New York: Exploring The City That Never Sleeps

নিউ ইয়র্ক এমন একটি শহর যা কখনই ঘুমায় না। হ্যা, আপানদের আজ সেই শহরে কাটানো আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে ২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক গিয়েছিলাম, TheirWorld এর একজন গ্লোবাল ইয়ুথ এম্বেসেডর হিসেবে।

কাতার এয়ারওয়েজে এটা আমার প্রথম ভ্রমন ছিল। কুয়ালালুমপুর থেকে দোহা হয়ে আমাকে নিউ ইয়র্ক যেতে হবে, ট্রানজিটের সময় ছাড়াই আমাকে বিমানে থাকতে হবে প্রায় ২১ ঘন্টা, তাই আগে থেকে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করে নিয়ে ছিলাম। যদিও এর আগে লোকাল গাইডস সামিটে যোগ দিতে কুয়ালালুমপুর থেকে সেনফ্রান্সিসকো এর ভ্রামন ছিল প্রায় ২৭ ঘন্টা। কাতার এয়ারওয়েজ এর সেবার মান অনেক ভাল ছিল। আমি রেটিং এ তাদের ৫ এ ৫ দিব। প্রায় ৭ ঘন্টা ৩০ মিনিট পর দোহা আন্তর্জাতিক বিমান বন্দরে পোঁছালাম। অসাধারন একটি বমান বন্দর। ট্রানজিটের পুরু সময়টা বিমানবন্দরটি ঘুরে ঘুরে দেখলাম।

দোহা থেকে ১৩ ঘন্টা ৪৫ মিনিট বিমান ভ্রমন শেষে JFK বিমান বন্দরে পোঁছালাম। ইমিগ্রেশনের কাজ খুব দ্রুত হয়ে গেল, যেহেতু আমি UNGA এর জন্য ভ্রমন করছিলাম। TheirWord থেকে আমাকে রিসিভ করার জন্য আগে থেকেই লাওরা ও সারা অপেক্ষা করছিল। ইতোমধ্যে ওয়ানজা (কেনিয়া) আমাদের সাথে যোগ দিল। আমরা হোটেলের উদ্দেশে রওনা দিলাম আর গাড়ির জানালা দিয়ে আমি নিউ ইয়র্ক সিটি দেখছিলাম।

TheirWold আমি ছাড়া আরও দুই জন গ্লোবাল ইয়ুথ এম্বেসেডরকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি, ওয়ানজা (কেনিয়া) আর জাভিতা (নিউ ইয়র্ক) আমরা তিনজনেই অল্পতেই ভাল বন্ধু হয়ে যাই। জাভিতার সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল। আমরা ভাল বন্ধুও।

জাতিসংঘের হেড অফিসের পাশেই আমার হোটেল থাকায় সিকিউরিটি অনেক ছিল। হিলটন গার্ডেন ইন হোটেলে আমি ছিলাম।

জাতিসংঘের হেড অফিস ও জাতিসংঘের সাধারণ অধিবেশনের এর অভিজ্ঞতা আরেকদিন শেয়ার করব।

আমিও বরাবরের মত ওয়ানজা আর জাভিতা এর সাথে লোকাল গাইডস প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। ওরা দুই জনের খুব আগ্রহ প্রকাশ করে লোকাল গাইডস নিয়ে। আমরা তিনজন চটকরে একদিন নিউ ইয়র্ক এক্সপ্লোর করার জন্য ঠিক করলাম। জাভিতা যেহেতু নিউ ইয়র্ক এ বসবাস করে তাই সেই আমাদের লোকাল গাইডসের ভূমিকা পালন করে।

আমরা ছিলাম হিলটন গার্ডেন ইন হোটেলে। আমাদের হোটেলের পাশেই Lexington Av-53 St

সাবওয়ে (ট্রেন স্টেশন) ছিল। আমরা সকাল সকাল সাবওয়ে তে চলে গেলাম, গন্তব্য টাইম স্কয়ার। আমরা ট্রেনে করে 42 St-Port Authority Subway Station এ গিয়ে নামলাম। সাবওয়ে থেকে নেমে প্রথমে কিছু খেয়ে নিলা। যদিও আমারা স্টিট ফুড খেতে চাচ্ছিলাম কিন্তু হালাল না থাকায় বাধ্যহয়ে আমরা একটা সুপারশপে গেলাম।

আমারা টাইম স্কয়ারের দিকে হেটে যাচ্ছিলাম আর আমরা ছবি তুলছিলাম। যে জায়গা গুলো আগে ছবি বা ভিডিও তে দেখাতাম, সে জায়গা গুলোতে হাটছিলাম আর খুব এক্সাইটেড ছিলাম যা লিখে বুঝাতে পারব না।

যে সকল জায়গা ভিজিট করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে-

Harry Potter Play: https://goo.gl/maps/SSKjmx8gpJMDcAXb6

Ripley’s Believe It or Not! Times Square: https://goo.gl/maps/m5BqYvU6yYBQmQ3W8

Aladdin the Musical: https://goo.gl/maps/J7MNxXv3yWTjPfTk8

Disney Store https://goo.gl/maps/7J1i48D6hwUSzFKw5

Times Square https://goo.gl/maps/1pEK2jBn9YySrMyHA

আমরা হেটে হেটে টাইম স্কয়ারের পুরু এলাকাটা ঘুরে বেরালাম এবং প্রচুর শপিং ও মজা করলাম। বিকালে আমাদের আরেকটা মিটিং থাকায় দুপুরের মধ্যে আমাদের এক্সপ্লোর করা শেষ করলাম। আমরা ফ্রি লাইভ সঙ্গীত উপভোগ করলাম।

এতো বেশি ছবি তুলেছি যে যা একটা পোষ্ট এ শেয়ার করা কঠিন। পোষ্টের শেষে দেয়া ফটো এ্যালবামটা ঘুরে দেখতে পারেন।

রাতে আবার বের হলাম রাতের নিউ ইয়র্ক দেখব বলে। আমরা আবার টাইম স্কয়ারে আসলাম। টাইম স্কয়ার এ রাতের সুন্দর্য উপভোগ করে এবার হোটেল ফেরার পালা। রাতেও আলোতে মনেই হচ্ছিলনা যা এখন অনেক রাত। তাইতো নিউ ইয়র্ক শহকে বলা হয়, যে শহর কখনও ঘুমায় না।

হোটেল গিয়েই কল দিলাম এক বন্ধুকে বাংলাদেশি খাবার খাব। অল্প সময়ের মধ্যেই সে গাড়ি নিয়ে আমার হোটেলের সামনে চলে আসল। আমরা ওয়াল্ড ট্রেন সেন্টার হয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট Curry In a Hurry তে গেলাম মাঝ রাতে।

সারা রাত নিউ ইয়র্ক এর বিভিন্ন জায়গা ঘুরে শেষ রাতে হোটেল এ আসলাম, কারন বিকালের ফ্লাইটে করে মালয়শিয়াতে আসতে হবে। যে দিন মালয়েশিয়া আসব সেই দিন ছিল শুক্রবার। তাই চট করে গুগল ম্যপ্সে কাছাকাছি মসজিদ দেখে জুম্মার নামাজটা আদায় করে নিলাম।

এই বার যাত্রা এয়ারপোর্ট, আবার সেই প্রায় ২১ ঘন্টা বিমান ভ্রমন। নিজেকে মানসিক ভাবে তৈরি করে সবাই ছুটলাম বিমানবন্দরের দিকে। সেই গল্প না হয়ে আরেক পোষ্টে শেয়ার করব।

ezgif-3-d58f7b2910fd.gif

খুব ইচ্ছে ছিল গুগল লোকাল গাইডসের টিমের সাথে গুগল নিউ ইয়র্ক অফিসে গিয়ে দেখা করার। UNGA এর খুব ব্যাস্ত শিডিউল থাকায় আর হয়ে উঠেনি। ইনশাআল্লাহ, পরেরবার আসলে অবশ্যই একটা মিটাআপ করে যাব।

Google Photos Album : https://photos.app.goo.gl/STxKDhFZ6UidHS7L9

আপনার নিউ ইয়র্ক ভ্রমনের কোন অভিজ্ঞতা থাকলে কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না।

32 Likes

আমিও মুভিতে আর ভিডিওতে শহরটাকে দেখেছি কিন্তু আপনার ছবিগুলোতে আরও প্রাণবন্তকর মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে বাংলাতে সুন্দরভাবে পোষ্ট করার জন্য @PavelSarwar

2 Likes

Wow great news and big achievement @PavelSarwar vai.

2 Likes

@MS_Pathan শহরটি আসলেই ছবির মতই সুন্দর।

3 Likes

Hi @PavelSarwar ,

Thanks for sharing your travel experience of New York!

I’ve never been there, but it’s definitely on my bucket list. I really enjoyed reading your post and the photos are very sweet. What did you like the most? Would you like to visit again?

2 Likes

@Petra_M I love the nightlife of New York. Day time all the people in New York are too busy and lots of cars on the road. I am living in Cyberjaya, Malaysia, it’s a no horn city & don’t have many cars. But in New York have traffic and car horn. But in Cyberjaya don’t have too much nightlife. I really enjoyed the Nightlife of New York. I want to go again and again. Too many places need to explore in New York. This time I didn’t get time to go Statue of Liberty National Monument, I want to go there in the near future and also want to visit the Google New York office.

3 Likes

@PavelSarwar ভাই, আপনার ভ্রমণ গল্পটি অসাধারণ হয়েছে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

3 Likes

@OmarBD আপনার কিছু অভিজ্ঞতা শুনতে চাই। আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

2 Likes

@PavelSarwar অবশ্যই শোনাব তবে এখন নয় আগামী কিছুদিনের মধ্যে ইন্ডিয়াতে একটি টুর আছে, সেখান থেকে এসে সেই গল্প আপনাদের সাথে শেয়ার করবো। ইনশাআল্লাহ

2 Likes

That’s very cool @PavelSarwar ! I’m actually more interested on the UN program. How were you selected? And what did you guys discuss during the meeting? Very cool that you got to explore NYC though!

3 Likes

@iyudhi Thanks for your interest. Yes, I want to share my UNGA experience but sharing on Local Guides Connect is it comply with LG rules?

1 Like

It’s big dream to Visit the USA mostly people from subcontinent happy to see you enjoy a lot @PavelSarwar @ keep enjoying

2 Likes

@Muhammad_Usman Thank you so much.

1 Like

@PavelSarwar NY? Wow, you’re amazing! Thanks for sharing the story :slightly_smiling_face:

2 Likes

@PavelSarwar

Great experience! NYC is a diverse city, there are plenty of places to visit and things to do. No matter what you like, you’ll always find some cool things for you there. Did you go to Central Park? It’s one of my favourite places there!! I spent a lot of time walking around this park and laying down for a reading.

Mapu

2 Likes

@NunungAfuah Yap, Its NY. Thank for reading my story.

@MapuGuti For my busy schedules, I could not able to visit many places from my list. Hopefully next time. Do you have a Google Maps list for where to visit in NY?

1 Like

@PavelSarwar I haven’t created it yet, but I’ll post it as soon as I make it :slightly_smiling_face: Come back if you have the chance !

1 Like

@PavelSarwar New York is a destination I want to get to soon … thanks for sharing … the UN thing is very interesting and a privilege, congratulations!

1 Like

@Robert24 yes, I have got a lifetime experience from UN General Assembly. After COVID 19 outbreak I will try to visit New York again.

1 Like