Ornaments of Accessibility Team One.

রবীন্দ্র সরোবর এর আমাদের একাংশ

“অর্নামেন্টস্ অব এক্সেসিবিলিটি” নামে গুগল এর সাপোর্টেট যা বাংলাদেশের প্রথম সাপোর্টেট মিটআপ।

চা, টি-শার্ট গ্রহনের সিরিয়াল

বাংলাদেশের ভিবিন্ন জেলা থেকে ১০০জন লোকাল গাইড সকার ৯টায় ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উপস্থিত প্রথমে সকালের কফি/চা বিস্কিট দিয়ে আমন্ত্রন শুরু চা/কফি সেশন শেষে শুরু হয় পরিচয় পত্র ও টি-শার্ট বিতরন এবং সকলের পরিচয় করিয়ে দেওয়ার সেশন।

পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের মিটআপ হোস্ট কামাল হাসনানি ভাই।

পরিচয় পর্ব শেষে আমাদের মিটআপ এর পূর্বঘোষনা অনুযায়ী আমরা ৩টি টিম করে নেই প্রতিটি টিমে ২০-২৫জন করে লোকাল গাইড ধানমন্ডি ৩টি রোড। রোড নাম্বার ৭/এ ৮/এ ৯/এ এই ৩টি টিম আলাদা আলাদা ভাবে গিয়ে আমরা সকল ভবন বা প্রতিষ্ঠানে হুইল চেয়ার এক্সেসিবল বা সরাসরি হুইলচেয়ারে করে ডিজেবলরাও চলাফেরা করতে পারে করতে পারে সে সব ভবনে হুইল চেয়ার ছবি সম্বলিত স্টিকার দিয়ে, চিহ্নিত করে দেয়া হয়েছে।

১ম টিম ছবি তুলেছেন লোকাল গাইড বাংলার লোকালগাইড ।

আমাদের টিমে টোটাল ১০টি স্থান চিহ্নিত করা হয়েছে।

  • রবীন্দ্র সরোবরে
  • জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ
  • Maple Leaf International School
  • Scholars School & College Campus – 1
  • Dr. Malika College
  • Scholars School & College, Campus – 2 (Girls) & Campus - 4 (Girls College Campus)
  • South Breeze School (Junior Section)
  • Dr Manzoor’s Child Care Center
  • Bank Alfalah Limited
  • Unimart

চিহ্নিত জায়গায় স্টিকার লাগাচ্ছেন টিম লিডার ওমর ফারুক ভাই।

চিহ্নিত জায়গায় স্টিকার লাগাচ্ছেন লোকাল গাইড বাংলাটিম মেম্বার।

স্কুলের প্রিন্সিপাল এর সাথে মতবিনিময়

আমরা Unimart এর সামনে গিয়ে ৩টি টিম আবার একসাথে হই এবং ৩০মিনিটের মত ব্যানার হাতে দাড়িয়ে ছিলাম রাস্তার পাশে মানুষকে সচেতন করার জন্যে দিয়েছিলাম হ্যান্ডবিল …

হ্যান্ডবিল বিতরন করছে লোকাল গাইড

এর মধ্যে ছিলো ফটো সেশন ও।

আপু সেল্পিতে আমরা ছবি লোকাল গাইড

এর মধ্যে আমাদের সাথে জয়েন করেন @SumaiyaZafrin আপু.

আমরা এখান থেকে সবাই একসাথে আমাদের অনুষ্ঠানের ভ্যানু গুহ ক্যাফেতে যাই এবং সবাই একসাথে বসে ম্যাপ সম্পর্কে জানা অজানা তথ্য একে অপরের কাছ থেকে জানি।

লোকাল গাইড তথ্য শেয়ারিং

প্রথমে মিটআপ হোস্ট @Kamalhasnainee ভাই আমাদের মাজে প্রতিবন্ধিরা যাতে হুইলচেয়ার এক্সেসিবিলিটি’র তথ্য গুগল ম্যাপের মাধ্যমেই আপডেট পেতে পারে তা নিয়ে আলোচনা করে

তারপরেই কানেক্ট ফোরাম ও গুগল লোকাল গাইড সম্পর্কে আলোচনা করে @SumaiyaZafrin আপু অজানা অনেক কিছুই জানতে পারলাম আপুর কাছ থেক

তারপর @ShafiulB ভাই এসে স্পাম নিরোধন কিভাবে করা যাবে বা কি করলে একজন লোকাল গাইড স্পামার হবে তা নিয়ে আলোচনা করে

@OmarBD ভাই আলোচনা করেছেন স্ট্যাটভিউ ফটো নিয়ে

আলাউদ্দীন ভাই ও মাহফুজ ভাই ও চেক দা ফ্যাক্ট সম্পর্কে বিস্তারিত বলেছেন

মামুন ভাই বিভিন্ন প্রশ্নর জবাব দিয়ে আমাদের মিট আপ লান্স এর মধ্যে দিয়ে সমাপ্ত হয়

প্রশ্ন উত্তর পর্ব।

সর্বশেষ ধন্যবাদ গুগল টিম কে
সাথে ধন্যবাদ লোকাল গাইড বাংলা টিম কে।

সেল্পি সুমাইয়া আপুর সাথে

বিশেষ ধন্যবাদঃ কামাল হাসনানি ভাইকে অনেক কষ্ট করেছেন মিটআপের আগ পর্যন্ত।

সেল্পি তোলার সময় লোকাল গাইডের ক্লিক

মিটআপ থেকে গিপ্ট পাওয়া অনেক কিছু।

লোকাল গাইড বাংলা টিম।

Ornaments of Accessibility My Map List

এই মিট আপে অংশগ্রহন না করলে লোকাল গাইড সম্পর্কে আমার অনেক কিছুই অজানা থাকতো।

আবারো ধন্যবাদ গুগল সাপোর্টেড মিট আপ দেওয়ার জন্যে এবং লোকাল গাইড বাংলা টিম কে ।

ধন্যবাদ আবারও @Kamalhasnainee

ধন্যবাদ সবাইকে ।

#OrnamentsOfAccessibility
#LGBangla
#LetsGuide
#LocalGuides
#LocalGuidesWorld
#Localguidesconnect
#Happyguiding

47 Likes

Nice post, well writing, thank you for sharing with us @MehediMozumdar

3 Likes

ধন্যবাদ @AbdullahAM

ভাই সুন্দর স্টিকার গিপ্ট করার জন্যে ও আমাদের উপদেশ দেওয়ার জন্যে পাশে থাকবে।

4 Likes

অসাধারণ অনুভূতি যা লিখে প্রকাশ করা সম্ভব নয় আমি আশা করছি আগমি সব কয়টি মিটআপে অংশগ্রহণ করবো।

আমরা মিটআপের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড যেমন ভূমিকা রাখতে পারি। তেমনি ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল লোকাল গাইড একত্রে পরিচিত হতে পারি।মিটআপের আয়োজন কামাল ভাই সকল গুগল লোকাল গাইড কে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

টিম নাম্বার -৩ আমি এই টিমে মেম্বার হিসাবে কাজ করি।

5 Likes

@ohiduzzmannaim ধন্যবাদ

ভাই আশাকরি সবসময় সাথে।

4 Likes

@MehediMozumdar অনেক ভালো লিখেছো। ধন্যবাদ এতো দূর থেকে এসে যোগ দেওয়ার জন্য।

3 Likes

@ShafiulB ভাই ধন্যবাদ সবসময় যে ভাবে সাপোর্ট

দিয়ে আসছেন আশা করি সবসময় এই ভাবেই সাপোর্ট দিবেন।

4 Likes

আমি শেষ পর্যন্ত থাকতে পারি নাই ভাই। থাকতে পারলে খুবই ভাল লাগত।

2 Likes

realy great :v: :metal: :smiling_face_with_three_hearts: :metal: :v: :heartbeat:

2 Likes

Reading the post I am happy to know about the meetup. Really it was a great meet up. It was first Google supported meetup in #Bangladesh. Thank @MehediMozumdar for sharing the post.

2 Likes

I saw pictures from this flooding instagram today and saw that this is an awesome meetup with an amazingly strong turnout of people and I love the t-shirt.

Well done to you @MehediMozumdar

1 Like

@PaulPavlinovich Thanks You. …

3 Likes

@Jahid41 ধন্যবাদ।

2 Likes

@IsrafilHossan ধন্যবাদ

আপনার মতামত প্রকাশের জন্যে।

আশা করি পরবর্তি মিটআপ মিস হবে না আপনার।

3 Likes

@TuhinSir ধন্যবাদ ভাই

3 Likes

একতা

2 Likes

অসাধারণ ও সাবলীল উপস্থাপনা ভাই। দারুণ লিখেছেন। @MehediMozumdar

1 Like

@SayeedP ধন্যবাদ ভাই

2 Likes

20 ডিসেম্বর 2019 সালে সকালের পোগ্রামে জয়েন করেছিলাম কিন্তু দুপুরে অফিসে চলে এসেছি।

1 Like

@IsrafilHossan

আসলে আমরা যারা চাকুরি করি তারা একটু ব্যাস্থতার মধ্যেই নিজেকে নিয়ে যাই কোন কিছুতে ভালো ভাবে জয়েন করতে পারিনা আশা করি পরবর্তিতে কোন সমস্যা হবে না

1 Like