Ramadan Celebration

Ramadan Celebration

Shyamoli Square Food Court

Mirpur Rd, Dhaka 1207, Bangladesh

July 09, 2017 @ 17:30 (+06)

প্রতিবারের মতো এবারও বাংলাদেশ লোকাল গাইড শুক্রবার একটি ইফতার এর আয়োজন করতে যাচ্ছে। আমাদের প্রতিটি আয়োজনের মতোই এবারেও থাকছে কিছু ভিন্ন স্বাদ। এবার আমাদের সাথে থাকবে আমাদের সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা। এই দিন আমরা একজন লোকাল গাইড, একজন শিশুর সাথে ইফতার করব। তারাও আমাদেরই একজন হবে। এবং ইফতার এর জন্য খরচ আমরা নিজ নিজ বহন করব। আমরা যা খাব তারাও তাই খাবে। তাদের মুখে একটু হাসি ফুটাতে পারে এই আয়োজন। >কোথায় হবে? - শ্যামলী স্কয়ার ফুড কোর্ট (https://goo.gl/QypjTu)।।) >কবে? - ৯ জুন, শুক্র বার >সময়? - বিকাল ৫.৩০ মিনিট থেকে ৭.৩০ পর্যন্ত। >খরচ? - আপনি যদি নিজে একা ইফতারে অংশ নিতে চান তাহলে ২৬০-২৭০ টাকার মত খরচ হবে। আপনি যদি আপনার সাথে একজন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে ইফতার করতে চান তাহলে ৫০০ টাকা খরচ হবে। এই ব্যাপারে সিদ্ধান্ত সম্পুর্ন আপনার। আপনি চাইলে আমরা আপনার খরচে একজন শিশুকে আমন্ত্রন জানাব। #InspiredIftar

RSVP here

12 Likes