No Connect post No Registration for 150th Meetup

প্রিয় লোকাল গাইড বৃন্দ

যারা Bangladesh Local Guides এর প্রতিটি ক্ষেত্রে ভালোবাসার সময় এবং শ্রম দিয়ে ওতপ্রোতভাবে জড়িত এই পোস্ট তাদের উদ্দেশ্যে।

আপনারা হয়তো জানেন বছরে আমরা 25 টি মিট-আপ আয়োজনের পরিকল্পনা করে থাকি এবারও তাই হচ্ছে।

COVID-19 মহামারী প্রভাবে আমরা 7 থেকে 8 টি মাত্র Offline Meetup করেতে পেরেছি বাকিগুলো Online ভিত্তিক হয়েছিল।

নানা চাপের কারণে হয়তো আপনারা আস্তে আস্তে লোকাল গাইডের Regular Activities থেকে সরে যাচ্ছেন, তাই আপনাদেরকে

আবারো Main Trac ফিরিয়ে আনতে একটু ভিন্ন ধর্মী ব্যবস্থা।

Connect forum হচ্ছে Local Guides প্রোগ্রামের একটি বড় অংশ এবং মেলা বন্ধন এর একটি মাধ্যম।এই ফোরাম থেকে আপনি সকল নতুন তথ্য জানতে পারবেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে।

আমরা একটা বিষয় লক্ষ্য করেছি আমাদের কমিউনিটির মেম্বারদের মাঝে দিন দিন এর ব্যবহার কমে আসছে। তাই এই ভিন্নধর্মী উদ্যোগ নেয়া।

কবে করছি এই ১৫০ তম মিট আপ

যদি পরিবেশ আমাদের অনুকূলে থাকে করোনা মহামারীর কোন প্রকার প্রভাব আমাদের সমাজে ছড়িয়ে না পড়ে

তাহলে ইনশাল্লাহ আমরা এ বছরের ডিসেম্বরে 150 তম মিট-আপের মহা আয়জনের চেষ্টা করে যাচ্ছি।

এবার আয়োজনে আগের মত বহু লোকের সমাগম হবে না। তবে যারা সবসময় একটিভ কানেক্ট এবং ম্যাপ কন্ট্রিবিউশনে, তাদেরকে প্রাধান্য দেয়া হবে।

কারা অংশগ্রহণ করতে পারবেন এবারের মিটআপে:

বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটেন্ডি সিলেকশন করা হবেতার মধ্যে একটি হচ্ছে:

যারা নভেম্বর এবং ডিসেম্বরে ন্যূনতম দুইটি কানেক্ট পোস্ট (কোয়ালিটিফুল) প্রদান করবে। তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সিট বরাদ্দ নিশ্চিত নয়।

*বাকি বিষয়গুলো শীঘ্রই পর্যায়ক্রমে এখানে যুক্ত করা দেওয়া হবে।

আমি কি ধরনের পোস্ট দিব কানেক্ট ফোরামে

১. আপনার পূর্বে ভ্রমণকৃত স্থানের অভিজ্ঞতা, আপনার দেখার লোকসংস্কৃতি, স্থানীয় খাবার কিংবা পূর্বে উপস্থিত থাকা কোন মিটআপের অভিজ্ঞতার কথা.

২.সম্প্রতি কানেক্ট মডারেটর @AdrianLunsong একটি চ্যালেঞ্জ Contest শুরু করেছে যার দুইটি ভাগ রয়েছে ,আপনি এই গুলো তে অংশগ্রহণ করে আপনার কন্ট্রিবিউশন কিংবা অভিজ্ঞতা গুলো কনটেস্ট এর বিস্তারিত দেখে লিখলেও আমরা সে গুলোকে কাউন্ট করব।

কনটেস্ট দুইটি লিংক নিচে দেয়া হলো ভালো করে পড়ে বুঝে Hash tag যুক্ত করে পোস্ট করবেন আশা করি

  1. Community Love Challenge #CommunityLive2020

  2. Community Photo Challenge #CommunityLive2020

ধন্যবাদ

বাংলাদেশ লোকাল গাইডস

কানেক্ট ফোরামে কিভাবে পোস্ট করবেন তার একটি বাংলা টিউটোরিয়াল

https://www.youtube.com/watch?v=Y6SahraboaQ&t=12s

92 Likes

Eagerly wait for this meet up.

Really this post is very helpfull and crystal clear.

Thank you so much @MahabubMunna

9 Likes

@MahabubMunna বাংলায় লেখার জন্য অনেক ধন্যবাদ বড় ভাই। আর ট্র্যাকে ফেরার জন্য এই পোস্ট টি খুবি জরুরি ছিল। :heart:

11 Likes

ধন্যবাদ @MahabubMunna ভাই, সুন্দর পরিকল্পনার জন্য।

9 Likes

@MahabubMunna ভাইয়া এমন সিদ্ধান্ত গ্রহণ করাই জানাই আন্তরিক ধন্যবাদ।

7 Likes

@MahabubMunna পড়ালেখা করে পরীক্ষা না দেয়া যেমন, মিটআপ করে কানেষ্টে পোষ্ট না দেয়াও তেমন। কেননা, কানেক্ট পোষ্ট দেয়ার মাধ্যেমে আমাদের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে পারি, নতুন কিছু জানতে ও জানাতে পারি।
আপনার এই উদ্দ্যেগ কে স্বাগত জানাই। আশা করি এর মাধ্যেমে আমরা মানসম্মত এক্টিভ লোকাল গাইডস পাবো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই

9 Likes

ধন্যবাদ ভাই।

আসলেই এক্টিভ হওয়ার জন্য এইটার দরকার ছিলো।

আশাকরি সবাই গুরুত্ব সহকারে নিবে।

8 Likes

@MahabubMunna thanks for your undoubtedly great initiative. May every local guide again warm up their activities and also take part in the Community challenge 2020.

8 Likes

আসলেই লোকাল গাইড কানেক্ট জ্ঞান আহরণ করার একটি বড় মাধ্যম। যত কিছু শিখেছি আর শিখছি লোকাল গাইড কানেক্ট তা অসাধারণ । ভালোভাবে ম্যাপিং করার জন্য একটি গাইডলাইন পাওয়া যাবে। ধন্যবাদ @MahabubMunna আর বাংলাদেশ লোকাল গাইড কে হাত ধরে পথ দেখার জন্য।

5 Likes

@MahabubMunna thanks for arranging 150th meetup. Nice plan & all the best.

5 Likes

অনেক ধন্যবাদ @MahabubMunna ভাইয়া । এই উদ্যোগটা আরও আগে নেওয়ার প্রয়োজন ছিলো ।

5 Likes

Great initiative!Thank you @MahabubMunna vai for this informative and helpful post.

4 Likes

@B_Barna @ShahriarAzadEvan @MehadeHasan @Md_Azim_Uddin @TrulyBappy thanks for your comment and all kinds of support

6 Likes

@MahabubMunna bhai Thank you for your information.

3 Likes

ধন্যবাদ @MahabubMunna দাদা ভাইয়া :heart:

সবমিলিয়ে খুব ভালো উদ্যেগ মনে করি, অন্যসব মিটাপের রেজিস্ট্রিসনের চেয়ে এবারের টা একটু আলাদা, একটু অন্যরকম। কানেক্টে এক্টিভিটি বাড়ানোর জন্য এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা।

8 Likes

ধন্যবাদ ভাই, পরিকল্পনার জন্য। ইনশাআল্লাহ আশা করি একসাথে বাংলাদেশ লোকাল গাইড এর অ্যাক্টিভ সকল সদস্যদের সাথে দেখা হবে।

1 Like

আমি মনে করি সিদ্ধান্তটা যথাযত হয়েছে। এখন শুধুমাত্র প্রকৃতই লোকাল গাইডিং এর প্রতি যাদের আকর্ষণ আছে তারাই মিট আপের সুযোগ পাবে। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি অনেক ভালো।

3 Likes

Appreciable initiative! It’s little tough for some people!

2 Likes

অসংখ্য ধন্যবাদ ভাই মিট-আপ সংক্রান্ত বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। আমরা যথাসাধ্য কায করবো ইনশা-আল্লাহ

2 Likes

@MahabubMunna ভায়া খুব সুন্দর প্রচেষ্টা। আশাকরি ১৫০ তম মিটআপ ভালোভাবে সফল হবে। ধন্যবাদ WBLG এর তরফ থেকে ভালোবাসা রইলো। শুভ দীপাবলি

2 Likes