Pink water lily of Bangladesh

শাপলার মূল পানির নিচ থেকে লম্বা ডাটা পানির উপরে ওঠে ফুল ফোটে আর বড় বড় পাতা পানির উপর ছাড়ানোভাবে ভেসে থাকে। পাতাগুলো দেখতে সুন্দর একটা থালার মতো।

Pink WaterLily Flowers Blooming on Bill

শাপলা ফুলের বলয় বা রিং এ ৬টি পাপড়ি ও ৬টি পুংকেশর থাকে। তবে এর সংখ্যা কম বেশি হতে পারে। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে সাদা,লাল, গোলাপী, এবং নীল। যার মধ্যে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল।

Pink WaterLily Flowers Blooming on Bill

এই ফুল শুধু সৌন্দর্যই বিলিয়ে দেয় না। এটি আমাদের জন্য পুষ্টিকর খাবার। শাপলার লম্বা ডাটা সবজি হিসেবে খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান আমিষ, শ্বেতসার, খনিজ লবণ, ক্যালসিয়াম, ভিটামিন ও খাদ্যশক্তি পাওয়া যায়। পূর্ণ বিকশিত শাপলা ফুলের গর্ভাশয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ থাকে। গ্রামের ছোট ছেলে মেয়েরা শাপলা ফুল সংগ্রহ করে বীজগুলো খায়। যা ছোটবেলায় আমি অনেক খেয়েছি।

Pink water lily of Bangladesh

এছাড়াও বীজ সংগ্রহ করে শুকিয়ে ভেজে খৈ তৈরি করা যায়। যা মজাদার খাবার। শীতকালে জলাশয়ের পানি শুকিয়ে গেলে শাপলা ফুলের মূল শালুক হিসেবে খাওয়া হয়। তা উপকারী একটি খাদ্য। শাপলা ফুল শরীরের চুলকানি ও আমাশয় নিরাময়ে বেশ উপকারি।

#Bangladeshlocalguides

#letsguide

58 Likes

Thank you brother for highlights our national flower. Good writing.

Do you @MonirulBd @ live in Gazipur?

8 Likes

@TuhinSir You are most welcome. Yes am live in Gazipur. But my home district Lakshmipur.

9 Likes

Where you live in Gazipur? Mr @MonirulBd

7 Likes

@TuhinSir I live in Gazipur at Besides of DUET. Are you also live in Gazipur?

7 Likes

@MonirulBd শাপলার এত গুনাগুণ সম্পর্কে আমার তেমন জানা ছিল না। ভালো লাগলো। ছবি গুলো অনেক সুন্দর লাগছে । অনেক ধন্যবাদ শাপলা সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

20 Likes

Yes @MonirulBd 31 no ward, near Dhirasrom

7 Likes

@MonirulBd ছবি গুলো কোথায় থেকে তুলেছেন? ঢাকার আশপাশের কোথাও কি?

20 Likes

@AbdusSattar ভাই সবকিছুই আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসায় সম্ভব। আপনাকেও অসংখ্য ধন্যবাদ :heart_eyes:

7 Likes

@MonirulBd অনেক সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ। আমাদের জাতীয় ফুল এর কালার এর শাপলা ফুল টা দিলেে ভালো হতো। আর কতো রং এর শাপলা ফুল আছে তা লিখলে ভালো হতো৷

9 Likes

@TuhinSir ohh I see. By the way bro Are you will be going to Experience Meetup 2019 program?

5 Likes

No, I will try to attend next meetup.

@MonirulBd

5 Likes

@AbdusSattar ভাই ছবিগুলো আমার রুমমেট থেকে নিলাম। তার বাসা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাায়। তার বাসার পাশের বিল থেকে ছবি গুলো তুলছে।

5 Likes

@GaziSalauddinbd ভাই কত রঙের শাপলা ফুল আছে তা তো উল্লেখ আছে। আর ঐখানে সাদা শাপলা ফুল ছিলোনা যার কারণে দেওয়া হয়নি।

5 Likes

Pink water Lily so beautiful @MonirulBd . For how long time this beautiful flower exist ?

5 Likes

ভিন্ন ধরনের লেখা মাঝে মধ্যে ভালো লাগে, শাপলা নিয়ে লেখা খুব ভালো হয়েছে, দেশি ভাই @MonirulBd

9 Likes

Hello @MonirulBd , thank you for sharing with us the beauty of water lily. When I was in Lyon, France, 6 months ago I found some water lilies in one park there. I like this flower a lot and I enjoyed reading your post. Here is one photo I took in France.

7 Likes

@Nyainurjanah This flower is fresh one hour after pruning .

6 Likes

@Ayeshashimu অসংখ্য ধন্যবাদ প্রিয় বড় আপু।

6 Likes

@Ivi_Ge ohh I see. I think it was really wonderful moment. White water lily is our National flowers.

Thank you so much for sharing your memory with us.

6 Likes