ভরা বর্ষায় করচ গাছগুলো পানির নিচে ডুবে থাকে অবলীলায়। প্রথমবার জলজ এই গাছ দেখে আমি খুবই বিমোহিত হয়েছিলাম। এত দীর্ঘসময় এরা পানিতে ডুবন্ত অবস্থায় বাঁচে কিভাবে? এটাই ছিল আমার মনে প্রথম প্রশ্ন।
বর্ষায় করচ গাছগুলোর ফাঁকে ফাঁকে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে অসাধারণ ভালো লাগে। গাছগুলোর অর্ধেকই পানির নীচে ডুবে থাকে। চাইলেই নৌকা থেকে খুব সহজেই কোন কোন গাছের ডালে উঠে বসা যায়।
হাওড় অঞ্চলের প্রধান উদ্ভিদ হল এই করচ গাছ যার বৈজ্ঞানিক নাম Dalbergia reniformis। করচের আরেক দেশীয় নাম “কুরেস”। বৃহত্তর সিলেট, ময়মনসিং, কিশোরগঞ্জ জলাভূমিতে এই বৈচিত্রময় জলজ বৃক্ষ দেখতে পাওয়া যায়। ১০-১৩ মিটার পর্যন্ত উচ্চতা হয় গাছগুলোর। এরা ভূমিক্ষয় রোধে সহায়তা করে ও লাকড়ি হিসেবে ব্যবহৃত হয়।