Rajshahi Training Centre, BPDB

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্র। এটি রাজশাহী শহরের লক্ষীপুর বাগানপাড়া প্যারামেডিক্যাল রোডে অবস্থিত। সম্পূর্ণশীতাতাপ নিয়ন্ত্রিত ও মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সর্বাধুনিক সুসজ্জিত কনফারেন্স হল সমৃদ্ধ এই প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত সকল কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়। সরকারের বিভিন্ন ধরনের কর্মসূচির আওতায় সাধারণ জনগণকেও প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বা যেকোনো প্রতিষ্ঠান চুক্তি ভিত্তিতে প্রশিক্ষণ নিতে পারে।

যোগাযোগ: লক্ষীপুর বাগানপাড়া (প্যারামেডিক্যালের পশ্চিমে),

রাজশাহী, বাংলাদেশ।

+৮৮০৭২১ - ৭৭৪০৬০

ddrtcrajshahi

30 Likes

I have been to IHT aka Rajshahi Paramedical once to take photos for google maps and wikipedia. But never had any idea of this BPDB. Thanks for the post.

Here are some photo of IHT Rajshahi I took.

Can we visit the area for just general visit?

2 Likes