মাউন্ট কানামো সামিটের আগে ৭ দিনের লম্বা একটা পাস সম্পন্ন করেছিলাম।
নামঃ পিন ভাবা পাস ( Pin bhaba pass )
উচ্চতাঃ 4900 meters
এই ট্রেক হিমাচল প্রদেশের দুইটা জেলা কে যুক্ত করেছে।
(১) কিন্নর (২) স্পিতি
এই দুই জেলা এর ভাষা, সংস্কৃতি , চাষাবাদ , খাবার, পোষাক , আচার অনুষ্ঠান ইত্যাদি সবকিছু ভিন্ন। এই এক ট্রেকের মধ্য দিয়ে একজন ট্রেকার দুইটা ভিন্ন জগৎ কে উপভোগ করতে পারে।
এই ট্রেক কে নামাস্তে - জুলে ট্রেক ওয় বলা হয়। কারণ স্পিতি তে জুলে বলে (সালাম কে) , ভাবা তে নামাস্তে বলে।
এই পুরো ট্রেকে অসংখ্য শেফার্ড এর তাবু মিলবে।
যেখানে শেফার্ডরা তাদের ভেড়াদের নিয়ে বেশকিছু মাসের জন্য এখানে বসবাস করেন।
আমার সৌভাগ্য হয়েছে তাদের এই বৈচিত্র জীবন উপভোগ করার।
এই ট্রেকের সর্বোচ্চ পয়েন্ট ভাবা, পিন এর মিলনস্থল। যার উচ্চতা পেয়েছিলাম ৪৯০০ মিটার। যেই পয়েন্ট দুইটা জেলা কে বিভক্ত করেছে।
ভাবা ভ্যালি - যার অবস্থান হিমাচল প্রদেশের কিন্নর জেলা এ। পুরো ট্রেকটা খুবই চমৎকার। পাহাড় আর পাহাড় সাথে ভ্যালি তে নানান রকম ফুলের সমাহার। পাইনের বন আর বোল্ডার ভর্তি ট্রেক তো আছেই। সাথে ভাবা নদীতে বয়ে চলেছে গ্লেসিয়ার এর হাড় কাঁপানো ঠান্ডা পানি।
এই সাইডে সালাম কে নামাস্তে বলে।
পিন ভ্যালি - যার অবস্থান হিমাচল প্রদেশের স্পিতি জেলা তে। এখানকার ওয়েদার খুবই ড্রাই। পুরো ভ্যালিতে নানান রং এর বোল্ডার এ ভর্তি পাহাড়। সাথে “Pin River” এ বয়ে চলেছে গ্লেসিয়ার এর হাড় কাপানো ঠান্ডা পানি। আরো আছে ভিন্ন সংস্কৃতি। ভিন্ন পাহাড়ের রং। তাদের আচার ব্যবহার অনেকটা মোংগলীয়দের মতো। এই স্পিতিতে রয়েছে Highest Cricket Pitch in the World, হিকিমেই অবস্থিত world highest post office , কাজা তে অবস্থিত world highest petrol pump এছাড়াও আরো অনেক কিছু। আরো বিস্তারিত জানতে গুগল করার অনুরোধ রইলো।
এখানে সালাম কে - জুলে বলে।
আমি যেভাবে এই ট্রেক করেছিঃ
ট্রেক শুরু করেছি “হোমতে গ্রাম” থেকে
Day 1: Homte to mulling
Day 2: Mulling to kara
Day 3: Kara (Rest)
Day 4: Kara to Pushtirang(Base camp)
Day 5: Pushtirang to Jethachang(High Camp)
Day 6: Jethachang to mangroongse (spiti side base camp)
Day 7: mangroongse to Mudh (Trek end)
Memory of 2024