ইদানিং Fact check করার সময় লক্ষ করলাম অনেকেই Place Add করেন কিন্তু সেই জায়গার নাম সম্বলিত কোন ছবি দেন না, ফলে ঐ এলাকার Local Guides রা যখন Fact check করতে বসেন তখন ছবি না থাকার কারনে তারা confused হয়ে যান এবং বেশির ভাগ ক্ষেত্রেই ঐ যায়গা “Does this place exist here?” এ “NO” দেন।
Place Add করার সময় সঠিক category দেয়াও অত্যান্ত জরুরী, তাই এ জাতীয় প্রতিষ্ঠানে পূর্বে কোন category দেয়া আছে তা দেখে নিতে পারেন।
এ বিষয় গুলো আমাদের সকলের লক্ষ রাখা উচিত বলে মনে করি।