এখানে লোকাল গাইডস রা প্রায় সব যায়গা ঘুরে দেখে এবং অনেক উপভোগ করেন। স্থানটি কিছুদিন আগেই নতুন ভাবে রিনোভেট করায় এখানে মানুষের আশার অনেক আগ্রহ বেশী। এখানে ছবি তোলার জন্য খব ভাল যায়গা আছে। তবে সব স্থানে ছবি তোলা নিষেধ।
আগত লোকাল গাইডস দের সবাই এখানে প্রদর্শনী দেখে দেশের বিভিন্ন ইতিহাস সম্পর্কে যেনেছেন। বেশ কায়েকজন লোকাল গাইড এখানে তাদের সন্তানদের নিয়ে এসেছিলেন এ সকল ইতিহাস জানানর জন্য। তারা এখানে অনেক উপভোগ করেন আর অনেক ছবি উঠান।
এখানে আসা লোকাল গাইডস রা নিজে নিজে ঘুরে দেখার সময় নিজেদের মাঝে আলোচনা করে এবং নানা বিষয়ে তাদের ভাব বিনিময় করেন। এর মাঝে কমিউনিটির মাধ্যমে শুধু মাত্র ম্যাপ ভিত্তিক না হয়ে আরো নানান বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পায়।
বিশাল এ মিউজিয়ামে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সামরিক বাহিনী সম্পর্কে নানান তথ্য। এখানে খোলা মাঠ, মিউজিয়াম কমপ্লেক্স, জলের ফোয়ারা সহ রয়েছে অনেক কিছু। এটি একটি মাল্টিডাইমেনশনাল মিউজিয়াম বলাই যায়। শারীরিক ভাবে ডিজেবল ব্যাক্তিরা এখানে সহজেই এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করতে পারে।
সামরিক বাহিনী সম্পর্কে জানার ইচ্ছা ছিল সেই ছোটবেলা থেকেই। খুব কাছ থেকে তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে এমন আরো মিট আপ দরকার আমাদের জানার তৃষ্ণা নিবারনের জন্য। খুব সুন্দর একটা আয়োজন ছিল @SajolKDas দাদা।