As Salamuwalaikum I am Mohammad Palash a member of Bangladesh Local Guide Community I am very happy to inform that this meetup is the 3rd meetup hosted by me and I have tried my best to complete the event from my own experience.
খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করার এই এই বিষয়টি আমাদের খুন মনযোগ আকর্ষণ করেছে।
রেস্তোরাঁ র ইসলামিক কর্নার খুব সুন্দর একটি পরিবেশন ১০ থেকে ১৫ জনের মিটাপের জন্য আদর্শ স্থান
আলহামদুলিল্লাহ বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির ২য় ইফতার মিটাপ ছিলো এটি সকলের সহযোগিতায় খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। অন্যান্য মিটাপের চাইতে এই মিটাপ টি একটু ব্যাতিক্রম ছিলো কারন এই মিটাপে লোকাল গাইডদের পাশাপাশি আমি বন্ধুদের কেও আমন্ত্রণ জানিয়েছি। চেষ্টা করছি আমার বন্ধুদের কেও লোকাল গাইডিং এর সাথে সম্পৃক্ত করার।
একজন লোকাল গাইড হিসেবে বন্ধুদের কাছে লোকাল গাইডিং এর বার্তা পৌছে দেয়া নিজের দায়িত্বের মধ্যেও পরে মনে করি।
এবারের মিটাপের লোকেশন ছিলো ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ সদরের জনপ্রিয় রেস্তোরাঁ হন্টেড হাউজে। প্রথমেই মহান আল্লাহর কাছে প্রার্থনা র মাধ্যমে মিটাপ শুরু করি। ইসলামের পাচটি স্তম্ভ র মধ্যে রোজা তথা সিয়াম একটি ফরজ ইবাদত মুসলমান রা সূর্য উদিত হবার পর থেকে শুরু করে সুর্যাস্ত পর্যন্ত এই সময় কোন প্রকার খাদ্য গ্রহন না করে থাকেন এবং এটা একটি অত্যন্ত মুল্যবান ইবাদত হিসেবে গন্য করেন। তাই চেষ্টা করেছি লোকাল গাইডের নিয়ে সুন্দর একটি মুহুর্ত ভাগ করে নেয়ার।
ধন্যবাদ জানাই বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি কে এত সুন্দর একটা আয়োজন আমাকে হোস্ট হিসেবে নির্বাচিত করার জন্য।
ইফতার আইটেমের একটি ছবি"
ইফতারের মুল আইটেম ছিলো এই বিরিয়ানি সাথে চিকেন সালাদ এবং ডিম"
পানীয় ছিলো লেবু র শরবত "
সুস্বাদু পানীয় মাঠা রমজানের ইফতারে প্রায় থাকবেই এই পানীয়"
মিটাপের পুর্ব মুহুর্তে নিজের একটি ছবি"
হন্টেড হাউজ রেস্তোরাঁ র সুন্দর একটি কর্নার"
রেস্তোরাঁ র সুন্দর কারুকার্য এর একটি অংশ"
ইফতার এর মেন্যুতে ছিলো মাটন বিরিয়ানি চিকেন ফ্রাই সালাদ।
পানীয় তে ছিলো শরবত এবং মাঠা।
ফলমূল এ ছিলো খেজুর তরমুজ মাল্টা আপেল।
Meetup – Local guide iftar Meetup
Meetup no–232
Host-- Mohammad palash
Time–5:00pm–7:00pm
Location — https://maps.app.goo.gl/LtcFJ5XXHUnyDgbbA
Attended --16 person
আমার হোস্টিং করা প্রথম মিটাপের রিক্যাপ-- https://www.localguidesconnect.com/t5/General-Discussion/RECAP-Explore-kaptai-quot/td-p/3563545
আমার হোস্টিং করা ২য় মিটাপের রিক্যাপ-- https://www.localguidesconnect.com/t5/General-Discussion/RECAP-Google-Tools-For-youth-Gen-series-2/td-p/3640458
#BDLg #Localguidebd #Iftarmeetup #Localguideconnect #Letsguide