বাংলাদেশের বিখ্যাত কিছু খাবারের মধ্যে ফালুদা অন্যতম। এটা খুবই একটি সুস্বাদু নাস্তা জাতীয় খাবার।
Faluda food. Pick…@Gazisalauddinbd.
এটি খুবই একটি সুস্বাদু খাবার। আমাদের দেশে বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়। দামে খুবই সহনীয়। রেস্টুরেন্ট এর প্রকারভেদ হিসেবে মূল্য আপডাউন করে।মূল্য ৭০-১৫০ পর্যন্ত হতে পারে।
51 Likes
ভালো ভাই, একাই খাইলেন,আর পোস্ট ও দিলেন,
10 Likes
@Ayeshashimu আপু অবশ্য একাখাইনি এই সুস্বাদুখাবার @MahabubMunna এর পক্ষ থেকে কানেক্ট লাইভে যাওয়ার আগে ট্রিট।
8 Likes
@GaziSalauddinbd
ভাই এই ফালুদার প্রতি আমার তেমন লোভ নেই! আমার মহিষের দুধের দই চাই! শীঘ্রই আসতেছি আপনাদের এলাকায়, মহিষের দুধের দই খেতে।
12 Likes
@Designer_Biswajit আপনাকে সু স্বাগতম আমাদের এলাকায় ।
7 Likes
@GaziSalauddinbd ভাই এগিন আমগো দেশেও আছে,বহুত টেস্ট।
6 Likes
@GaziSalauddinbd
ভাই প্রস্তুত থাকুন, যে কোন সময় আপনার দরজায় ঠক ঠক করে বলবো- ‘সালাউদ্দিন ভাই চলে এসেছি’
11 Likes
বিভিন্ন ফলের মিশ্রণ থাকে বলে ফালুদাটা আমার বিশেষ পছন্দের। ধন্যবাদ @GaziSalauddinbd ভাইয়া এই পছন্দের খাবার নিয়ে লেখার জন্য।
7 Likes
@MonirulBd
ঠিক আছে একদিন যাবো আপনাদের এলাকার ফালুদা খাইতে। যদি টেস্ট না পাই তাহলে কিন্তু যাতায়াত ভাড়া ফেরত দিবেন। হা হা হা, জাস্ট কিডিং…
12 Likes
@Designer_Biswajit আপনাকে এই জিনিসটা খাওয়ানো হবে দাদা
মহিষের দুধ এর দধি
7 Likes
@Designer_Biswajit আসুন দাদা আপনার জন্য প্রয়োজনে বাসায় ফালুদা তৈরি করা হবে। আগেই বলে রাখি টেস্ট একটু কম হবে, টেস্ট যদি বেশি হয় তাহলে তো হতে পরে আপনি আর ঢাকায় ফিরত যাবেন না

5 Likes
@LyricMitra আপনাকে ও ধন্যবাদ।
8 Likes
@Designer_Biswajit সফর সঙ্গী হিসেবে আমাকেও সাথে নিতে পারেন।
16 Likes
খুব প্রিয়একটা খাবার। উপাদানগুলো লিখে দিলে, সবাই পুষ্টিগুন ও বুঝতে পারতো ।
4 Likes
@GaziSalauddinbd ভাই, দধি দেখিয়ে তো লোভ লাগিয়ে দিসেন।
নেমন্তন্ন কল্লে পরে কারোগে বাদ দেয়া কিন্তু ঠিক হবে নানে, বলিদিচ্চি!
2 Likes
@GaziSalauddinbd এটি আমার অতি প্রিয় একটি খাবার। ধন্যবাদ আপনাকে।
2 Likes