Navanna pitha festival from home to home.

বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। “নবান্ন” শব্দের অর্থ “নতুন অন্ন” বা “নব অন্ন”।নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব।সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।

অগ্রহায়ণের শুরুতেই আমাদের গ্রাম বাংলায় চলে নানা উৎসব, নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই সাথে প্রথম ধানের অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এই উৎসব। বাঙালির বার মাসে তের পাবর্ণ- এ যেন সত্যি হৃদয়ের বন্ধনকে আরো গাঢ় করার উৎসব। হেমন্ত এলেই দিগন্তজোড়া ফসলের অমাঠ ছেয়ে যায় হলুদ রঙে। এই শোভা দেখে কৃষকের মন আনন্দে নেচে ওঠে। নতুন ফসল ঘরে ওঠার আনন্দ। প্রাচীনকাল থেকেই বাঙালির জীবনে েঅগ্রহায়ণ কৃষকের নতুন বার্তা নিয়ে আগমন ঘটে। নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় পিঠা পায়েস, ক্ষীরসহ হরেক নানা রকম খাবার। সুস্বাদু খাবারের গন্ধে ভরে ওঠে চারপাশ। সোনালি ধানের প্রাচুর্য আর বাঙালির বিশেষ অংশ নবান্ন ঘিরে।

অগ্রহায়ণ এলেই কৃষকের মাঠজুড়ে ধানকাটার ধুম পড়ে যায়। অত্যন্ত ব্যস্ত সময় কাটান এ সময়ে কৃষাণ-কৃষাণীরা। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেঁকির তালে মুখর হয় বাড়ির আঙিনা। অবশ্য যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেঁকিতে ধান ভানার শব্দ খুব একটা শোনা যায় না। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, ঢেঁকি ছাঁটা চাল দিয়েই হতো ভাত খাওয়া। তার পরও নতুন চালের ভাত নানা ব্যঞ্জনে মুখে দেয়া হয় আনন্দঘন পরিবেশ। তৈরি হয় নতুন চালের পিঠা, ক্ষীর- পায়েসসহ নানা উপাদান। দেশের কোনো কোনো অঞ্চলে নবান্ন উৎসবকে কেন্দ্র করে চলে খাওয়া দাওয়ার ধুম।

নবান্ন আর পিঠেপুলির উৎসবে আনন্দে মাতোয়ারা হয় সবাই। তাই অগ্রহায়ণ এলেই সর্বত্র বেজে ওঠে নতুন ধ্বনি। যেহেতু নবান্ন ঋতুকেন্দ্রিক একটি উৎসব তাই প্রতি বছর ঘুরেফিরে আসে নবান্ন উৎসব।

তথ্য সূত্রঃ [ Wikipedia ]

আমাদের এখন কার নবান্নঃ

এই উৎসব বাংলাদেশ ও ভারতের অনেক অঞ্চলেই পালিত হয়ে থাকে।

বাংলা অগ্রহায়ণ মাসে যেহেতু নবান্ন উৎসব। তাই ধান কাঁটার পর চাল কে গুড়া করে পিঠা, পায়েস, নতুন চালের ভাত খাওয়ার ধুম পড়ে।

বিশেষ করে বাহারী রকমের নকশী পিঠা তৈরি হয়,আমাদের অঞ্চলে।

Thanks

Gazi Salauddin

Local guides

Bangladesh.

#bdlg

#letsguide #navannapitha

#connectday

#bangladesh

54 Likes

@GaziSalauddinbd পিঠা উৎসব হলো নাকি, ভাই

2 Likes

জি, ভাই পিঠা উৎসব

ধন্যবাদ @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

1 Like

মিস করলাম ভাই

2 Likes

আহা বাংলার পিঠা বাংলাদেশের পিঠা :yum:

1 Like

আমার এলাকায় @SabbirShawon আপনি ও সকল লোকাল গাইডদের দাওয়াত রইলো। পিঠা এর স্বাদ নেওয়ার দাওয়াত।

ধন্যবাদ

1 Like

ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ আসবো @GaziSalauddinbd ভাই