গত কয়েক মাসে আমি গুগল ম্যাপে বেশ কনট্রিবিউশন করেছি ।
যখন এই যে জায়গাতে যাচ্ছি , চেষ্টা করে চলেছি সেই জায়গার তথ্য গুগল ম্যাপস এ আপডেট করার জন্য ।
তার ফলস্বরূপ গত সপ্তাহে আমার তোলা ছবি রিভিউ কেমন ভিউ পেল তা আপনাদের সাথে শেয়ার করব ।
পোস্টটি পড়ার জন্য সকলে ধন্যবাদ।