Polo - a Fishing Machine

পলো - মাছ বাওয়ার যন্ত্র

তলাবিহীন কলসির আদলে বাঁশ ও বেতের সংমিশ্রণে ছোট ছোট ছিদ্র রেখে শৈল্পিকভাবে তৈরি মাছ ধরার এই যন্ত্রটির নাম পলো। প্রতি বছর শীত মৌসুমে খাল, বিল, হাওরের জল কমে আসলে দল বেঁধে লোকজন ‘পলো বাওয়া উৎসব’ পালন করে।

*- ছবিটি কিছুটা সম্পাদিত।

9 Likes