Pre Connect Meetup2019. & More knowledge Sharing

বাংলাদেশ লোকাল গাইড প্রতি বছর বহু মিট আপ করে থাকে। ২০১৯ সালে আমাদের অনেক গুলো মিট আপ হয়। এ মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ মিট আপ Pre-Connect meetup2019.

All member attend the photowall.

মিট আপ এর সময়ঃ বিকাল ৩ঃ৩০ থেকে সন্ধ্যা ৬ঃ ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার।

মিট আপ এর তারিখঃ ২৫/১০/২০১৯ ইং

উপস্থিত লোক জনঃ মিট আপ এ মোট৫০ জন লোক উপস্থিত ছিলো।

মিট আপ এ আলোচনার বিষয়ঃঅনেক গুলো বিষয়ে আলোচনা করা হয় এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমূহ নিম্নরুপঃ

১. গুগল ম্যাপ ও কানেক্ট এ কিভাবে পোস্ট করা যায় এ সম্পর্কে।

২. গুগল ম্যাপে স্প্যামিং এর সম্পর্কে সবাই কে ভালো করে বুজানো হয়।

৩. গুগল ম্যাপে , ছবি এড করা রিভিউ দেওয়া, ভিডিও দেওয়া। কতো গুলো ছবি দেওয়া যাবে। কি রকম রিভিউ করা যাবে।

৪. কানেক্ট এ নিয়মিত থাকা এবং কানেক্ট এ পোস্টকরা সম্পর্কে বুঝানো হয় ।

discussion map problem.

**Connect Live 2019 Some Gift :**কানেক্ট লাইভ 2019 এর জন্য বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে, সামান্য কিছু লোগো স্টিকার গিফট করি। এই স্টিকার শীতল পাটি দিয়ে তৈরি করা। যা আমার থেকে রিসিভ করেন কানেক্ট লাইভে জয়েন করা @MahabubMunna ভাই।

some gift Shital party Google logo

পরি শেষে ধন্যবাদ জানাই মিট আপ হোস্ট @anazizullah ভাই কে।

Thanks

Bangladesh Local Guides.

#Connect #letsguides #meetup #google

#bdlg.#knowlege #Connectlive

54 Likes

ভাই শীতল পাটি টা জোস হইছে,আর প্যারা করে লেখাটা দেখে ভালো লাগছে,

12 Likes

বিদেশি ভাই অসম্ভব সুন্দর লিখেছেন আপনার লেখায় অনেক ভাল লেগেছে । ধন্যবাদ আপনাকে কানেক্ট লেখার জন্য।

@GaziSalauddinbd

4 Likes

@GaziSalauddinbd

ভাই প্রথমত আপনাকে ধন্যবাদ এতা দূর থেকে এসে মিটআপে আমাদের সাথে জয়েন করার জন্য। আশাকরি আগামী মিটআপ গুলোতেও আপনার সাথে দেখা হবে। বেশ ভাল লিখেছেন। পরবর্তী পোষ্ট এর অপেক্ষায় রইলাম।

11 Likes

গিফটা অনেক সুন্দর এবং ইউনিক ছিল ভাই।

5 Likes

Thanks for sharing this post with us brother @GaziSalauddinbd

11 Likes

@GaziSalauddinbd দেশি ভাই আপনার লেখা সবার থেকে একদম আলাদা। অল্প কথায় তুলে ধরলেন গুরুত্বপূর্ণ বিষয় সমুহ।

ভাই শীতলপাটির মধ্যে গুগলের লোগো গুলো ছিল অসাধারণ।

8 Likes

প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা @GaziSalauddinbd ভাই,

এত কষ্ট করে এতদূর থেকে আসার জন্য :heart::heart:

শীতল পাঠিটা খুবই সুন্দর হয়েছে। ছবি তো আগেই দেখেছি, এবার নিজ চোখে দেখেও ভালো লাগছে। ভাবীকেও আমাদের ধন্যবাদ এবং ভালোবাসা পৌঁছে দিবেন। আশা করি গুগল টিম এটা খুব পছন্দ করবে। :heart:

9 Likes

@Ayeshashimu আপু সত্যি কথা বলতে কি, গ্রামের মধ্যে নেটওয়ার্ক ডিসটার্ব করে।

7 Likes

@user_not_found ভাই, আপনাকে ও ধন্যবাদ। আমার নোয়াখালী তে দাওয়াত রইলো।

6 Likes

@Designer_Biswajit দাদা, যতো দূর হোক আছি এবং থাকবো। ইনশাআল্লাহ। আগামী দিনে যে কোন মিট আপ এ দেখা হবে।

6 Likes

@MonirulBd আপনাকে ধন্যবাদ। শীতল পাটি। ঐ টা আমাদের ঐতিহ্য ।

6 Likes

@anazizullah ভাই, আপনার হাসি মাখা মুখ এই মিট আপ কে আরো প্রানচঞ্চল করছে। আর দোয়া করবেন আপনাদের ভাবীর জন্য। আর ভাবীর সাথে ‘মা’ ও এই শীতল পাটি তৈরি করছে। মূূূল কারিগর ‘‘মা’’।

8 Likes

মায়ের জন্য ভালোবাসা, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। @GaziSalauddinbd ভাই

8 Likes

@GaziSalauddinbd হালকার উপর ঝাপসা করে অস্থির একটা পোস্ট দিয়েছেন। আর এই পোষ্টের মাধ্যমে মিটআপের এ টু জেড সম্পর্কে জানা গেল।

3 Likes