[RECAP] Bangabandhu Military Museum Photo Walk

[RECAP] Bangabandhu Military Museum Photo Walk

গত ২৫শে ফেব্রুয়ারিতে বাংলাদেশ লোকাল গাইডস এর ১৭৯ তম মিট আপটি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এ অনুষ্ঠিত হয়।

মিট আপে অংশ নেয় প্রায় ২৫-৩০ জন লোকাল গাইডস।

বাংলাদেশ লোকাল গাইডস এর এই মিট আপ টি ছিলো ইতিহাস জানার জন্য। বাংলাদেশ এর স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সামরিক বাহিনী সম্পর্কে যানার জন্য।

এখানে লোকাল গাইডস রা প্রায় সব যায়গা ঘুরে দেখে এবং অনেক উপভোগ করেন। স্থানটি কিছুদিন আগেই নতুন ভাবে রিনোভেট করায় এখানে মানুষের আশার অনেক আগ্রহ বেশী। এখানে ছবি তোলার জন্য খব ভাল যায়গা আছে। তবে সব স্থানে ছবি তোলা নিষেধ।

আগত লোকাল গাইডস দের সবাই এখানে প্রদর্শনী দেখে দেশের বিভিন্ন ইতিহাস সম্পর্কে যেনেছেন। বেশ কায়েকজন লোকাল গাইড এখানে তাদের সন্তানদের নিয়ে এসেছিলেন এ সকল ইতিহাস জানানর জন্য। তারা এখানে অনেক উপভোগ করেন আর অনেক ছবি উঠান।

এখানে আসা লোকাল গাইডস রা নিজে নিজে ঘুরে দেখার সময় নিজেদের মাঝে আলোচনা করে এবং নানা বিষয়ে তাদের ভাব বিনিময় করেন। এর মাঝে কমিউনিটির মাধ্যমে শুধু মাত্র ম্যাপ ভিত্তিক না হয়ে আরো নানান বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পায়।

বিশাল এ মিউজিয়ামে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সামরিক বাহিনী সম্পর্কে নানান তথ্য। এখানে খোলা মাঠ, মিউজিয়াম কমপ্লেক্স, জলের ফোয়ারা সহ রয়েছে অনেক কিছু। এটি একটি মাল্টিডাইমেনশনাল মিউজিয়াম বলাই যায়। শারীরিক ভাবে ডিজেবল ব্যাক্তিরা এখানে সহজেই এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করতে পারে।

প্রবেশ মূল্য জন প্রতি ২০ টাকা। এবং গাড়ি বা মোটরসাইকেল পার্কিং ৫০ টাকা।

মিউজিয়াম লোকেশনঃ https://goo.gl/maps/iZZbNSrp9ENjdk4u6

কানেক্ট লিঙ্কঃ https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Bangabandhu-Military-Museum-Photo-Walk/td-p/3179289#.Yhm3ct5emzZ.link

ইভেন্ট ফটো এলবামঃ https://photos.app.goo.gl/arEks2q6UwVig3ee7

কমেন্টে আপনার নিজের তোলা ছবিও দিতে পারেন।

সবাইকে ধন্যবাদ মিট আপে অংশ নেওয়ার জন্য।

আমি সজল কুমার দাস

বাংলাদেশ লোকাল গাইডস।

50 Likes

very important and historical place of Bangladesh freedom war

3 Likes

অনেক ধন্যবাদ @SajolKDas দাদা / আগামীতে এই রকম আরো অনেক মিটআপ দেখতে চাই

4 Likes

অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি @SajolKDas দাদা এতো সুন্দর একটা জায়গায় মিট-আপের আয়োজন করার জন্য।

মিলিটারি + ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি৷

প্লেসের ভেতরটা সম্পূর্ণ ঘুড়ে দেখার পরেও দেখার আগ্রহের যেন কমতি ছিলোনা।

ভবিষ্যতে এরকম মিট-আপ আরও চাই।

6 Likes

অনেক ভাল লেগেছে মিটাপে অনেক নতুনদের পেয়ে , উপস্থিতি ভাল ছিল , ঢাকা এর ভিতর এবং শুক্রবার হওয়াতে অনেকে অংশ গ্রহন করতে পেরেছে

4 Likes

যদিও অন্য মিটআপগুলোর মতো এই মিটআপেও আমি উপস্থিত হতে পারিনি :sob: তাও আপনার পোস্ট পড়ে অনেককিছুই জানতে পারলাম, আপনাদের শেয়ার করা ছবিগুলো দেখলাম।

ধন্যবাদ @SajolKDas দাদা।

5 Likes

@AjamAli You are right brother

1 Like

@ShahriarAzadEvan ভাই আপনাকেও অনেক ধন্যবাদ।

আশা করি আপনাদের সামনের দিন গুলতেও পাবো সাথে।

2 Likes

@KhanSayfullah ভাই আসলেই ভেতরে ঘুরে দেখার পরেও মনে হল এখনো অনেক কিছুই দেখার বাকি থেকে গিয়েছে।

তাই আবার একদিন যাবো ভাবছি।

2 Likes

@Mazharul_BDLG ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য।

আসলে শুক্রবারে সবাই প্রায় ফ্রী থাকে। তাই সবাই আসতে পেরেছে।

সামনের দিনেও থাকবেন আশা করি।

2 Likes

@NasimJoy ভাই আমি বিশ্বাস করি আপনি আমাদের সামনের মিট আপ গুলতে থাকতে পারবেন।

1 Like

@SajolKDas ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা জায়গায় মিট-আপের আয়োজন করার জন্য। অনেক কিছু জানতে পেরেছি৷

1 Like

যদিও এইবার পারিবারিক কারনে যেতে পারিনি তবুও বিস্তারিত পোষ্ট দেখে কিছুটা হলেও আফসোস মিটল। ধন্যবাদ @SajolKDas দাদা।

2 Likes

স্বশরীরে উপস্থিত হতে না পারলেও এই পোস্টের দ্বারা দেখা হয়ে গেল! ধন্যবাদ @SajolKDas দাদা কে পোস্ট টি শেয়ার করার জন্য :pray:t2:

2 Likes

@SajolKDas দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত এই রিক্যাপটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আমিও গত মাসের 13 তারিখ ওখানে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ভিআইপি গেস্ট থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারি নাই।

1 Like

এমন চমৎকার আয়োজনে অংশ নিতে পেরে আর সুন্দর একটা স্থান নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ। @SajolKDas দাদা।

সুন্দর লিখেছেন আপনি। :heart:

1 Like

সামরিক জাদুঘরে মিটআপ হোস্ট ও সেই তথ্য ছবি আমাদের শেয়ার করার জন্যে ধন্যবাদ @SajolKDas .

ইচ্ছে ছিলো আপনাদের সাথে মিটআপে উপস্থিত থাকবো, ব্যক্তিগত কাজের চাপে যাওয়া হয়নি।

ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে।

2 Likes

সামরিক বাহিনী সম্পর্কে জানার ইচ্ছা ছিল সেই ছোটবেলা থেকেই। খুব কাছ থেকে তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ভবিষ্যতে এমন আরো মিট আপ দরকার আমাদের জানার তৃষ্ণা নিবারনের জন্য। খুব সুন্দর একটা আয়োজন ছিল @SajolKDas দাদা।

2 Likes

@SajolKDas Poland এর গল্প এখানে দেখতে চাই