এর কিছুদিন পরেই ২০০তম মিট আপ এর আয়োজন করা হয়। তখন আমি এই মিটআপে অংশগ্রহণ করার জন্য আমার হাজবেন্ডকে বলি। তখন সে আমাকে মিটআপে আংশগ্রহনের শর্তগুলো বলে দেয় যেগুলো আমাকে মানতে হবে এবং তা করতে হবে। তখন আমি বলি শর্তগুলো মানবো এবং এই মিটআপে অংশগ্রহণ করতে চাই। আমি সেই শর্ত মোতাবেক কাজ করি এবং অবশেষে মিটআপে অংশগ্রহণ করতে পারি।
আমি এই মিটআপ থেকে আমি অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারি। সেখানে অনেক ধরনেরই লোক ছিল যাদের থেকে আমি অনেক কিছু জানতে পারি। সেখানে লোকজনদের সাথে মিশে মনে হয়েছে নিজেদের পরিবারের লোকজন। মিটআপে চারজন আপু ছিল, আমরা চারজন পুরোপুরি বোনের মত ছিলাম। যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছি।
মিটআপে অংশগ্রহণ করে অনেক গুলো গিফট পেয়েছি আমি, যেগুলো গুগল ও বিভিন্ন স্পন্সরগর প্রদান করেছে। এই মিটআপ থেকে অর্জিত জ্ঞানের মাধ্যেমে আমি আরো সুন্দর ভাবে গুগল ম্যাপে কন্ট্রিবিউট করতে পারবো।
আপনার প্রথম মিটআপ শুরু হয়েছে একটি চমৎকার মিটআপের মাধ্যমে। আশা করছি লোকাল গাইডের সাথে আপনার পরবর্তী দিনগুলোও সুন্দর কাটবে। আপনার প্রথম মিট আপের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ @Nupur248
এভাবে কোনো এক মিট-আপ দিয়ে আমারও পরিচয় হয়েছিল বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি এর। আপনার যাত্রা সুন্দর একটা মিট-আপ দিয়ে হয়েছে, এই যাত্রা অনেক দূর নেয়ার জন্য যাওয়ার শুভকামনা রইলো।
Welcome to the world of fun and glory, aka Local Guides! Welcome to Bangladesh Local Guides! Welcome to Connect! What a wonderful post you have written @Nupur248 . I am so glad that you joined the program. Thanks to your husband who inspired you so well. Loved reading your story. I hope you will not just stop here. We need more and more female local guides in the team. Please keep up the good work. I will be waiting to see more contributions from you. Hope to meet you all in person one day. Insha’Allah.