Ramadan meetup BDLG at Raipur

Ramadan meetup BDLG at Raipur

Raipur

Raipur, Bangladesh

May 31, 2019 @ 16:30 (+06)

আলহামদুলিল্লাহ, ৩য় বারের মত বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করতে যাচ্ছে " Inspiring Ramadan" নামে রমজান মাস ব্যাপী সমাজ সেবামুলক কার্যক্রম । যা গত ২ বছর বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিচালনা করে এসেছে বিভিন্ন লোকাল গাইড দের সহযোগিতায় । 1 to 1: এই পদ্ধতি হচ্ছে আমরা একজন লোকাল গাইড এক জন সুবিধাবঞ্চিত মানুষের ইফতার এর দায়িত্ব নেই। আমি যা খাবো আরেকজনকে তা খাওয়াবো। ঢাকার পর এবার লক্ষ্মীপুরের রায়পুরে হতে যাচ্ছে ইন্সপায়ারিং রমজানের আরও একটি মিট আপ। স্থান: রায়পুর, লক্ষ্মীপুর শুভেচ্ছা বিনিময়: প্যাকেজ অনুসারে আর যদি আপনি সুবিধা বঞ্চিতদের ইফতার করাতে চান তবে অতিরিক্ত এক বা একাধিক প্যাকেজ নিতে পারেন ইচ্ছে অনুযায়ী।

RSVP here

26 Likes