আস্সালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ্, মহান আল্লাহ্ পাকের দরবারে যে, সুস্থতার সাথে এত দূর থেকে গিয়ে প্রথম মিট-আপে যোগদানের সুযোগ দেওয়ার জন্য।
দ্বিতীয় ধন্যবাদ জানাই CONNECT LIVE’18 EXPERIENCE SHARE MEETUP এ অংশগ্রহণের সুযোগ দানের জন্য BANGLADESH LOCAL GUIDES এর সকল মডারেটদেরকে।
এটাই আমার প্রথম মিট-আপ, এর আগেও অনেকবার যাওয়ার সুযোগ হয়েছিল কিন্তু ব্যস্ততার কারনে যাওয়া হয়ে উঠেনি।
এতদিন শুধু মডারেটরদের আন্তরিকতা অন-লাইনে অনুভব করেছি, গতকালের মিট-আপে না গেলে সত্যিই বুঝতামনা নিজের খেয়ে বনের মষ তারানোর জন্যও যে, মানুষের আন্তরিকতা এমন হয়।
অনেক ভাললেগেছে! ইনশাল্লাহ্ আশারাখি আগামির ছোট বড় কোন মিট-আপই আর মিস হবেনা।
CONNECT LIVE’18 EXPERIENCE SHARE MEETUP এর মাধ্যমে অনেক কিছুই শিখতে পারলাম।
আবারও ধন্যবাদ।
@MahabubMunna @anazizullah @SajolKDas #Eastern_University @