a lot dear. @SaifIS

5 Likes

@RafsanRana যা বুজলাম এর পর থেকে সব মিট আপে আপনাকে রাখা লাগবে । ভিডিও গুলো বানাইয়া দিতে

1 Like

@RafsanRana অনেক সুন্দর আয়োজন হয়েছে

3 Likes

তোমাদের আয়োজনও অনেক সুন্দর ছিল। @SunMoon

5 Likes