Caption: NZ Tex Group এর মেইন গেইট।
স্পিনিং সম্পর্কে আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে গত 10ই জুন 2022 তারিখে BUFT Textile Engineering dept এর পক্ষ থেকে NZ TEX GROUP এ একটি ফ্যাক্টরি ট্যুরের আয়োজন করা হয়। এটির ফ্যাক্টরি নারায়ণগঞ্জ জেলার গাউসিয়ায় অবস্থিত।
Caption: NZ Tex Group এর ভিতরের একটি ছবি।পুরো ভ্রমণে আমাদের উদ্দেশ্য ছিল কিভাবে কটন বেল থেকে ইয়ার্ন তৈরি করা হয় সে সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা।
NZ Tex Group এর ৫টি ইউনিট রয়েছে তার মধ্যে আমরা কেবল স্পিনিং ইউনিটেই ঘুরে দেখেছি।
আমরা সকাল ৮টায় nz tex group এর উদ্দেশ্যএ বিএনএস সেন্টার (উত্তরা) থেকে যাত্রা শুরু করি । কাঞ্চন ব্রিজ সংলগ্ন ফুড বাংলো রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে সকালের নাস্তার জন্য বিরতি দেয়া হয়। সকালের নাস্তা শেষ করার পরে আমরা পুনরায় যাত্রা শুরু করি। সকাল 10টায় আমরা আমাদের গন্তব্য nz tex group এ পৌঁছে যাই।
মেইনগেটে এন্ট্রি করে আমরা আমাদের কাঙ্খিত ফ্লোরে পৌঁছে যাই যেখানে ওখানে কর্তব্যরত প্রোডাকশন ম্যানেজার প্রত্যেকটি কাজ আমাদের দেখান।
এতে করে আমরা আমাদের পঠিত টপিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সক্ষম হয়েছি।
ওখানে গিয়ে আমরা যা যা ফাংশন দেখেছি:
১. ওপেনিং: কটন বেল থেকে ফাইবারকে খুব ছোট ছোট ‘টাফট’ আকারে রূপান্তর করে।
২. ক্লিনিং: কটন ফাইবারের টাফট থেকে বীজের টুকরো, কান্ডের টুকরো, পাতার কণা, নেপস, ছোট ফাইবার, ধুলো এবং বালির মতো পদার্থ অপসারণ করে
৩. ব্লেন্ডিং এন্ড মিক্সিং: সমজাতীয় ফাইবারের মিশ্রণ তৈরি করে
৪.ডি- ডাস্টিং: অতিরিক্ত কোনো ধুলাবালি থাকলে নিষ্কাশন করে
৫. Lap / chute forming: প্রাপ্ত টাফট গুলোকে একত্র করে ল্যাপ/চুটে রূপান্তর করে। ল্যাপের ক্ষেত্রে সমান দৈর্ঘ্য, প্রস্থ বিশিষ্ট মোটা শিট আকারে রাখা হয়।
NZ Tex Group সম্পর্কে কিছু তথ্য
Report about the capacity of NZ Tex Group:
- 5 Business Units
- 7,000 Workforce and Skilled Manpower
- 40,000 tons of OE, RING, SLUB, and FLAX yarns annually
- 400 Airjet and Rapier Looms
- 30 million Yards PIECE DYE per year
NZ Tex Group এর Key partner গুলি হচ্ছে:
- American Eagle Outfitters
- Bestseller
- GU
- H&M
- Levi’s
- Varner
- Zara
NZ Tex Group এর Business Units:
● Spinning
● Weaving
● Denim
● Non Denim
● Dyeing & Processing
● Denim
● Non Denim