Happy Connect’s 7th Birthday to everyone. Hope all the local guides around the world celebrated the special day from their respective locations.
Caption: A beautiful picture of deer in the mini zoo,
আমার দিনাজপুর ভ্রমনের সর্বশেষ দর্শনীয় স্থান ছিলো রামসাগর দিঘি। কৃত্রিম এ দিঘিটা বেশ বড় এবং খুব সুন্দর ছিমছাম পরিবেশ দিঘির পারে প্রচুর প্রচুর গাছ দিঘির সৌন্দ্যর্য কে করেছে অনন্য। তার ঠিক পাশেই চিড়িয়াখানা যা বাচ্চাদের আনন্দ কে করেছে বহুগুন বেশী মিনি চিড়িয়াখানা তে আছে হরিণ / বানর/ সাপ সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার আদর্শ এক স্থান।
রামসাগর দিঘি "
রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি।রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দীঘি হিসেবে বিবেচনা করা হয়। তটভূমিসহ রামসাগরের আয়তন ৪,৩৭,৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১,০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার। গভীরতা গড়ে প্রায় ১০ মিটার। পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার। দীঘিটির পশ্চিম পাড়ের মধ্যখানে একটি ঘাট ছিল যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে। বিভিন্ন আকৃতির বেলেপাথর স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে ৪৫.৮ মিটার এবং ১৮.৩ মিটার। দীঘিটির পাড়গুলো প্রতিটি ১০.৭৫ মিটার উঁচু।
Caption: View of Ramsaghar dighi
Caption: I couldn’t resist the urge to take pictures after seeing a beautiful place next to the lake.
Caption : some information Billboard of ramsaghar dighi,
Caption: Deer range in zoo,
Google maps
https://maps.app.goo.gl/BeMasrdEddg85X9GA
কিছু কথা ![]()
মনে রাখবেন এটি একটি জাতীয় উদ্দ্যান বন বিভাগের আওতাধীন এবং মানুষ পরিবার নিয়ে এখানে বেড়াতে আসে একটু রিফ্রেশমেন্ট এর জন্য। তাই আপনি এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে অন্যরা বিরক্ত হয়। পরিবেশ এর ভারসাম্য নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকবেন অপচনশীল বর্জ্য প্লাস্টিক যত্রতত্র না ফেলে যথা স্থানে ফেলবেন।
#BDLg #Localguidesbd #Bangladeshlocalguide #Travel #Localguideconnect #Letsguide




