প্রিয় লোকাল গাইড বৃন্দ
যারা Bangladesh Local Guides এর প্রতিটি ক্ষেত্রে ভালোবাসার সময় এবং শ্রম দিয়ে ওতপ্রোতভাবে জড়িত এই পোস্ট তাদের উদ্দেশ্যে।
আপনারা হয়তো জানেন বছরে আমরা 25 টি মিট-আপ আয়োজনের পরিকল্পনা করে থাকি এবারও তাই হচ্ছে।
COVID-19 মহামারী প্রভাবে আমরা 7 থেকে 8 টি মাত্র Offline Meetup করেতে পেরেছি বাকিগুলো Online ভিত্তিক হয়েছিল।
নানা চাপের কারণে হয়তো আপনারা আস্তে আস্তে লোকাল গাইডের Regular Activities থেকে সরে যাচ্ছেন, তাই আপনাদেরকে
আবারো Main Trac ফিরিয়ে আনতে একটু ভিন্ন ধর্মী ব্যবস্থা।
Connect forum হচ্ছে Local Guides প্রোগ্রামের একটি বড় অংশ এবং মেলা বন্ধন এর একটি মাধ্যম।এই ফোরাম থেকে আপনি সকল নতুন তথ্য জানতে পারবেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে।
আমরা একটা বিষয় লক্ষ্য করেছি আমাদের কমিউনিটির মেম্বারদের মাঝে দিন দিন এর ব্যবহার কমে আসছে। তাই এই ভিন্নধর্মী উদ্যোগ নেয়া।
কবে করছি এই ১৫০ তম মিট আপ
যদি পরিবেশ আমাদের অনুকূলে থাকে করোনা মহামারীর কোন প্রকার প্রভাব আমাদের সমাজে ছড়িয়ে না পড়ে
তাহলে ইনশাল্লাহ আমরা এ বছরের ডিসেম্বরে 150 তম মিট-আপের মহা আয়জনের চেষ্টা করে যাচ্ছি।
এবার আয়োজনে আগের মত বহু লোকের সমাগম হবে না। তবে যারা সবসময় একটিভ কানেক্ট এবং ম্যাপ কন্ট্রিবিউশনে, তাদেরকে প্রাধান্য দেয়া হবে।
কারা অংশগ্রহণ করতে পারবেন এবারের মিটআপে:
বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটেন্ডি সিলেকশন করা হবেতার মধ্যে একটি হচ্ছে:
যারা নভেম্বর এবং ডিসেম্বরে ন্যূনতম দুইটি কানেক্ট পোস্ট (কোয়ালিটিফুল) প্রদান করবে। তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সিট বরাদ্দ নিশ্চিত নয়।
*বাকি বিষয়গুলো শীঘ্রই পর্যায়ক্রমে এখানে যুক্ত করা দেওয়া হবে।
আমি কি ধরনের পোস্ট দিব কানেক্ট ফোরামে
১. আপনার পূর্বে ভ্রমণকৃত স্থানের অভিজ্ঞতা, আপনার দেখার লোকসংস্কৃতি, স্থানীয় খাবার কিংবা পূর্বে উপস্থিত থাকা কোন মিটআপের অভিজ্ঞতার কথা.
২.সম্প্রতি কানেক্ট মডারেটর @AdrianLunsong একটি চ্যালেঞ্জ Contest শুরু করেছে যার দুইটি ভাগ রয়েছে ,আপনি এই গুলো তে অংশগ্রহণ করে আপনার কন্ট্রিবিউশন কিংবা অভিজ্ঞতা গুলো কনটেস্ট এর বিস্তারিত দেখে লিখলেও আমরা সে গুলোকে কাউন্ট করব।
কনটেস্ট দুইটি লিংক নিচে দেয়া হলো ভালো করে পড়ে বুঝে Hash tag যুক্ত করে পোস্ট করবেন আশা করি
ধন্যবাদ
বাংলাদেশ লোকাল গাইডস
কানেক্ট ফোরামে কিভাবে পোস্ট করবেন তার একটি বাংলা টিউটোরিয়াল