সেখানে গিয়ে আপনি উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সেরা সৌন্দর্য। চারদিকে সবুজ শ্যামলে ঘেরা লেকের পানি গুলো স্বচ্ছ পরিষ্কার। আকাশটা যদি নীল এবং গুচ্ছ গুচ্ছ মেঘে ভরা থাকে তাহলে সেখানের সৌন্দর্য বৃদ্ধি পায় হাজার গুণ!
কখনো যদি সময় হয় তাহলে ঘুরে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যময় কাপ্তাই লেক থেকে।
@Designer_Biswajit দাদা আমিও একবার গেছিলাম পলিটেকনিক পড়াশোনাকালীন স্টাডি ট্যুরে। সেই পুরনো স্মৃতিগুলো ছবি দেখে স্বরণ করছিলাম। আর তা দিয়ে হঠাৎ করে পোস্ট করে ফেললাম।
@MukulR ছবিটা অনেক দিন আগের। পুরানো অ্যালবাম দেখতে দেখতে এই ছবিগুলো খুুঁজে পেলাম অবশ্যই অনেক গুলো ছবি আছে । কোন এক সময় সেই কানেক্টে আরও একটি পোস্ট শেয়ার করবো।