Recap: Bangladesh Local Guides 126th Meet-Up @ New Market Area, Chattogram.

বাংলাদেশ লোকাল গাইডস এর চট্টগ্রামে অনুষ্ঠিত বছরের সর্বশেষ ১২৬তম মিট আপ ছিল এটি। আবহাওয়া একটু খারাপ থাকলেও অংশগ্রহণ কম ছিল না। আমরা সবাই সময় মতই একত্রিত হয়েছিলাম আমাদের মিট-আপ স্থান নিউমার্কেট মোড়ে। আবহাওয়ার অবস্থা ভাল থাকলে হয়ত আর অনেকেই অংশগ্রহণ করতেন। বছরের শেষ মিট-আপ হিসেবে অনেকের আগ্রহ বেশি ছিল এবং খুব স্বতঃস্ফূর্তভাবে মিত-আপ এ কাজ করেছে। এই মিট-আপে সর্বমোট অংশগ্রহণকারী ছিল ১৫জন।

আমরা প্রথমে একে অপরের সাথে নিজের পরিচয় শেয়ার করলাম, অনেকেই নতুন ছিল। দুইজন এর জন্য এটি জীবনের প্রথম মিট-আপ ছিল, এবং অন্য একজন আগ্রহ নিয়ে এসেছে দেখতে ম্যাপিং কি এবং আমরা কিভাবে কাজ করি। তার গুগোল ম্যাপে আগে কন কন্ট্রিভিউশন ছিল না, সে আমাদের কাজ দেখে তখন গুগোল ম্যাপে লোকাল গাইড হিসেবে সাইন-আপ করে।

আমাদের মিট-আপের প্রাথমিক আলোচনা শেষে আমরা তিনটি গ্রুপ হয়ে কাজ শুরু করি। যেহেতু আমাদের পরিকল্পনা ছিল ম্যাপে দেয়া ভুল তথ্য সংশোধন করা, যে সকল স্থান ম্যাপে নেই সে গুলো যাচাই করে যোগ করা এবং কিছু ভাল ছবি এবং লোকেশন সম্পর্কে তথ্য আপডেট করা, তাই সবাই ঐভাবেই কাজ শুরু করি।

তিনটি গ্রুপে ভাগ করে কাজ করার সময় একে অন্যের সাথে আলোচনা করে কাজ করি, এবং এই সময় অনেক নতুন বিষয় জানতে পারা যায় জা নতুন অংশগ্রহণকারীরা জানত না।

কাজ শুরু করার সময় আমারা স্কলে একে অন্যের সাথে নিজের কন্ট্রিভিউশনের তথ্য শেয়ার করি এবং কাজ শেষ করে কে কত পয়েন্ট অর্জন করেছি সেটাও আলোচনা করি।

এই মিট-আপে আমরা অনেক ছবি তুলেছি এবং সেগুলো লোকেশন এ আপডেট করেছি, আমরা তোলা অনেকগুলো ছবির মধ্যে কয়েকটি দেয়া হল…

এই মিট-আপের মাধ্যমে আমরা এটা বুঝলাম, গুগোল ম্যাপে এখন অনেক লোকেশন যোগ করা বাকি আছে, এবং অনেক লোকেশনের তথ্য হালনাগাদ করতে হবে। দিন দিন নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান আশ্ছে এবং অনেখ পুরাতন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তাই সকল লোকাল গাইডের এ সকল বিষয় মাথায় রেখে কাজ করতে হবে।

সন্ধ্যা হওয়ার আগেই আমরা আমাদের মিত-আপ এর কার্যক্রম শেষ করি এবং নিজেদের অভিজ্ঞতা ও কাজ নিয়ে একে অন্যের সাথে আলোচনা করি।

সব শেষে হাল্কা চা নাস্তা আপ্যায়ন এর মাধ্যমে আমরা ১২৬ তম মিট-আপ এর কার্যক্রম শেষ করি।
বৃষ্টির দিনে, খারাপ আবাহাওয়া থাকা সত্ত্বেও সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, সফলতা আমাদের সকলের।

45 Likes

ভাই দারুন হইছে লেখাটা আর বৃষ্টির মধ্যে এতো সুন্দর আয়োজনটা দারুন হয়েছে, @JAHEDx

9 Likes

ধন্যবাদ এবং দোয়া করবেন যেন আরও সুন্দর মিট-আপ আয়োজন করতে পারি @Ayeshashimu

10 Likes

বাহ্! এই চমৎকার লিখেছেন @JAHEDx ভাই,

রিক্যাপ পড়ে বুঝলাম, খারাপ থাকা সত্ত্বেও মিট-আপ খুব সুন্দর ও সফল হয়েছে।

17 Likes

ধন্যবাদ @JAHEDx ভাইয়া মিটআপ নিয়ে লেখার জন্য। চট্টগ্রামের পরবর্তী মিট আপের অপেক্ষায়! :heart::heart:

14 Likes

ধন্যবাদ ভাই, আপনারা পাশে থাকলে একসাথে আরো সুন্দর মিট আপ আয়োজন করা যাবে @AbdusSattar

9 Likes

ইনশাল্লাহ

আমরা সবসময়, সবাই সবার পাশে থাকবো।

অনেক অনেক ধন্যবাদ @JAHEDx ভাই

17 Likes

স্বাগতম ভাই, খুব শীঘ্রই চট্টগ্রাম আরেকটি মিটআপ অনুষ্ঠিত হবে @Saiyen

9 Likes

বৃষ্টির অনাকাঙ্ক্ষিত আক্রমণের পরেও চট্টগ্রামের লোকাল গাইড দের স্বতস্ফূর্ত উপস্থিতি আমাদেরকে সফল করেছে। ধন্যবাদ জাহেদ ভাই আপনা কে শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়ে লোকাল গাইড সম্পর্কে পাঠদানের জন্য।

8 Likes

@JAHEDx দারুণ একটি রিক্যাপ লিখেছেন। দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টিস্নাত পরিবেশেও মিট আপটি বেশ সফল হয়েছে। নতুন যারা লোকাল গাইডে যোগ দিয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই সফল মিট আপটি হোস্ট করার জন্য।

9 Likes

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া @JAHEDx সুন্দর পোষ্ট এর জন্য :hearts: খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।

8 Likes

সম্মিলিতভাবে সকলের অংশগ্রহণে মিটআপের সফলতা অর্জন করেছে তাই সবাইকে ধন্যবাদ ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোন মিট-আপে। সিনিয়র হিসেবে সবসময় আপনাকে পাশে পেয়েছি আশা করি ভবিষ্যতে পাশে পাব @ShahriarRaihan

6 Likes

ধন্যবাদ ভাই মতামতের জন্য, ভবিষ্যতে যেন সুন্দর করে মিট আপ করতেপারি সেটার জন্য দোয়া করবেন @Bishnu_Modhu

5 Likes

সকল অংশগ্রহণকারীদের অংশগ্রহণ এবং তাদের সহযোগিতায় একটি সফল মিট আপ করতে পেরেছি। ভবিষ্য আরো ভালো মেয়েটা প্রয়োজন করতে পারবো আশা করছি আপনারা পাশে থাকলে @LyricMitra

5 Likes

@JAHEDx বৃষ্টির মধ্যে অনেক সুন্দর আয়োজন ছিল। আর লেখাটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল ভাই

5 Likes

The picture of the Letter Box of Chattogram is nice a old postal system of the Bangladesh. But new technology and new postal concept margin us to the world. This give us short story of Bangladesh Post history. Thanks a lot of our Chattogram Local Guide.

4 Likes

আমার এখনো কোনো মিট আপ এ অংশগ্রহণ করা হয়নি! অনেক ইচ্চা মিট আপে অংশ গ্রহন করার! আপনাদের মিট আপ দেখে আমার মিট আপে অংশ গ্রহন করার ইচ্চাটা আরো প্রবল হলো!

2 Likes

অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন যেন আরো সুন্দর মিট আপ করতে পারি এবং আরও সুন্দরভাবে পোস্ট লিখতে পারি।

2 Likes

*Thank U So Much, Highly Appreciate Ur View. We Proud, We Are Local Guides @Shatu *

2 Likes

আমার পোস্ট পরে যদি আপনার মিট-আপ এ অংশগ্রহণ করার আগ্রহ বাড়ে, তাহলে এর চেয়ে বড় সফলতা আর নেই। আমার কানেক্ট পোস্ট করার আগ্রহ বাড়িয়ে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম মিট আপে @NasimJoy

2 Likes