Plantation campaign.# Visit of forest officer office and seed floor.

হ্যালো লোকাল গাইড,

এখন আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তা হলো, বৃক্ষ রোপন করা। গত কয়েক বছর আমি ও বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির পক্ষে বৃক্ষ রোপন অভিযান করি।

এই বছর এক মাস আগ থেকে আমি বৃক্ষ রোপন করতে ইচ্ছুক। সারা বিশ্বে যে পরিমানে তাপমাত্রা বেড়ে চলছে। এবং বর্তমানে আমাদের দেশ সহ দক্ষিন এশিয়াতে যে পরিমানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

তাই আমি চাই আমরা যে সকল লোকাল গাইড সদস্য আছি আমরা নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপন করলে আমাদের পরিবেশ অনেক টা শীতল হয়। এবং বায়ুমন্ডল এ গ্রিনহাউজ গ্যাস এর পরিমান কম হয়।

★ আমার ২০২৩ সালের বৃক্ষ রোপন অভিযান এর পরিকল্পনাঃ

১. আমার এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ চারা বিতরন।

২. পতিত জায়গাতে গাছ লাগানো।

৩. তাল গাছ লাগানো অভিযান করা।

★ বন কর্মকর্তার অফিস ও বীজ তলা পরিদর্শনঃ

আমার নিজ এলাকার বন কর্মকর্তার অফিসে আমি যাই,কিছু চারা গাছ ক্রয় করার জন্য। তিনি আমার ও বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির এই ভালো কাজের অনেক প্রশংসা করেন। এবং লোকাল গাইড কার্যক্রম সম্পকে আমার কাছে যানতে চায়। সব সময় সব রকম সহযোগীতা করার কথা বলেন।

আমি মনে করি, আমরা সবাই যদি প্রতি বছর কমপক্ষে ৩ টা করে গাছ লাগাই ও গাছের যন্ত নেই।

তা হলে আমাদের পৃথিবী চির সবুজ হয়ে যাবে।

আসুন গাছ লাগাই,

পরিবেশ বাঁচাই,

24 Likes

Hello @GaziSalauddinbd

This is a very good and climate friendly post and subject. It’s amazing how much energy and dedication the Bangladesh local guides put into their activities.

Although I haven’t ever planted a tree,but it’s a subject I should be thinking about. That will help our world and climate as well.

Did I ever say Congratulations to you since we were both nominated as guiding stars? Well congratulations bro and keep up the energy. I like your vibes !!!

Happy guiding

Cheers

2 Likes

দারুন পরিকল্পনা @GaziSalauddinbd ভাই।

3 Likes

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নেই। এই মহতি উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

2 Likes

@GaziSalauddinbd Thanks for the post.

3 Likes

অনেক সুন্দর উদ্যোগ,

আমাদের সবার কিছু না কিছু গাছ লাগানো উচিত।

2 Likes

দারুন উদ্যোগ @GaziSalauddinbd ভাই আশা করি ভালো কিছু হবে।

2 Likes

Hi,

@SholaIB

I hope, you will do tree plantation drive in your area this year. Encourage your nearest local guides in this regard.

Thanks

2 Likes

চমৎকার উদ্দ্যেগ শুভ কামনা রইলো @GaziSalauddinbd

3 Likes

@GaziSalauddinbd ভাই খুব মহতি উদ্যোগ। বৃক্ষ রোপন কর্মসুচি এখন আমাদের দেশের জন্য অতি জরুরি।

2 Likes

ধন্যবাদ @rashedul-alam

আমি আশাবাদী আপনারা এবার বৃক্ষরোপন এ এগিয়ে আসেন।

Hello @GaziSalauddinbd ,

yeah, this is a great campaign! :star_struck: :deciduous_tree: :palm_tree:

I’m sure it will help a lot to reduce the climate change! :blush: :earth_africa:

Thank you very much for writing about this amazing plantation campaign! :star_struck: :+1:t2:

I wish you a great day! :blush:

Many warm greetings to you from Hamburg, Germany! :grinning: :star2: :de:

2 Likes

Hi,

@ChiaraMariaC

I hope you will do a tree planting campaign in your area. This is our campaign for a greener world.

Thanks

1 Like

You’re welcome, @GaziSalauddinbd . :blush: :bouquet:

Yes, it would be very great if I would do a plantation campaign in my area too. :blush: :deciduous_tree:

I wish you a great day! :grinning:

Many warm greetings to you from Hamburg, Germany! :blush: :star2: :de:

2 Likes

গত চার বছর এই বৃক্ষ রোপন কার্যক্রম বাংলাদেশ লোকাল গাইড ও আমি এক সাথে করে আসছি।

আশা করি আপনি এক মত প্রকাশ করবেন।

ধন্যবাদ @mdjhfc

1 Like

আপনার এলাকায় এই বছর বৃক্ষ রোপন করতে চাই। বিশেষ করে নতুন ও পুরাতন লোকাল গাইডদের নিয়ে।

ধন্যবাদ @Ayeshashimu আপু

1 Like