“এসো মাতি বর্ষবরণে” এই স্লোগানকে সামনে করে বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করে ১০২ তম বাংলাদেশ লোকাল গাইড মিটআপ। জানুয়ারির ১ তারিখে আমরা যেমন ইংরেজি নববর্ষ উদযাপন করি ঠিক তেমনি এপ্রিলের ১৪ তারিখে আমরা বাংলা নববর্ষ উদযাপন করি। যেটি পহেলা বৈশাখ ১৪২৬ বলে পরিচিত। বাংলা নববর্ষের প্রথম মাসের নাম বৈশাখ । বাংলাদেশ লোকাল গাইড ঢাকা সহ আরো চারটি অঞ্চলে মিটআপের আয়োজন করে।
১০২তম মিট আপ আয়োজন করা হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে । একটি ফটোওয়াক মিট আপ ছিল। যেখানে উৎসব মুখর পরিবেশের ছবি সংগ্রহ করে এবং এর আশেপাশের সব জায়গা ঘুরে দেখা হয়। প্রত্যেক লোকাল গাইড নিজেদের মধ্যে তাদের সংস্কৃতি শেয়ার করে।
এবারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল প্রত্যেক লোকাল গাইড বাংলাদেশের ঐতিহ্য বহন করে এমন খাবার নিয়ে আসে এবং প্রত্যেকে অন্যের সাথে শেয়ার করে যেটা আমাদের আনন্দ আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। খাবার গুলোর মধ্যে ছিল মুড়ি-মুড়কি বাতাসা ইলিশ মাছ ভাত চিড়া নাড়ু আরো অনেক কিছু।
সকাল দশটায় সব লোকাল গাইড আমাদের নির্ধারিত স্থানে মিলিত হয় এবং নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করে। হালকা নাস্তা করে তারা আনন্দ শোভাযাত্রা এবং শহরের বিভিন্ন স্থান থেকে বর্ষবরণ উদযাপন করতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ছবি তোলে। ঢাকা ইউনিভার্সিটি যেন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যেখানে নেই কোন ধর্ম বিভেদ, নেই কোন সংস্কৃতির বিভেদ সবাই যেন এক কাতারে এসে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আনন্দ উৎসব করছে। ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অনুষদ এই বর্ষার আয়োজন করে। আনন্দ শোভাযাত্রা সমস্ত জিনিস চারুকলা থেকে তৈরি করা হয়। সকাল দশটায় আমাদের মিট আপ শুরু হয়ে নির্ধারিত সময়ের পরেও আর তিন ঘন্টা আমাদের চলে। @MahabubMunna বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেটা নতুন লোকাল গাইডদের মধ্যে কন্ট্রিবিউশন করার অনুপ্রেরণা যোগায়। মিট আপ নিয়ে আমি একটি ছোট ভিডিও তৈরি করেছি যেখানে আমাদের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে এসেছে।
এক নজরে ১০২তম মিট আপ-
স্থান ঃ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
সময়ঃ সকাল ১০ টা- বিকাল ৩ টা।