আধার - আলোতে পিয়ার ৩৯ [ Pier -39 ]

Pier 39 প্রবেশ দ্বার এরিয়ার ছবি তুলেছে লোকাল গাইড মাহাবুব মুন্না

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো নানা কারণে এই শহরটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সকল প্রযুক্তিগত বড় কোম্পানিগুলোর অফিসগুলো রয়েছে এই শহরের আশেপাশে যাকে বলা হয় সিলিকন ভ্যালি।

কেউ স্বপ্ন পূরণ করতে কিংবা কেউ স্বপ্নের প্রজেক্ট বিক্রি করতে কিংবা লালিত স্বপ্ন কে পূর্ণ রূপ দিতে ছুটে আসে এই শহরে। হতে পারে ব্যবসা কিংবা চাকরি কিংবা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাই সব সময় ভিড় লেগেই থাকে এই শহরে যেন এক উৎসব মুখর প্রাঙ্গণ।

বিমান থেকে তোলা ছবিতে গোল্ডেন গেট ব্রিজ ও সান ফ্রান্সিস্কো শহর ছবি ঃ লোকাল গাইড মাহাবুব মুন্না

এই শহরে অনেকগুলো প্রাচীন এবং ঐতিহাসিক স্থান রয়েছে ঠিক তেমনি পৃথিবীর সেরা পর্যটন কেন্দ্র গুলোর একটি রয়েছে এখানে যে স্থানটি কে বলা হয় Pier 39.
সানফ্রান্সিসকো যার এরিয়াতে যারা ভ্রমণ করতে আসেন তারা একবারের জন্য হলেও এই এরিয়ার টি ঘুরে যেতে ভুলেন না বিশেষ করে কয়েকটি স্থাপনা দেখার জন্য তাদের আশা চাই। উল্লেখযোগ্য স্থান গুলোর মাঝে রয়েছে Pier 39, fisherman wharf, coit tower, Alcatraz prison Iceland, Golden gate bridge সহ আরো অনেক স্থাপনা।

Pier 39 মূলত একটি পুরাতন টার্মিনাল এরিয়া যেখানে আপনি দেখতে পাবেন অনেক আগের একটি টার্মিনালের কিছু অংশ এবং এখানে অন্যতম আকর্ষণ হচ্ছে sea lion, এছাড়া একটি সাবমেরিন সহ মিউজিয়াম রয়েছে। একটি মেরিন একুরিয়াম রয়েছে সেটা থেকে আপনি অনেক কিছু জানতে এবং দেখতে পারবেন। থিয়েটার কিছু থিম পার্ক টাইপের রাইড ।
এখান থেকে চাইলে আপনি সেইলিং ট্রিপ দিতে পারেন প্রাইভেট কিংবা অন্যান্যদের সাথে।
এ ছাড়া সুভেনিয়র সব আর সি ফুডের জন্য বেশ জনপ্রিয়

. নিম্নে কিছু উক্ত এলাকার দিন ও রাতের ছবি দেয়া হল

পিয়ার ৩৯ এর অন্যতম আকর্ষণ হচ্ছে সি লায়ন । সারা দিন এই স্থানে ভীর লেগে থাকে পর্যটকদের সি লায়ন দেখতে কিংবা ছবি তোলার জন্য ।

Pier 39 এর বিখ্যাত হার্ট পয়েন্টে লোকাল গাইড @PriyankaU

একুরিয়াম অফ দি বে এই এরিয়ার অন্যতম একটি আকর্ষণীয় স্থান

San Francisco শহরে এমন বেশ কিছু মুখরোচক চকলেট এর দোকান রয়েছে । রাতে বন্ধ থাকলেও স্বচ্ছ কাচের দেয়াল আর আলো আপনার নজর কাড়তে বাধ্য

Pier 39 এ একজন গান গাচ্ছে এবং পথচারী রা যে যার মত অর্থ দিয়ে সাহায্য করে

Pier 39 এ রাতে অন্যতম আকর্ষণ আলোক ঝলমলে রেস্তোরা গুলো ছবি তোলা হয়েছে Hard rock cafe সামনে থেকে

আপনি কি কি দেখবেন:
The Bay aquarium : 39$ আপনাকে খরচ করতে হবে একুরিয়াম কি পরিদর্শন করার জন্য । সম্পূর্ণ ঘুরে দেখতে আপনার প্রায় তিন ঘণ্টার মতো সময় প্রয়োজন হবে।

Sailing : 45$ এর বেশি আপনাকে খরচ করতে হবে 90 মিনিটের sailing Tour দেয়ার জন্য।

Marin ship tour: এখান থেকে ছোট ছোট কিছু জাহাজে করে আপনি সমুদ্র ভ্রমণ করতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য যেহেতু আমি কখনো ট্রাই করি নাই তাই খরচটা বলতে পারব না।

শপিং / কেনাকাটা:
Pier 39 যেহেতু একটি জনবহুল পর্যটন এরিয়া এখানে অনেকগুলো গিফট শপ রয়েছে যেখান থেকে আপনি চাইলে Bag, tshirts ,key ring , sticker ,posters, demo car , car license plate অনেক কিছু কিনতে পারেন যেগুলোর দাম 2$ থেকে শুরু করে কয়েকশো ডলার পর্যন্ত।

খাওয়া-দাওয়া :
উক্ত এরিয়াতে প্রচুর সি ফুড রেস্টুরেন্ট রয়েছে এবং কিছু রেস্টুরেন্টের দ্বিতীয় তলা থেকে বেশি ভালো একটা ভিউ পাওয়া যায় আপনার পছন্দ এবং বাজেট মতো ঘুরে দেখে খেতে পারেন।

একটি MUNI সাটল বাসের ছবি

যাতায়াত:
সানফ্রান্সিসকো এরিয়াতে আপনি চাইলে Ubar,Lyft কিংবা taxi ব্যবহার করে ঘুরতে পারেন।
তবে আমি পাবলিক ট্রান্সপোর্টেশন কে খুব প্রাধান্য দিয়ে থাকি কারণ মোটামুটি সব জায়গায় পরিবহন করা যায় শহরের একটি বাস সার্ভিস রয়েছে Muni . সার্ভিসে আপনি একদিনে 5 $ দিয়ে আনলিমিটেড ভ্রমণ করতে পারেন পুরো সানফ্রান্সিসকো তাই আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য আমার কাছে মনে হল এটি সবচেয়ে ভালো একটি অপশন।

বিখ্যাত F Line Car ইহা ও MUNI সার্ভিসের আওতাধীন যা Market Street থেকে নিয়ে ফেরি বিল্ডিং হয়ে pier 39 অব্দি চলে

47 Likes

Hello @MahabubMunna thanks for sharing this picture on connect.

All the pictures are good especially the second one , the city looks so busy.

Thanks :blush: :heart:

6 Likes

Love the onion rings or shrimps - whatever it actually is :yum:

All views are wonderful @MahabubMunna vai

Superb article :+1:

5 Likes

বাহ্! প্রতিটি বিষয় খুবই সুন্দর ও বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আপনার তোলা ছবিগুলোর মাধ্যমে, উল্লেখিত এই এলাকাটি সম্পর্কে একটা সুন্দর ধারণা পাওয়া যায়। আপনার দেওয়া তথ্যগুলো অনেকের উপকারে আসবে আশা করি।

@MahabubMunna আপনার ভ্রমণ অভিজ্ঞতা এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ।

4 Likes

অনেক সুন্দর একটি পোষ্ট। যারা সানফ্রান্সিসকো শহর নতুন যাবেন তাদের জন্য অনেক তথ্য আছে এই পোষ্ট এ। বিশেষ করে নতুন লোকাল গাইড দের উপকারে আসবে।

ধন্যবাদ @MahabubMunna আপনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

3 Likes

@AbdusSattar @GaziSalauddinbd ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য

2 Likes

Like always superb post @MahabubMunna vaiya. And photos are awesome. :metal:

2 Likes

Very good narration

ছবি এবং বিস্তারিত বর্ণনা পড়ে মনে হল আপনার সাথে আমিও ঘুরে আসলাম।

ভ্রমণ বিষয় আমাকে সবসময় আকর্ষণ করে আর তা যদি হয় সানফ্রান্সিসকো এর মতো শহরের তাহলে তো কথাই নেই।

খুবই ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

2 Likes

Pier-39 জায়গাটির বর্ণনা এমনভাবে তুলে ধরেছেন আমি না গিয়েও জায়গাটি সম্পর্কে আন্দাজ করতে পারছি। এই পুরানো-ঐতিহ্যবাহী শহরটি আমার কাছে একদমই নতুন। আগে আমি এ শহর সম্পর্কে জানতাম না ।Pier-39 নামেও যে একটি শহর আছে তা জানতে পারলাম। বিস্তারিত জানার জন্য গুগুলে সার্চও দিলাম। এই নামে একটি সুন্দর ওয়েব সাইটও (pier39) https://www.pier39.com দেখলাম।

ধন্যবাদ @MahabubMunna ভাই, এমন একটি পোস্ট সকলের সাথে শেয়ার করার জন্য।

1 Like

@MahabubMunna আপনার আকর্ষণীয় অভিজ্ঞতা পড়ে ও জেনে ভাল লাগলো।

1 Like

@MahabubMunna কখনো সেখানে যেতে পারবো কিনা জানিনা, তবে আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানলাম এবং শিখলাম। ধন্যবাদ ভাই এমন পোষ্ট করার জন্য।