রবীন্দ্র সরোবর এর আমাদের একাংশ
“অর্নামেন্টস্ অব এক্সেসিবিলিটি” নামে গুগল এর সাপোর্টেট যা বাংলাদেশের প্রথম সাপোর্টেট মিটআপ।
চা, টি-শার্ট গ্রহনের সিরিয়াল
বাংলাদেশের ভিবিন্ন জেলা থেকে ১০০জন লোকাল গাইড সকার ৯টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উপস্থিত প্রথমে সকালের কফি/চা বিস্কিট দিয়ে আমন্ত্রন শুরু চা/কফি সেশন শেষে শুরু হয় পরিচয় পত্র ও টি-শার্ট বিতরন এবং সকলের পরিচয় করিয়ে দেওয়ার সেশন।
পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের মিটআপ হোস্ট কামাল হাসনানি ভাই।
পরিচয় পর্ব শেষে আমাদের মিটআপ এর পূর্বঘোষনা অনুযায়ী আমরা ৩টি টিম করে নেই প্রতিটি টিমে ২০-২৫জন করে লোকাল গাইড ধানমন্ডি ৩টি রোড। রোড নাম্বার ৭/এ ৮/এ ৯/এ এই ৩টি টিম আলাদা আলাদা ভাবে গিয়ে আমরা সকল ভবন বা প্রতিষ্ঠানে হুইল চেয়ার এক্সেসিবল বা সরাসরি হুইলচেয়ারে করে ডিজেবলরাও চলাফেরা করতে পারে করতে পারে সে সব ভবনে হুইল চেয়ার ছবি সম্বলিত স্টিকার দিয়ে, চিহ্নিত করে দেয়া হয়েছে।
১ম টিম ছবি তুলেছেন লোকাল গাইড বাংলার লোকালগাইড ।
আমাদের টিমে টোটাল ১০টি স্থান চিহ্নিত করা হয়েছে।
- রবীন্দ্র সরোবরে
- জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ
- Maple Leaf International School
- Scholars School & College Campus – 1
- Dr. Malika College
- Scholars School & College, Campus – 2 (Girls) & Campus - 4 (Girls College Campus)
- South Breeze School (Junior Section)
- Dr Manzoor’s Child Care Center
- Bank Alfalah Limited
- Unimart
চিহ্নিত জায়গায় স্টিকার লাগাচ্ছেন টিম লিডার ওমর ফারুক ভাই।
চিহ্নিত জায়গায় স্টিকার লাগাচ্ছেন লোকাল গাইড বাংলাটিম মেম্বার।
স্কুলের প্রিন্সিপাল এর সাথে মতবিনিময়
আমরা Unimart এর সামনে গিয়ে ৩টি টিম আবার একসাথে হই এবং ৩০মিনিটের মত ব্যানার হাতে দাড়িয়ে ছিলাম রাস্তার পাশে মানুষকে সচেতন করার জন্যে দিয়েছিলাম হ্যান্ডবিল …
হ্যান্ডবিল বিতরন করছে লোকাল গাইড
এর মধ্যে ছিলো ফটো সেশন ও।
আপু সেল্পিতে আমরা ছবি লোকাল গাইড
এর মধ্যে আমাদের সাথে জয়েন করেন @SumaiyaZafrin আপু.
আমরা এখান থেকে সবাই একসাথে আমাদের অনুষ্ঠানের ভ্যানু গুহ ক্যাফেতে যাই এবং সবাই একসাথে বসে ম্যাপ সম্পর্কে জানা অজানা তথ্য একে অপরের কাছ থেকে জানি।
লোকাল গাইড তথ্য শেয়ারিং
প্রথমে মিটআপ হোস্ট @Kamalhasnainee ভাই আমাদের মাজে প্রতিবন্ধিরা যাতে হুইলচেয়ার এক্সেসিবিলিটি’র তথ্য গুগল ম্যাপের মাধ্যমেই আপডেট পেতে পারে তা নিয়ে আলোচনা করে
তারপরেই কানেক্ট ফোরাম ও গুগল লোকাল গাইড সম্পর্কে আলোচনা করে @SumaiyaZafrin আপু অজানা অনেক কিছুই জানতে পারলাম আপুর কাছ থেক
তারপর @ShafiulB ভাই এসে স্পাম নিরোধন কিভাবে করা যাবে বা কি করলে একজন লোকাল গাইড স্পামার হবে তা নিয়ে আলোচনা করে
@OmarBD ভাই আলোচনা করেছেন স্ট্যাটভিউ ফটো নিয়ে
আলাউদ্দীন ভাই ও মাহফুজ ভাই ও চেক দা ফ্যাক্ট সম্পর্কে বিস্তারিত বলেছেন
মামুন ভাই বিভিন্ন প্রশ্নর জবাব দিয়ে আমাদের মিট আপ লান্স এর মধ্যে দিয়ে সমাপ্ত হয়
প্রশ্ন উত্তর পর্ব।
সর্বশেষ ধন্যবাদ গুগল টিম কে
সাথে ধন্যবাদ লোকাল গাইড বাংলা টিম কে।
সেল্পি সুমাইয়া আপুর সাথে
বিশেষ ধন্যবাদঃ কামাল হাসনানি ভাইকে অনেক কষ্ট করেছেন মিটআপের আগ পর্যন্ত।
সেল্পি তোলার সময় লোকাল গাইডের ক্লিক
মিটআপ থেকে গিপ্ট পাওয়া অনেক কিছু।
লোকাল গাইড বাংলা টিম।
Ornaments of Accessibility My Map List
এই মিট আপে অংশগ্রহন না করলে লোকাল গাইড সম্পর্কে আমার অনেক কিছুই অজানা থাকতো।
আবারো ধন্যবাদ গুগল সাপোর্টেড মিট আপ দেওয়ার জন্যে এবং লোকাল গাইড বাংলা টিম কে ।
ধন্যবাদ আবারও @Kamalhasnainee ।
ধন্যবাদ সবাইকে ।
#OrnamentsOfAccessibility
#LGBangla
#LetsGuide
#LocalGuides
#LocalGuidesWorld
#Localguidesconnect
#Happyguiding