**Connect Live 2019 Some Gift :**কানেক্ট লাইভ 2019 এর জন্য বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে, সামান্য কিছু লোগো স্টিকার গিফট করি। এই স্টিকার শীতল পাটি দিয়ে তৈরি করা। যা আমার থেকে রিসিভ করেন কানেক্ট লাইভে জয়েন করা @MahabubMunna ভাই।
ভাই প্রথমত আপনাকে ধন্যবাদ এতা দূর থেকে এসে মিটআপে আমাদের সাথে জয়েন করার জন্য। আশাকরি আগামী মিটআপ গুলোতেও আপনার সাথে দেখা হবে। বেশ ভাল লিখেছেন। পরবর্তী পোষ্ট এর অপেক্ষায় রইলাম।
শীতল পাঠিটা খুবই সুন্দর হয়েছে। ছবি তো আগেই দেখেছি, এবার নিজ চোখে দেখেও ভালো লাগছে। ভাবীকেও আমাদের ধন্যবাদ এবং ভালোবাসা পৌঁছে দিবেন। আশা করি গুগল টিম এটা খুব পছন্দ করবে।
@anazizullah ভাই, আপনার হাসি মাখা মুখ এই মিট আপ কে আরো প্রানচঞ্চল করছে। আর দোয়া করবেন আপনাদের ভাবীর জন্য। আর ভাবীর সাথে ‘মা’ ও এই শীতল পাটি তৈরি করছে। মূূূল কারিগর ‘‘মা’’।